
16/10/2025
I got 56 reactions and 114 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉
আমার ফেসবুকে কাজ করা এইRubel Miah ভাইয়ার অনুপ্রেরণায়।কেউ যদি বলেন এই লোক ভালো না সেটা আপনার ব্যাপার কিন্তু সে আমার কাছে একজন ভালো মনের মানুষ যার দ্বারা আমি উপকৃত হয়েছি বার বার।অতএব কারো কথায় কান দেবার সময় নাই।আর Syeda Nafesa আপুকে পেয়েছি রুবেল ভাইয়ের মাধ্যমে আপু যে আমাকে স্টার দিয়ে কিনে নিয়েছে এমনটা না। আপুর লেখা গুলো আমার ভালো লাগে তাই আপুর পোস্টে থাকি।❤️কিন্তু কিছু মানুষ যে বাজে মন্তব্য করছেন এই দুটো মানুষকে নিয়ে আপনারা কি বুঝতেছেন আপনারা কিসের পরিচয় দিচ্ছেন?নিজেদের সম্মান নিজেরা নষ্ট করছেন।সবার চোখে নিকৃষ্ট মন মানসিকতার পরিচয় দিচ্ছেন।😔আপনাদের তো বয়স হইছে মুখের ভাষা এতো খারাপ হয় কি করে।নিজেদের সন্তানদের কি শিক্ষা দিবেন যেখানে আপনারাই একজন মেয়েকে নিয়ে বাজে মন্তব্য করেন।ছিঃ🙃উপরের দিকে থুথু ফেললে সেই থুথু নিজের গায়ে পড়ে।মাথায় রাখবেন সবাই।