
10/09/2024
প্রথমে ভেবেছিলাম কেনো পরিবর্তন চায়!! পরে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত মনোযোগ দিয়ে শুনলাম। ওদের দেশের জাতীয় সঙ্গীতে ওদের দেশের নাম উল্লেখ আছে যা শুনলে ওই দেশের জনগণের একটা জোশ কাজ করে, মনোবল বাড়ে, দেশভক্তি বাড়ে !!
আমাদের জাতীয় সঙ্গীতে কোথাও বাংলাদেশ কথাটা উচ্চারিত হয় নাই, উচ্চারিত হয়েছে "বাংলা " !!
এখন প্রশ্ন - বাংলা বলতে কি বাংলাদেশ বুঝায়? নাহ, এখানে পশ্চিম বঙ্গ,
উড়িষ্যা, বিহার, ত্রিপুরা, বর্ধমান সবই বোঝায়। তাহলে বাংলাদেশ কোথায়??? আর এই সঙ্গীতের রচয়িতা কে? ?
বাংলাদেশের জাতীয় কবি এবং আরও অনেক কবি থাকতে কেনো রবীন্দ্রনাথের বাংলা নিয়ে লেখা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে? এই "আমার সোনার বাংলা" তো আমাদের বাংলাদেশ না!! এখানে বাংলাদেশ নামটাকেই গিলে ফেলা হয়েছে !!
জাতীয় সঙ্গীতে নিজের দেশের নাম থাকতে হবে, "বাংলাদেশ" সম্পূর্ণ ভাবে উচ্চারিত হতে হবে। এদেশে অনেক কবি আছেন, অনেক গীতিকার আছেন, অনেক সুরকার আছেন, প্রয়োজনে নতুন করে লেখা হবে !!
জয় বাংলা কেনো উচ্চারিত হতো?
জয় বাংলাদেশ কেনো উচ্চারিত হতো না?
বাংলাদেশ জিন্দাবাদ শুনেছি,
বাংলা জিন্দাবাদ তো কখনো শুনি নাই!!!
Cp