Khulna Media news - খুলনা মিডিয়া নিউজ

Khulna Media news - খুলনা মিডিয়া নিউজ ”খুলনা মিডিয়া” খুলনার প্রতিচ্ছবি

10/08/2025

৮০ নং শাহাপুর বাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষকের অপসারনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ।

10/08/2025

৮০নং শাহ্পুর পাড়ইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপসরণের দাবিতে মানববন্ধন Khulna Media news - খুলনা মিডিয়া নিউজ

09/08/2025
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় জড়িত কেটু মিজানসহ স্বামী-স্ত্রীসহ ৪ জন গ্রেপ্তারপ্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তু...
09/08/2025

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় জড়িত কেটু মিজানসহ স্বামী-স্ত্রীসহ ৪ জন গ্রেপ্তার

প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত স্বামী-স্ত্রীসহ ৪ জন গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত এক নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) রাতে পৃথক অভিযানে গাজীপুর নগরীর সদর থানার সালনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ দেখে তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) উত্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রবিউল ইসলাম।

তিনি বলেন, ফুটেজ দা, ছুরি ও চাপাতি হাতের যাদের দেখা গেছে, গ্রেফতারকৃত ৩ জন তাদের মধ্যে ছিল।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে, ঘটনার শুরুতে ভিডিওতে যে নারীকে দেখা গেছে, যে নারীকে কেন্দ্র হামলার ঘটনা সেই নারী। তার নাম গোলাপি। এছাড়া ফুটেজে চাপাতি হাতে (দাড়িওয়ালা এবং মাথায় ক্যাপ পড়া) কোপানোর জন্য যাকে দৌঁড়াতে দেখা যায় সেই ব্যক্তি চাপাতি ফয়সাল ওরফে কেটু মিজান। অপরজন ফুটেজে যাকে সাদা শার্ট ও জিন্সের প্যান্ট পড়া চাপাতি হাতে দাঁড়ানো সেই যুবক স্বাধীন। তাদের মধ্যে চাপাতি ফয়সাল ওরফে কেটু মিজানের স্ত্রী গ্রেপ্তারকৃত গোলাপী। এছাড়াও আল আমিন নামে আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার রাত ১২ টার দিকে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান বলেন, সাংবাদিক তুহিন হত্যার পর থেকেই পুলিশের একাধিক টিম বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছিল। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পর আসামিরদের সনাক্ত করা এবং তাদের অবস্থান জানার জন্য চেষ্টা অব্যাহত ছিল। তারই ধারাবাহিকতায় ওই ৪ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, তদন্তের স্বার্থে আরো অনেক কিছু এখন বলা যাচ্ছে না। আমাদের অভিযান অব্যাহত আছে। আশা করা যায় জড়িত সবাইকে দ্রুতই গ্রেপ্তার করা সম্ভব হবে।

08/08/2025

খুলনায় ছাত্রদল কর্মী সাগর মোল্লাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

07/08/2025

খুলনা যৌথবাহিনী অভিযানে রেলস্টেশন বার্মাশীল এলাকায় বিপুর পরিমান বাংলা মদসহ এক ব্যবসায়ী গ্রেপ্তার

খুলনায় দেশীয় পাইপগান এবং ২ রাউন্ড শর্টগানের গুলিসহ জয়নাল আবেদীন জনি নামের এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার গভীর রা...
07/08/2025

খুলনায় দেশীয় পাইপগান এবং ২ রাউন্ড শর্টগানের গুলিসহ জয়নাল আবেদীন জনি নামের এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার গভীর রাতে নগরীর পূর্ব বানিয়াখামার মেইন রোড থেকে আটক করা হয়। আটক জনি ওই এলাকার আশরাফ আলীর ছেলে।
খুলনা থানার এসআই তপন তার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনা, নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী রাত আড়াইটার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার আশরাফ আলীর বাড়িতে অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেয় মেজর আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস (১৭ বীর)।
তিনি আরও জানান, রাতে জনির ঘর থেকে একটি দেশীয় পাইপগান এবং ২ রাউন্ড শর্টগানের গুলি তার ঘর থেকে উদ্ধার করা হয়। এছাড়া আটক হওয়া জনির ঘর থেকে বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্যও পাওয়া যায়। আটক হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য খুলনা সদর ক্যাম্পে নেওয়া হয়। পরবর্তীতে তাকে খুলনা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

06/08/2025

গণঅভ্যুত্থানের বর্ষপূ‌র্তিতে খুলনায় সা‌বেক এম‌পি নজরুল ইসলাম মঞ্জু অনুসা‌রি‌দের সমাবেশ ও বিজয় মিছিল।

06/08/2025

গণঅভ্যুত্থানের বর্ষপূ‌র্তিতে খুলনায় সা‌বেক এম‌পি নজরুল ইসলাম মঞ্জু অনুসা‌রি‌দের সমাবেশ ও বিজয় মিছিল।

Address

Khalishpur
Khulna
9000

Alerts

Be the first to know and let us send you an email when Khulna Media news - খুলনা মিডিয়া নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khulna Media news - খুলনা মিডিয়া নিউজ:

Share

Category