31/12/2023
হে আমার রব, আমার প্রতিপালক
শুরু হতে যাচ্ছে নতুন বছর।
নতুন বছর আপনার হুকুম ইবাদতের মধ্য দিয়ে শুরু করছি। শেষ হয়ে যাওয়া বছরটি কখনোই আমার জীবনে ফিরে আসবে না। তাই জীবন থেকে চলে যাওয়া বছরটিতে আমার করা ভুল ও গুনাহ গুলোর দিকে না তাকিয়ে, আমার করা ভালো কাজ, আপনার দেওয়া হুকুম ও আপনার রহমতের দিকে তাকিয়ে আমাকে মাফ করুন। চলে যাওয়া বছরটিতে আপনার এই অভাগা বান্দা যতো টুকু আপনার হুকুম পালন করতে পেরেছে তাতেই আপনার বান্দা কে মাফ করে আপনার অতি কাছে টেনে নিন।
নিশ্চয়ই আপনি উত্তম পরিকল্পনা কারি।
নতুন বছর সকল প্রকার খারাপ কাজ ও খারাপ মানুষ থেকে দুরে রেখে আপনার হুকুম পালন করার সুযোগ দিন।
আমাকে হারাম রিলেশন থেকে দূরে রাখুন।
এবং আমাকে পবিত্র থাকার তাওফিক দান করুন
বিশেষ করে আমি যেমন, আমার পবিত্রতা ধরে রেখেছি যাকে আমার জীবন সঙ্গিনী হিসেবে আপনি দিবেন সেও যেনো সকল প্রকার ফেৎনা থেকে দূরে থাকে সেও যেনো তার পবিত্রতা রক্ষা করতে পারে।
অন্যের জন্য আমাকে অতি সামান্য হলেও কিছু করার সুযোগ দিন। অন্যের মুখের হাসির কারণ যেনো আমি হতে পারি সেই তাওফিক দান করুন, আমিন।
আমার সকল প্রকার কাজ, আমার জন্য সহজ করে দিন। শরীর ও মন উভয় সুস্থ রাখুন।
Alhamdulillah for everything