Muhammad Mostafa Mahin

Muhammad Mostafa Mahin Alhamdulillah For Everything ��

16/06/2024

এদেশের অর্থনীতির
চাকা ঘুরে
শ্রমিকের উপার্জনে 🧔

শ্রমিকদের ঘাম মাখা শরীর নিয়ে আমাদের পাশে এসে বসলে আমাদের (অকট) বোধ হয় কারো কাছে বা মনে ঘৃণা লাগে।

কেউবা বলে ওঠে বা মনে মনে বলে কি বিশ্রী গন্ধ!!!
বলতেই হয়, তারা আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রাখলেও আমরা অনেক সময় পরিকল্পনা মাফিক বা ইচ্ছাকৃতভাবে তাদের জীবন চাকা বন্ধ করে দেই।

✍️ :: মাহিন সরদার

03/01/2024

হেরেছে তারাই,
যারা লড়াই করেনি!!!

02/01/2024

ঢের কেঁদেছি ঢের সেধেছি,
আর পারিনে, যেতে দে তায়।
গলল না যে চোখের জলে
গলবে কি সে মুখের কথায়॥

যে চলে যায় হৃদয় দলে
নাই কিছু তার হৃদয় বলে,
তারে মিছে অভিমানের ছলে
ডাকতে আরও বাজে ব্যথায়॥

বঁধুর চলে যাওয়ার পরে
কাঁদব লো তার পথে পড়ে,
তার চরণ-রেখা বুকে ধরে
শেষ করিব জীবন সেথায়॥

✍️ :: কাজী নজরুল ইসলাম

31/12/2023

হে আমার রব, আমার প্রতিপালক

শুরু হতে যাচ্ছে নতুন বছর।
নতুন বছর আপনার হুকুম ইবাদতের মধ্য দিয়ে শুরু করছি। শেষ হয়ে যাওয়া বছরটি কখনোই আমার জীবনে ফিরে আসবে না। তাই জীবন থেকে চলে যাওয়া বছরটিতে আমার করা ভুল ও গুনাহ গুলোর দিকে না তাকিয়ে, আমার করা ভালো কাজ, আপনার দেওয়া হুকুম ও আপনার রহমতের দিকে তাকিয়ে আমাকে মাফ করুন। চলে যাওয়া বছরটিতে আপনার এই অভাগা বান্দা যতো টুকু আপনার হুকুম পালন করতে পেরেছে তাতেই আপনার বান্দা কে মাফ করে আপনার অতি কাছে টেনে নিন।

নিশ্চয়ই আপনি উত্তম পরিকল্পনা কারি।

নতুন বছর সকল প্রকার খারাপ কাজ ও খারাপ মানুষ থেকে দুরে রেখে আপনার হুকুম পালন করার সুযোগ দিন।

আমাকে হারাম রিলেশন থেকে দূরে রাখুন।
এবং আমাকে পবিত্র থাকার তাওফিক দান করুন
বিশেষ করে আমি যেমন, আমার পবিত্রতা ধরে রেখেছি যাকে আমার জীবন সঙ্গিনী হিসেবে আপনি দিবেন সেও যেনো সকল প্রকার ফেৎনা থেকে দূরে থাকে সেও যেনো তার পবিত্রতা রক্ষা করতে পারে।

অন্যের জন্য আমাকে অতি সামান্য হলেও কিছু করার সুযোগ দিন। অন্যের মুখের হাসির কারণ যেনো আমি হতে পারি সেই তাওফিক দান করুন, আমিন।
আমার সকল প্রকার কাজ, আমার জন্য সহজ করে দিন। শরীর ও মন উভয় সুস্থ রাখুন।
Alhamdulillah for everything

Address

Bangladesh, Khulna
Khulna
9000

Telephone

+8801993964844

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Mostafa Mahin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share