24/03/2024
যে মানুষটা একদিন আমায় পাগলের মতো ভালোবাসতো সে মানুষটা আর আমার নেই!😭💔
মানুষটা আজ অন্য কারো! যে মানুষটা আমায় এক মুহূর্তের জন্যেও চোখের আড়াল করতো না, এক মুহূর্ত না দেখে থাকতে পারতো না সে মানুষটা আর আমার নেই! মানুষটা আজ অন্য কারো!😢💔
যে মানুষটার সাথে একদিন কথা না হলে নিঃশ্বাস বন্ধ হয়ে যেতো, সেই মানুষটা আর আমার নেই! মানুষটা আজ অন্য কারো!💔
যে মানুষটা খুব করে বলতো, "তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না" সেই মানুষটা আজ আমায় ছাড়া দিব্যি বেঁচে আছে!🙂🥀
খুব ভালো ভাবে বেঁচে আছে! ভালো আছে, সুখে আছে!🖤
মানুষটা আর আমার নেই! মানুষটা আজ অন্য কারো! ভাবতেই কেমন যেন আমার বুকের ভেতর টা ব্যথায় চিন চিন করে উঠে! কাঁটার মতো খচাৎ করে বিঁধে! কেমন যেন বুকের পাঁজর ভেঙ্গে একাকার হয়ে যায়! অজান্তেই চোখের পাতা ভিজে যায়!🥺💔
মানুষটা নেই ঠিকই তবে তার দেয়া কিছু মিথ্যে প্রতিশ্রুতি আর মিথ্যে স্বপ্ন আজও রয়ে গেছে!☹️💔
মানুষটা অন্যের হয়ে গেছে তবে তার স্মৃতি আজও আমার একার রয়ে গেছে! যাবার সময় সবকিছু নিয়ে গেছে কেবল তার অভাবটা সারাজীবনের জন্য রেখে গেছে!😪💔
পৃথিবীর সবকিছুর অভাব সহ্য হয় তবে কেন জানি তার অভাবটা আমার আজও সহ্য হয় না!😓
আমার কষ্ট হয়, নিঃশ্বাস বন্ধ হয়, বুকের বামপাশটা আজও খালি খালি লাগে মানুষটার জন্য! আজও তার কথা ভেবেই ঘুমোতে যাই! ঘুম ভাঙ্গতেই নিয়ম করে তাকে খুঁজি! কিন্তু মানুষটা কোনদিন তা জানতেও পারবে না!🙂💔
কেবল নিঃসঙ্গ রাতের আঁধার আর মাথার নিচের বালিশ জানে সে কথা!🖤
এ আমার আমির এক গোপন কষ্ট! যা বলা যায় না, কারো সাথে ভাগ করা যায় না, আবার সহ্যও করা যায় না!😴💔
শুধু নিরবে নিভৃতে চোখের পানি ফেলতে হয়! কেউ দেখার আগেই তা মুছে ফেলতে হয়! 🌚💔
আমার মানুষটা আর আমার নেই! আমার আর কোন অধিকার নেই! ভালোবাসার অধিকার নেই, কাছে যাবার অধিকার নেই, ছুঁয়ে দেখার অধিকার নেই, কাছ থেকে শিখার অধিকার নেই! নেই প্রিয় নাম ধরে ডাকার অধিকার! কেবল আছে দীর্ঘশ্বাস আর এক বুক শূন্যতা!😓💔
সবকিছু যদি সাথে করেই নিয়ে গেলো তবে যাবার সময় তার স্মৃতি আর অভাববোধটা কেন সাথে করে নিয়ে গেলো না??☹️
ছেড়েই যদি গেলো তবে একেবারে কেন গেলো না?? না বেঁচে আছি না মরে গেছি! প্রতি মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা ভোগ করছি! প্রতিটি ন্যানোসেকেন্ড তুমিহীনতায় ভুগছি!😢💔
জলের অভাবে গলা শুকিয়ে যায়! জল পান করলে তৃষ্ণা মিটে যায় তবে তোমার অভাবে যে রোজ মরে যাই সে অভাব মিটবে কেমন করে!☹️💔