07/09/2024
রয়েল বেঙ্গল টাইগার কবে বলেছিলো, "আমাকে বাংলাদেশের জাতীয় পশুর মর্যাদা দিতে হবে" ? দোয়েল কি হতে চেয়েছিলো এদেশের জাতীয় পাখি? ইলিশ কি ঘুষ খাইয়েছিলো তাকে জাতীয় মাছ বানাতে? শাপলা কিংবা কাঁঠালের মামা-খালুরাও প্রভাব খাটায়নি তাদের জাতীয় ফুল-ফল বানাতে। আমগাছটাও বায়না ধরেনি তাকে জাতীয় গাছ বলতে।
রবীন্দ্রনাথও বলেনি তার লেখাকে বাংলাদেশের জাতীয় সংগীত বানাতে। যারা বানিয়েছে তারাও রবীন্দ্রনাথের অনুমতি নেয়নি। কারণ বাংলাদেশের জন্মের বহু আগেই সে পটল তুলেছে।
কিন্তু যারা ওসব করেছে তারা তাদের চিন্তা-চেতনা, আবেগ-অনুভূতি আর ক্ষমতার সংমিশ্রণেই করেছে।
আজ আপনাদের হাতে ক্ষমতা আছে তাই আপনারা আপনাদের চিন্তা-চেতনা, আবেগ-অনুভূতি থেকে যদি মনেকরেন কুত্তা,কাউয়া, গেন্ধা, কেলা, পুঁটি কিংবা কচুগাছকে জাতীয় পশু, পাখি, ফুল, ফল, মাছ, গাছ বানাবেন তাতে কি যায় আসে? করে ফেলেন।
শুধু মনে রাখবেন। "লাখো শহিদের রক্তে কেনা দেশটা কারো বাপের না।" এক মাঘে যেমন শীত যায় না, এক আগষ্টে তেমন যুগ যায় না। আগষ্ট প্রতিবছরই ঘুরে ফিরে আসে।
সবাইতো গান বিষারদ! ঐগানটাতো সবাই শুনেছেন। "প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই , , ,"
বহুবার প্রেমিকার হাত ধরে আবেগে গদগদ হয়ে হয়তো এগানটা গেয়ে শুনিয়েছেন। কিন্তু আপনি কি জানেন এ গানটায় গীতিকার কাকে চেয়েছেন? গীতিকার এক সাক্ষাৎকারে নিজের মুখেই বলেছেন সে 'সিগারেট' কে চায়। কোন প্রেমিকার উদ্দেশ্যে সে এ গানটি লিখেন নি।
গীতিকার কী ভেবে লিখেছেন সেটা তার ব্যাপার। আপনি কি ভেবে গাইছেন সেটা আপনার ব্যাপার।
রবীন্দ্রনাথ কী ভেবে "আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি" লিখেছে সেটা তার ব্যাপার। যারা এটাকে বাংলাদেশের জাতীয় সংগীত এর মর্যাদা দিলেন তারা কী ভেবে দিয়েছেন সেটা তাদের ব্যাপার। আপনি এখানে শির্ক খুঁজে বেড়াচ্ছেন? কী অদ্ভূত মূর্খতা!😒😒