
08/07/2025
বিশ্বের কিছু নিষিদ্ধ সিনেমা। যেগুলো না দেখাই ভালো। এগুলো সচারাচর ধারণার বাহিরে বানানো। তারপরও আমাদের নিষিদ্ধ জিনিসের প্রতি একটু আগ্রহ টা বেশিই থাকে।
আগেই বলছি এই সিনেমা গুলো দেখার জন্য আমি মোটেও রেকোমেন্ড করছি না। এখন বলতে পারেন তাহলে এটা নিয়ে লিখলাম কেন? যেহেতু আমরা সবাই সিনেমা প্রেমি। সেই হিসেবে এগুলো উল্লেখ করলাম যদি ইচ্ছে হয় দেখার, সেটা নিজ দ্বায়িত্বে দেখবেন।
১। Salo,or the 120 days of s***m [1975]
এই মুভিকে অনেক সময় Most disturbing and Disgusting film হিসেবেও বিবেচনা করা হয়েছে। ওয়েট এক আশ্চর্যজনক কথা বলছি। এই মুভির জন্য পরিচালক পাসোলিনিকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। মুভির পরিচালক পিয়ের পাওলো পাসোলিনি ছিলেন একাধারে ইতালির বিখ্যাত কবি,লেখক,উপন্যাসিক, পরিচালক, দার্শনিক, সাংবাদিক। যারা পাসোলিনিকে চিনেন না তাদের বলছি পাসেলিনি সম্ভবত সিনেমা ইতিহাসের সবচেয়ে বিতর্কিত পরিচালক ছিলেন। যার সাহিত্য কর্ম থেকে নিয়ে সিনেমা পর্যন্ত সব খানেই ছিলেন বিতর্কিত।
১৯৭৫ সালে মুক্তি পাওয়া Salo, or the 120 days of s***m ছিল তার পরিচালিত সর্বশেষ মুভি যা কিনা তার প্রাণ কেড়ে নিয়েছিল। গাড়ি চাপা দিয়ে নির্মম ভাবে হত্যা করার পর তার লাশ টা ও আগুনে জালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।
পরবর্তীতে এর পেছনের ঘটনা নিয়ে বিস্তারিত লিখার চেষ্টা করবো।
২। Cannibal holocaust [1980]
এই সিনেমা বিশ্বের প্রায় ৪০ টি দেশে ব্যান করা হয়েছে। নাম দেখেই কিছুটা ধারণা করা যায় এটা কি নিয়ে বানানো। এই ফিল্মে রয়েছে নৃশংসভাবে হ*ত্যার দৃশ্য, ধর্ষণ, আবার cannibalism এর ব্যাপার সেপার রয়েছে। এই মুভি মুক্তির পর থেকেই প্রচুর সমালোচিত। কাহিনী বলতে আমাজন জংগলে থাকা নরখাদক আদিবাসীদের উপর একটা ডকুমেন্টারি ফিল্ম বানানোর জন্য ৫ জন এর একটা টিম যায়। কিন্তু তারা আর ফিরে আসে না, পরবর্তীতে তাদের উদ্ধার এর জন্য যায় আর একটা টিম যায় তারপর…………………….?
৩। Human centipede 1,2,3
আমি পারসোনালি নিষেধ করছি এই ফিল্ম না দেখার জন্য। এই সিনেমা দেখার সময় সিনেমা হলেই অনেকে অসুস্থ হয়ে পড়েছিল।
আমিও সেই কৌতুহল নিয়ে দেখেছিলাম তারপর বাজে একটা এক্সপেরিয়েন্স করেছি। কাহিনি জানা লাগবে না এইটার পোস্টার/ট্রেইলার দেখলেই শেষ দেখার দরকার নেই
৪। A serbian film [2010]
প্রায় অনেক দেশেই ব্যান করা হয়েছে।