Tradition of Satkhira - সাতক্ষীরার ঐতিহ্য

Tradition of Satkhira - সাতক্ষীরার ঐতিহ্য ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি

সাতক্ষীরা পাটকেলঘাটা সড়কে টুংগীপাড়া এক্সপ্রেস এর একটি বাস এক্সিডেন্টের কবলে।
05/10/2025

সাতক্ষীরা পাটকেলঘাটা সড়কে টুংগীপাড়া এক্সপ্রেস এর একটি বাস এক্সিডেন্টের কবলে।

05/10/2025

📢 নিয়োগ বিজ্ঞপ্তি 🏫
প্রাইমারি প্রধান শিক্ষকের নিয়োগ ।
পদের নাম: প্রধান শিক্ষক
মোট পদসংখ্যা: ১১২২ টি
আবেদন শুরু: ২১ সেপ্টেম্বর, ২০২৫
আবেদনের শেষ সময়: ২০ অক্টোবর, ২০২৫
বয়সসীমা: ৩২ বছর।

সাতক্ষীরা থেকে ঢাকাগামী এসপি গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস মাগুরার আড়পাড়া ব্রিজ পার হওয়ার পর তেলের গাড়ির সাথে ভয়াবহ সড়ক...
05/10/2025

সাতক্ষীরা থেকে ঢাকাগামী এসপি গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস মাগুরার আড়পাড়া ব্রিজ পার হওয়ার পর তেলের গাড়ির সাথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। 🚍💥

ঘটনাস্থলে স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন। দুর্ঘটনার ফলে যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। 🏥

সবার জন্য দোয়া প্রার্থনা করছি যেন কেউ গুরুতর ক্ষতির সম্মুখীন না হন। 🙏

শুভ সকাল 🦐
05/10/2025

শুভ সকাল 🦐

লেনদেনের ক্ষেত্রে সবাই সতর্ক হোন।
01/10/2025

লেনদেনের ক্ষেত্রে সবাই সতর্ক হোন।

01/10/2025

🚨 জরুরি রক্তের প্রয়োজন 🚨

একজন রোগীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। পেটের ভেতর নাড়ী ব্লাস্ট হয়েছে।
📌 রোগীর জন্য জরুরি ভিত্তিতে A+ (এ পজেটিভ) রক্তের প্রয়োজন।
🏥 হাসপাতাল: বুশরা হাসপাতাল, সাতক্ষীরা

👉 দয়া করে মানবিক সহায়তায় এগিয়ে আসুন।
📞 যোগাযোগ: +8801789244454

💉 আপনার একটি ব্যাগ রক্ত একজন মানুষের জীবন বাঁচাতে পারে।

01/10/2025

সাতক্ষীরা থেকে ইন্ডিয়ান ভিসা আবেদন কেন্দ্র (IVAC) সরিয়ে নিল কতৃপক্ষ।

জঙ্গল থেকে ফিরছে সুব্রতর মরদেহ! কাঁকড়া ধরে ফিরছিলেন সুব্রতরা। পথে বড় খাল বলতে করমজল। এখানে কুমির আছে। মাঝে মাঝেই আক্রমণ ...
01/10/2025

জঙ্গল থেকে ফিরছে সুব্রতর মরদেহ!

কাঁকড়া ধরে ফিরছিলেন সুব্রতরা। পথে বড় খাল বলতে করমজল। এখানে কুমির আছে। মাঝে মাঝেই আক্রমণ করে। গত বছর মারা গেলো মোশাররফ। তাই সবাই বেশ সতর্ক।

পাঁচ জনের কাঁকড়া শিকারীর দল। সবাই পার হয়ে গেলেন। সুব্রত ছোটখাটো মানুষ। উঠার সময় পানিতে একটু খাবি খেয়ে দাঁড়িয়ে পড়লেন। এক মুহুর্ত। দুই পা একসাথে কামড়ে ধরলো বিশাল এক কুমির।

সাথে সাথে সুব্রতর হাত ধরে ফেললো সহযাত্রীরা। শুরু হলো টানাটানি। চারজন মিলে প্রায় তিন মিনিট চেষ্টা করলো। কিন্তু পানির নিচে থাকা কুমিরের শক্তির কাছে পরাস্ত হলো। সুব্রতকে নিয়ে গেলো সুন্দরবনের কুমির।

ওরা চেষ্টা করছে। মিনিট ১৫ পানির নিচে কুমির। তারপর সুব্রতকে মুখে নিয়ে ভেসে উঠলো সে। বিশাল কুমিরটির মুখে যেন ছোট্ট একটা শিকার। অনেক্ষণ ভেসে বেড়ালো। সহযাত্রীরা অনুসরণ করছে। সুযোগ পেলেই করবে পাল্টা আক্রমণ। এর মধ্যে ট্রলার নিয়ে আসলেন বনরক্ষীরা। শিকার মুখে নিয়ে ডুব দিলো কুমির। আর ভাসলো না।

সন্ধ্যা হলো। গ্রামের মানুষেরা আসলো করমজল খালে। কিন্তু অন্ধকারে কী ভাবে উদ্ধার করবে সুব্রতকে? যদি বড় নদীতে চলে যায়! যদি শিকার নিয়ে অন্য কোনো খালে ঢুকে পড়ে? একজন বললো, বড় কুমিরটি পশুর নদী দিয়ে ঢাংমারীর দিকে গেছে। টর্চের আলোতে তারা দেখেছে, কুমিরের মুখে সুব্রত নাই। তার মানে খালেই আছে সুব্রত।


সাহসী কয়েকজন পানিতে নামলো। ভাটা থাকতে থাকতে খুঁজে বের করতে হবে সহযাত্রীর মরদেহ। এছাড়া বাড়ী ফেরার উপায় নাই। অনেক ক্ষণ চেষ্টা পর ঢাংমারীর আলম খুঁজে পেলো সুব্রত মন্ডলকে। রক্তাক্ত ছোট্ট মরদেহটি নিয়ে সবাই ছুটলো বাড়ির দিকে। ওদিকে স্ত্রী আর স্বজনরা অপেক্ষা করছে। আসছে ঘরের মানুষটির মৃতদেহ। অনেক কাজ সামনে। সৎকার করতে হবে। তারপর অসম্ভব এক জীবন। পরিবারটি চলতো সুব্রতর একার রোজগারে। সুব্রত ছিলেন সুন্দরবনের একজন বনজীবী।

সুব্রতর স্ত্রী অন্তসত্তা। বাবা বিছানায়। বৃদ্ধা মা। আর ছোট তিনটি ভাই। উনি প্রতিদিন জঙ্গলে যেতেন। প্রতিটি দিন তার সংসার চলতো সেই রোজগার দিয়ে।
(সংগ্রহীত)
আহা! এইতো জীবন 😪

সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আজ সকাল সাড়ে ৭ তিনি ইন্তেকাল ক...
29/09/2025

সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আজ সকাল সাড়ে ৭ তিনি ইন্তেকাল করেন।

28/09/2025

🕋 2026 সালে পবিত্র হজ্বের ন্যূনতম খরচ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে 🕋

25/09/2025

সাতখিরি আপনার বাড়ি কনে?

23/09/2025

সাতক্ষীরার ঐতিহাসিক গুড়পুকুরের মেলার দাবিতে মানববন্ধন।

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Tradition of Satkhira - সাতক্ষীরার ঐতিহ্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share