03/11/2025
🌸 আজ থেকে এক বছর আগে ঠিক এই দিনে...
আমার জীবনে নেমে এসেছিল এক অনন্য আলো,
আমার বুকের কোলে এসেছিল আমার পরী, আমার মা, আমার সান্ত্বনা, আমার সবকিছু 💫
তুমি আসার পর থেকে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত নতুন করে বাঁচতে শিখেছি আমি।
তোমার হাসি যেন আমার পৃথিবীর সবচেয়ে মিষ্টি সুর,
তোমার মুখের দিকে তাকালেই সব কষ্ট, সব ক্লান্তি হারিয়ে যায় 💕
আজ আমার ছোট্ট রাজকন্যার জন্মদিন — তোমার প্রথম জন্মদিন 🎂✨
তোমার জীবন হোক রঙে, ভালোবাসায় আর আনন্দে ভরা,
তোমার প্রতিটা পদক্ষেপে থাকুক আল্লাহর অসীম রহমত 🌙
Happy 1st Birthday my little angel 👼
তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। 💖
(মেয়ের জন্মদিনের কেকটা কিন্তু আমার নিজের হাতে বানানো)