Tanisha Lifestyle

Tanisha Lifestyle video creator
(1)

🌸 আজ থেকে এক বছর আগে ঠিক এই দিনে...আমার জীবনে নেমে এসেছিল এক অনন্য আলো,আমার বুকের কোলে এসেছিল আমার পরী, আমার মা, আমার সা...
03/11/2025

🌸 আজ থেকে এক বছর আগে ঠিক এই দিনে...
আমার জীবনে নেমে এসেছিল এক অনন্য আলো,
আমার বুকের কোলে এসেছিল আমার পরী, আমার মা, আমার সান্ত্বনা, আমার সবকিছু 💫
তুমি আসার পর থেকে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত নতুন করে বাঁচতে শিখেছি আমি।
তোমার হাসি যেন আমার পৃথিবীর সবচেয়ে মিষ্টি সুর,
তোমার মুখের দিকে তাকালেই সব কষ্ট, সব ক্লান্তি হারিয়ে যায় 💕
আজ আমার ছোট্ট রাজকন্যার জন্মদিন — তোমার প্রথম জন্মদিন 🎂✨
তোমার জীবন হোক রঙে, ভালোবাসায় আর আনন্দে ভরা,
তোমার প্রতিটা পদক্ষেপে থাকুক আল্লাহর অসীম রহমত 🌙
Happy 1st Birthday my little angel 👼
তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। 💖

(মেয়ের জন্মদিনের কেকটা কিন্তু আমার নিজের হাতে বানানো)

02/11/2025

বেঁচে থাকা ভাত দিয়ে এত মজার খিচুড়ি🧏‍♀️

31/10/2025

আমার মেয়ে চাইনিজ ভাষায় কথা বলতে পারে 🤔তবে প্রবলেম যেটা হল আমি তার সব ভাষা বুঝি না

30/10/2025

“নিজের দিকে তাকানোর সময় কোথায়…”
আজকাল আয়নায় নিজের চেহারাটা দেখলেই চমকে উঠি। একেকটা করে চুল পড়তে পড়তে এখন প্রায় মাথায় চুলই নেই বললেই চলে। চোখের নিচে ডার্ক সার্কেল, মুখে ক্লান্তির ছাপ, মনেও কিছু থাকে না। দিন যায়, রাত যায় — কিন্তু নিজেকে মনে রাখা যেন ভুলে গেছি অনেক আগেই।
মনটা কেমন জানি খিটখিটে হয়ে গেছে। সামান্য কিছুতেই রাগ উঠে যায়। কিন্তু আসলে রাগ না — এটা ক্লান্তি, অবসাদ, নিঃশব্দে সব সহ্য করে যাওয়া এক মায়ের মনের কথা।
একটা ছোট্ট বাচ্চাকে সামলানো যে কতটা কঠিন, সেটা শুধু একটা মা-ই জানে। সারারাত জেগে থাকা, সারাদিন দৌড়ে বেড়ানো, নিজের খাওয়া-ঘুম-মনোযোগ সব কিছু বাদ দিয়ে শুধু সন্তানের দিকে তাকিয়ে থাকা — এটা ভালোবাসা, ত্যাগ আর যন্ত্রণার এক অদ্ভুত মিশ্রণ।
কখনও কখনও মনে হয় — “আমি কি আগে এমন ছিলাম?” হাসিখুশি, প্রাণবন্ত, নিজের যত্ন নেওয়া একটা মানুষ… এখন শুধু মা। কিন্তু জানি, এই ‘শুধু মা’ হওয়াটাই সবচেয়ে বড় পরিচয়,
কিন্তু তবুও…
যখন এত কিছুর পরেও কেউ বোঝে না — তখন কষ্টটা কাকে বোঝাই?
সারাদিনের ক্লান্তি, মানসিক চাপ, নিঃস্বতা — যদি পাশের মানুষটা না বোঝে, যদি পরিবারের কেউ না অনুভব করে, তখন ভিতরটা একদম ফাঁকা লাগে।
কখনও চিৎকার করে বলতে ইচ্ছে করে — “আমাকেও একটু বুঝে দেখো… আমিও তো মানুষ, আমি-ও ক্লান্ত হই।”
তারপরও মা বলে চুপ করে থাকি।
কারণ মা কখনও ভেঙে পড়ে না,
মা শুধু হাসে — যেন কিছুই হয়নি এমন ভান করে।

29/10/2025

একটা নারীর জীবন পাল্টে দিতে পারে

29/10/2025

কিছু মানুষ নিজের সংসারের পাশাপাশি voluntarily ৪/৫ টা সংসার করে! 🙃I mean সেসব সংসারে কি হলো, কি হবে এসব চিন্তা সব তাদের মাথায় থাকে! কি প্রেসার নেয়, ভাবা যায়?

28/10/2025

আজ আমার বাচ্চাটা দুইবার পড়ে গেছে ফ্লোরে । এত চোখে চোখে রাখি, তারপরও এমন হলে বুকটা কেমন হাহাকার করে ওঠে। আমি নিজের দিকে একফোঁটাও তাকাই না ও জন্মের পর থেকে — নিজের জন্য এক মিনিট সময়ও বের করতে পারি না, কিন্তু তাতে আমার কোনো আফসোস নেই।
সবচেয়ে বড় কষ্টটা লাগে যখন দেখি ওর ব্যথা লাগে, চোখে পানি আসে। সংসার আর বাচ্চা — দুটো একা হাতে সামলাতে গিয়ে আমি সত্যিই হিমশিম খেয়ে যাচ্ছি। তবুও দিনশেষে শুধু একটাই কথা মনে হয় — আলহামদুলিল্লাহ।
আমি শুধু চাই, আমার পাখিটা সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক। ছোট ছোট ব্যথাগুলোও যেন আর ওর জীবনে না আসে… 💔

28/10/2025

এক জীবনে সবকিছু পেয়ে গেলে

27/10/2025

কিছু মায়েরা শুধু সন্তানের জন্যই বাঁচে

মেয়েদের দু:খ থাকতে নাই, মানুষের সামনে কাদতে নাই, কথার জবাবে কথা বলতে নাই, ব্যাথা পেলে কাউকে বলতে নাই, ক্ষত কাউকে দেখাতে ...
26/10/2025

মেয়েদের দু:খ থাকতে নাই, মানুষের সামনে কাদতে নাই, কথার জবাবে কথা বলতে নাই, ব্যাথা পেলে কাউকে বলতে নাই, ক্ষত কাউকে দেখাতে নাই,সবটা মেনে নিয়ে চুপচাপ বেচে থাকতে হয়💔

26/10/2025

থাকতে কদর করতে শিখো

25/10/2025

জীবনে প্রথম কিছু

Address

Morelgonj
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanisha Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tanisha Lifestyle:

Share