30/07/2025
ইর্ণ্টানীর সময়ে গাইনী এন্ড অবসে ডিউটি করছি। পোষ্ট পার্টাম #হ্যামোরেজের (বাচ্চা জন্মের পর মায়ের অস্বাভাবিক রক্তক্ষরণ) এক পেশেণ্ট আসলো। খুবই খারাপ অবস্থা। চেষ্টা করলাম অনেক ... কিন্তু বাঁচাতে পারলাম না।
- মন খারাপ করে ওয়ার্ড থেকে বের হচ্ছি। এমনসময় এক মহিলা এসে আমাকে বলছে ... স্যার একটা মিষ্টি খান। আমার মেয়ের বাচ্চা হইছে ... তাই #মিষ্টি আনছি।
- হাসপাতাল এক অদ্ভূত জায়গা। এখানে কোনো মা কাঁদে তার মেয়ের মৃত্যুতে ... কোনো মা হাসে, মেয়ের সন্তান হওয়ার খুশিতে।
•
•
- মেডিসিন ওয়ার্ডে হার্টের সমস্যা নিয়ে পেশেণ্ট আসলো। রুগীকে বাঁচাতে পারলাম না।
- মৃত রুগীর পাশের বেডেই দেখি দুইজন রুগী খোশ মেজাজে গল্প করছে। উনাদের খুশির কারণ, উনাদের একজনের ছেলের সাথে আর একজনের মেয়ের বিয়ে ঠিক হয়েছে।
- হাসপাতাল এক অদ্ভূত জায়গা। এখান থেকে কেউ #সংসার ছেড়ে চিরতরে চলে যায় ... এখান থেকেই কেউবা আবার নতুন সংসার শুরু করে।।
•
•
- সার্জারী ওয়ার্ডে একদিন ২৩ বছরের এক রুগী আসলো। খুবই খারাপ অবস্থা। দ্রুত অপারেশনের ব্যবস্থা করার জন্য দৌড়াদৌড়ি করছি। রুগীকে আর আধা ঘণ্টার মধ্যেই #অপারেশন করা হবে। রুগীর কাছে যেয়ে রুগীকে আশ্বস্ত করলাম। রুগী আমার হাত শক্ত করে আঁকড়ে ধরে বললো ... স্যার আপনি আমার হাত ছাইড়েন না ... হাত ছাড়লে আমি মইরা যামু।
- না ... আমি হাত ছাড়িনি। তারপরেও বাঁচাতে পারলাম না।
- ডক্টরস রুমে বসে ডেথ সার্টিফিকেট লিখছি। এক রুগী এসে বললো ... স্যার, আপনি পাশে ছিলেন বলেই #সুস্থ হইয়া বাড়ি যাইতেছি। দোয়া কইরেন স্যার।
- কি অদ্ভূত এক জায়গা হাসপাতাল। আমি পাশে থাকার কারণে একজন বেঁচে যায়। আবার পাশে থেকেও অন্য একজনকে বাঁচাতে পারি না।
•
•
- হাসপাতাল এমন এক জায়গা ... যেখানে প্রতি মূহুর্তে কেউ হাসে ... কেউ কাঁদে। কেউ দুঃখ সাথে নিয়ে বাড়ি ফিরে যায় ... কেউবা ফিরে যায় #একরাশ আনন্দ নিয়ে।
•
•
- কেউ যদি দুঃখ দেখতে চায় ... আমি তাদেরকে হাসপাতালে যেতে বলি।
- আবার কেউ যদি সুখ দেখতে চায় ... তাদেরকেও আমি হাসপাতালে যেতে বলি।
- বিলিভ মি ... এতো সুখ-দুঃখের অদ্ভূত #সংমিশ্রণ হাসপাতাল ছাড়া অন্য কোথাও পাওয়া সম্ভব নয়।।
💙
- ডা. শামীম রেজা