অবাক

অবাক আসসালামু আলাইকুম 'অবাক' করা পেজে আপনাকে স্বাগতম! এই পেজের সমস্ত ভিডিও পাবেন 'অবাক'🤔করার মত ভিডিও।
(1)

রসোমালাই 😋
25/07/2025

রসোমালাই 😋

এই জিনিসটা কি? জানি অনেকেই বলতে পারবে আবার অনেকেই বলতে পারবে না
23/07/2025

এই জিনিসটা কি? জানি অনেকেই বলতে পারবে আবার অনেকেই বলতে পারবে না

😳😋😋
22/07/2025

😳😋😋

"সময় পেরিয়ে যাচ্ছে…তবুও তার কোনো খোঁজ নেই।জানি না সে আর কোনোদিন ফিরবে কিনা—তবুও অপেক্ষা করি, নিঃশব্দে।"😭
19/07/2025

"সময় পেরিয়ে যাচ্ছে…
তবুও তার কোনো খোঁজ নেই।
জানি না সে আর কোনোদিন ফিরবে কিনা—
তবুও অপেক্ষা করি, নিঃশব্দে।"😭

"এক প্লেট ঝাল মুড়ি"—এটা শুধু একটা খাবার নয়, এটা একটা অনুভূতি।বিকেলের আড্ডা, বৃষ্টির সঙ্গ, কিংবা রেললাইনের ধারে বসে গল্...
18/07/2025

"এক প্লেট ঝাল মুড়ি"—এটা শুধু একটা খাবার নয়, এটা একটা অনুভূতি।
বিকেলের আড্ডা, বৃষ্টির সঙ্গ, কিংবা রেললাইনের ধারে বসে গল্প করার মুহূর্ত—সবকিছুর সাথে মিশে থাকে এক প্লেট ঝাল মুড়ি।

"ঝালাইয়ের টক" খেতে লাগে—মাথার ঘাম পায়ে নামানোর মতো।চোখে জল, বুকে ধকধক।একবার খেলে মনে থাকে আজীবন!"
15/07/2025

"ঝালাইয়ের টক" খেতে লাগে—
মাথার ঘাম পায়ে নামানোর মতো।
চোখে জল, বুকে ধকধক।
একবার খেলে মনে থাকে আজীবন!"

বৃষ্টি আর গরম চায়ের জুটি,এমন মুহূর্তে ভুলে যাই সব দুঃখকষ্টের স্মৃতি।
14/07/2025

বৃষ্টি আর গরম চায়ের জুটি,
এমন মুহূর্তে ভুলে যাই সব দুঃখকষ্টের স্মৃতি।

12/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

"সবুজে মোড়া শান্তির সকাল 🌾🌤️"ভোরের হালকা রোদ, বাতাসে ধানের গন্ধ,এই তো জীবনের আসল শান্তি — শহরের কোলাহলে নেই এর স্বাদ।যে...
07/07/2025

"সবুজে মোড়া শান্তির সকাল 🌾🌤️"

ভোরের হালকা রোদ, বাতাসে ধানের গন্ধ,
এই তো জীবনের আসল শান্তি — শহরের কোলাহলে নেই এর স্বাদ।

যেখানে প্রাকৃতির প্রতিটি নিঃশ্বাসে ভালোবাসা,
যেখানে সূর্য উঠলেই মনে হয়, আজ নতুন করে বাঁচবো।

এই পথ, এই গাছেরা – এরা কেউ তাড়াহুড়ো করে না,
তবু ঠিক সময়ে ফুল ফোটায়, ফল দেয়, জীবন চালায়।

এখানে সময় যেন ধীরে চলে, মানুষও বেশি মানুষ হয়ে বাঁচে।
মাটির কাছাকাছি থাকলেই হৃদয়টা বিশুদ্ধ থাকে।

আজকে আবারও বুঝলাম, প্রকৃতির সান্নিধ্যই হচ্ছে প্রকৃত সুখ।
সুন্দর মুহূর্তগুলো ধরে রাখতে ক্যামেরা দরকার হতে পারে,
কিন্তু অনুভব করতে লাগে শুধু একটা নিঃশ্বাস আর কৃতজ্ঞ হৃদয়।

🍃 এই ছবিটা শুধু একটা দৃশ্য না – এটা একটা অনুভব! ❤️

06/07/2025

না সেই ধরে মোবাইল চাপতেই আছি 😂 এখন ঘুমাতে চাই শুভরাত্রি

নিশু বন – এক ভৌতিক কাহিনীগ্রামের এক প্রান্তে ছিল এক ঘন অরণ্য – নিশু বন নামে পরিচিত। দিনের বেলাতেই সে জায়গা মানুষ এড়িয়...
06/07/2025

নিশু বন – এক ভৌতিক কাহিনী

গ্রামের এক প্রান্তে ছিল এক ঘন অরণ্য – নিশু বন নামে পরিচিত। দিনের বেলাতেই সে জায়গা মানুষ এড়িয়ে চলত, আর রাত নামলেই শোনা যেত অদ্ভুত সব কান্না আর হাসির শব্দ। গ্রামের বয়স্করা বলত, বছর দশেক আগে এই বনের পাশেই এক পাগল বৃদ্ধ মারা যায়। তিনি জীবিত অবস্থায় নানারকম অদ্ভুত কাজ করতেন এবং গভীর রাতে জঙ্গলে একা ঘোরাঘুরি করতেন।

লোকেরা বিশ্বাস করত, তার আত্মা এখনও শান্তি পায়নি – সে রাত হলেই ফিরে আসে নিজের ‘বন্ধুদের’ খুঁজতে।

একদিন “ঝামেলা আনলিমিটেড” টিম সিদ্ধান্ত নিল সেই বনে রাত কাটিয়ে সত্যতা যাচাই করবে। রাত ১২টায় তাঁরা পৌঁছালেন বনজঙ্গলের ভেতরে, সঙ্গে ক্যামেরা, লাইট আর এক ভৌতিক পুতুল – ভয় বাড়াতে।

প্রথম কিছুক্ষণ সব ঠিকঠাক চলছিল। ক্যামেরায় তারা নানা দৃশ্য ধারণ করছিল, হঠাৎই পুতুলটির গলা নিজে নিজে ঘুরে গেল! সবাই ভেবেছিল এটা হয়ত বাতাসে হয়েছে, কিন্তু বাতাসই তো ছিল না।

পরক্ষণেই ক্যামেরাম্যানের হাতে থাকা লাইট হঠাৎ নিভে যায়। কেউ একজন পিছন থেকে ফিসফিস করে বলে, “তোমাদের চাই কী?”

চোখ মেলে দেখে তারা, কেউ নেই! হঠাৎই এক কিশোর ছেলেটা চিৎকার করে ওঠে – তার গায়ে কেউ বরফঠান্ডা হাত রেখে দাঁড়িয়ে ছিল!

তাড়াতাড়ি সবাই জিনিসপত্র ফেলে দৌড়ে পালাতে শুরু করে। পেছন ফিরে দেখে, তাদের বানানো ভূতের পুতুল এখন নিজেই হাঁটছে, তার চোখে লাল আগুনের মতো আলো!

টিম ফিরে এসে ভিডিও সম্পাদনা করতে গিয়ে দেখে, ক্যামেরায় পুতুলের পেছনে একটা ছায়ামূর্তি বারবার দেখা যাচ্ছে – যেটা শুটিংয়ের সময় কেউই দেখেনি!

সেই রাতের পর থেকে কেউ আর নিশু বনের নামও মুখে আনে না।

কারণ তারা জানে, কেউ একজন এখনও সেখানে অপেক্ষা করছে... নতুন ‘বন্ধু’র আশায়।

06/07/2025

"Digging a Canal with Two Powerful Excavators – Incredible Earthwork!"

Address

Jessore
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when অবাক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category