29/06/2025
"সে কি শুধু অর্থনীতির নোবেলজয়ী,নাকি এক বর্ণময় বিতর্ক"?
কেউ বলেন তিনি বাংলাদেশকে গর্বিত করেছেন।
কেউ বলেন, তিনি বিশ্বে আমাদের নামটা নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছেন।
আর কেউ কেউ বলেন— “সাম্রাজ্যবাদী শক্তির প্রোডাক্ট!”
আজ তাঁর জন্মদিন। ড. মুহাম্মদ ইউনুস।
আমরা যদি আবেগ ছেড়ে, একটু যুক্তি নিয়ে চিন্তা করি, তাহলে দেখি—
✅ মাইক্রোক্রেডিট রেভ্যুলুশন দিয়েছেন।
✅ গ্রামীণ ব্যাংক বানিয়েছেন, যা এখন একাধিক দেশে ছড়িয়ে গেছে।
✅ বাংলাদেশের একমাত্র অর্থনৈতিক নোবেল বিজয়ী – যাকে গর্ব করে উপস্থাপন করে সারা দুনিয়া।
✅ গ্রামীণ ফোনের সূচনা, যার মাধ্যমে মোবাইল সার্ভিস পৌঁছেছে গ্রামের চৌধুরী পর্যন্ত।
✅ UN, World Bank, IMF – এদের দরজায় দরজায় বাংলাদেশি মডেল পৌঁছে দিয়েছেন।
২০০৬ সালে Nobel Peace Prize পেলেন। কিন্তু প্রশ্ন উঠলো—
📌 “মাইক্রোক্রেডিট কি সত্যিই গরীবকে মুক্তি দিল, নাকি নতুন ধরণের ঋণ-দাসত্ব তৈরি করল?”
📌 “তিনি কি বাংলাদেশের রাজনীতি থেকে দূরে থাকলেন, নাকি নির্দিষ্ট শক্তির নেপথ্য খেলোয়াড় হলেন?”
📌 “সরকারের সাথে দ্বন্দ্ব কেন?” – যখন ২০১১ সালে গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে তাঁকে সরিয়ে দেয়া হলো, তখন জাতি দ্বিধায় পড়ে।
তবে আমি একটায় বলব—
🌟 বিতর্ক থাকতে পারে। কিন্তু অবদান অস্বীকার করা যায় না।
উনি শুধু একজন অর্থনীতিবিদ না,
উনি ছিলেন বাংলাদেশের সেই সাহসী গল্পকার,
যে সবার আগে “গরীব” শব্দটাকে ব্যবসার ভাষায় নিয়ে এসেছিলেন।
আজকের দিনে আমার প্রশ্ন সোজা—
🔥 “যে জাতি ডঃ ইউনুসকে নিয়ে দ্বিধায় থাকে, সেই জাতি কি আরেকজন ইউনুস তৈরি করতে পারবে?”
কমেন্টে আপনার মতামত লিখে যান।
সম্মান দিয়ে হলেও সমালোচনা হোক তথ্যভিত্তিক।
Tags:-