EasyLife IslaMic

EasyLife IslaMic অডিও+ VIDEO ওয়াজ শুনতে পারবেন।
Easy Life
FOLLOW ME ON

(5)

24/07/2025

মৃত্যু আসার আগে আপনার পরিবারকে যেসব বিষয়ে ওসিয়ত করে যাবেন।

27/06/2025
সকল নবী-রাসূলকেই আল্লাহ বিশেষ কিছু ক্ষমতা দিয়ে দুনিয়ায় প্রেরণ করতেন। তেমনি ঈসা (আঃ)-এর ক্ষমতা ছিল যে তিনি আল্লাহর নির্দে...
04/05/2025

সকল নবী-রাসূলকেই আল্লাহ বিশেষ কিছু ক্ষমতা দিয়ে দুনিয়ায় প্রেরণ করতেন। তেমনি ঈসা (আঃ)-এর ক্ষমতা ছিল যে তিনি আল্লাহর নির্দেশে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন। আজ তেমনই ঈসা (আঃ)-এর মৃত মানুষকে জীবিত করার অলৌকিক সেই ঘটনা!
বনী ইসরাইলের এক লোক ছিল, যার স্ত্রী ছিল খুবই সুন্দরী। তিনি তার স্ত্রীকে অনেক ভালোবাসতেন। একদিন তার স্ত্রী মারা গেলেন। কিন্তু, তিনি এই বিয়োগ মেনে নিতে পারলেন না। স্ত্রীর জন্য নিভৃতে কান্না*কাটি করতে শুরু করলেন।
দিনের পর দিন না খেয়ে কবরের পাশে বসে থাকতেন। একদিন এমনও হয়েছে কবরের পাশে কান্না করছেন, তখন পাশ দিয়ে যাচ্ছিলেন ঈসা (আঃ)। তিনি লোকটিকে দেখে জিজ্ঞাসা করলেন- ‘আপনি কেন কান্না করছেন?’
তখন তিনি পুরো ঘটনা খুলে বললেন। ঘটনা শুনে ঈসা (আঃ) বললেন- ‘আপনি কি চান আপনার স্ত্রী পুনরায় জীবিত হয়ে ফিরে দিক?’ তিনি বললেন- ‘জি, অবশ্যই’। তখন ঈসা (আঃ) কবরের উদ্দেশ্যে বললেন- ‘হে কবরবাসিনী, আপনি আল্লাহর ইচ্ছায় পুনরায় জেগে উঠুন’।
তখন একজন গোলাম উঠলো, যার পুরো শরীরে আগুন জ্বলছিল। তিনি ঈসা (আঃ)-কে দেখে সাথে সাথে কালিমা পড়তে শুরু করলেন এবং তার শরীরের সব আগুন নিভে গেল। তখন লোকটি বললেন- ‘হে নবী, আমি ভুল বলেছি এটা আমার স্ত্রীর কবর ছিল না’।

তখন ঈসা (আঃ) বললেন- ‘হে গোলাম, আপনি আবার কবরে শুয়ে যান’। তখন তিনি লাশ হয়ে লুটিয়ে পড়লেন। যিনি প্রথমে কাফনের অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন, এখন ঈসা (আঃ)-এর উপর ঈমান আনার কারণে আবার মৃত্যুবরণ করলো। পরে তার কবরকে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হলো।
পরে অন্য একটি কবরের উদ্দেশ্য করে ঈসা (আঃ) বললেন- ‘হে কবরবাসি, আপনি আল্লাহর ইচ্ছায় পুনরায় জেগে উঠুন’। সাথে সাথে মাটি ফে*ড়ে বেরিয়ে আসলো একজন সুন্দরী, রূপবতী মেয়ে। লোকটি দেখে বললেন- ‘হ্যাঁ, এটাই আমার স্ত্রী’। তখন ঈসা (আঃ)-এর অনুমতিক্রমে লোকটি তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরে গেলেন।
বাদ যাওয়ায় পর লোকটি বললেন- ‘তোমার মা*রা যাওয়ার পর আমি ঠিকমতো খাইনি, ঘুমাইনি তাই আমি এখন ক্লান্ত। আমি একটু ঘুমাতে চাই’। তখন তিনি রাস্তার পাশে গাছের নিচে স্ত্রীর পাশে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন।
কিছুক্ষণ পর রাস্তা দিয়ে এক রাজা যাচ্ছিলেন, যিনি দেখতে বহু সুদর্শন ছিলেন। মহিলাটি রাজাকে দেখে নিজেকে সামলাতে পারলেন না। স্বামীকে রেখে ওই রাজার সামনে গিয়ে দাঁড়ালেন। রাজারও এতো সুন্দরী মহিলা দেখে পছন্দ হলো, তখন তিনি মহিলার সম্মতিক্রমে তাকে সাথে করে নিয়ে গেলেন।
কিছুক্ষণ পর লোকটির ঘুম ভাঙলে তিনি দেখলেন উনার স্ত্রী পাশে নেই। তখন তিনি খোঁজাখুঁ*জি করতে লাগলেন।

https://www.facebook.com/easylifeislamic
💕
সকল ভাই ও বোনেরা আমার পেজটাকে ফলো করে দেবে ইনশাল্লাহ।
All brothers and sisters will follow my page inshallah.
💖

04/05/2025

মিরাজের রাতে আমাদের প্রিয় নবী (সা:) যখন হযরত জিবরাইল (আ:) -এর সাথে হাঁটছিলেন তখন হৃদয় জুড়ানো সুগন্ধ পাচ্ছিলেন। কী মন মাতানো সেই ঘ্রাণ! রাসূল (সা:) অবাক হলেন এবং জিবরাইল (আ:) -কে জিজ্ঞেস করলেন- ‘হে জিবরাইল, আমি নাকে কিসের সুগন্ধ অনুভব করছি?’

তখন জিবরাইল (আ:) বললেন- ‘ইয়া রাসূলুল্লাহ, এই সুগন্ধ ফেরাউনের দাসীর কবর থেকে আসছে’। মহানবী (সা:) তখন জিবরাইল (আ:) -কে জিজ্ঞেস করলেন, ‘ফেরাউনের দাসীর কবর থেকে এমন সুগন্ধ আসার কারণ কী, হে জিবরাইল?’

তখন জিবরাইল (আ:) বললেন- ‘একদিন ফেরাউনের দাসী ফেরাউন কন্যার চুল আঁচড়ে দিচ্ছিলেন, হঠাৎ তার হাত থেকে চিরুনি পড়ে গেল। চিরুনিটি তোলার সময় দাসী আনন্দে বলে উঠলেন- ‘বিসমিল্লাহ’ বা আল্লাহর নামে।

তখন ফেরাউন কন্যা জিজ্ঞাসা করলো- ‘এই কথা দ্বারা তুমি আমার পিতাকে বুঝিয়েছো নিশ্চয়?’

দা*সী উত্তর দিলেন- ‘না, আমি বলেছি আল্লাহ! তিনি আমার প্রভু, তোমার বাবার প্রভু, জান্নাতের প্রভু, সারা জাহানের প্রভু।’

ফেরাউন কন্যা বললো- ‘তুমি যা বলেছো তা কি আমি আমার পিতাকে জানাবো?’ নির্ভয়ে দাসী উত্তর দিলেন- ‘হ্যাঁ, জানাও’! কথাটি যখন জালিমদের মধ্যে নিকৃষ্ট জালিম ফেরাউনের কানে গেলো, তখন সে দাসীকে দরবারে তলব করলো।

দাসী তার দরবারে গেলেন। তখন ফেরাউন তার উপদেষ্টাদের সাথে তার দরবারে বসেছিল। তাহাদের সুরে সে দাসীকে জিজ্ঞেস করলো- ‘হে আমার দাসী, তোমার প্রভু কে?’ সাথে সাথে দাসীর নির্ভীক উত্তর- ‘আল্লাহ, তিনি আমার প্রভু এবং তোমারও প্রভু’। দাসীর এমন উত্তর শুনে ফেরাউন ক্রোধে মাথা নিচু করে অট্টহাসিতে ফেটে পড়লো এবং বললো- ‘যাও, বাড়ি যাও’।

পরদিন ফেরাউন সেই দা*সী ও তার সন্তানদের দরবারে হাজির করার জন্য রক্ষীদের পাঠালো।

যখন দাসীকে দরবারে হাজির করা হলো তখন তিনি দেখলেন, ফেরাউন একটি বড় কড়াইয়ের পাশে পাশাচ্ছী করছে। ইবনে কাসির (রাহ:) এই কড়াইকেই বর্ণনা করে বলেছেন- ‘এটি এমন বিশাল একটি কড়াই যেখানে অনায়াসেই বিশাল সাইজের একটি গরু চুঁ*টঁ পাবে’।

তিনি আরও বললেন- ‘এই কড়াইকে তেল দিয়ে পূর্ণ করা হচ্ছিল এবং কড়াইয়ের নিচে দাউ দাউ করে আগুন জ্বলছিল’। সন্তানসহ হাজির করার পর ফেরাউন দাসীকে বললো- ‘ওহে দাসী, এবার বল, তোর প্রভু কে’? এবারও দাসী ভয়হীন উত্তর- ‘আল্লাহ, তিনি আমার প্রভু এবং তোমারও প্রভু’। এ কথা শুনে ফেরাউনের আদেশে রক্ষীরা তার বড় সন্তানকে ফুঁটন্ত তেলে নিক্ষে*প করলো। মা মা চিৎকার করতে করতে দাসীর ছোটটি উন্তপ্ত তেলে নিমিষেই গলে গেলো। এই দৃশ্য দেখে জালিম* কাফিরদের দল হো হো করে হাসতে লাগলো। প্রথম সন্তানকে মেরে ফেলার পর ফেরাউন আবারও জিজ্ঞেস করলো- ‘হে আমার দা*সী, তোমার প্রভু কে’? দাসী আবারও বললেন, ‘আল্লাহ’!

এই কথা বলার সাথে সাথে রক্ষীরা তার সন্তানকে চুটে নিয়ে গিয়ে কড়াইর উন্তপ্ত তেলে নিক্ষেপ* করলো এবং সাথে মিশিয়ে গেলো। তারপর ফেরাউন আবারও জানতে চাইল- ‘তোমার প্রভু কে’? চোখের সামনে সদ্য দুই সন্তান হারানো দাসী একটুও বিচলিত না হয়ে এবারও উত্তর দিলেন- ‘আল্লাহ, যিনি আমারও প্রভু, তোরও প্রভু’।

এবার রক্ষীরা দাসীর দুধের শিশুটিকে তেলে নিক্ষেপ* করার জন্য ঝুলিয়ে রাখলো, ঠিক তখনই দেখা গেলো আল্লাহর কুদরত। ছোট্ট শিশুটি বলে উঠলো- ‘চিন্তা করো না মা, আমরা জান্নাতে আছি’!

দাসী এবার সাহস জোর গলায় চিৎকার করে বলে উঠলেন, ‘আল্লাহ! তিনি আমারও প্রভু, তিনি আমার প্রভু, তোরও প্রভু’। এরপর সেই দাসীকেও ফুটন্ত তেলে নিক্ষেপ* করা হলো। দাসীর অটুট ঈমান নিয়ে মহান আল্লাহর দরবারে পৌঁছে যান। আর এমন কঠিন ঈমান নিয়ে জান্নাতে যাওয়ার জন্যই তাঁকে এমন মর্যাদা প্রদান করা হয়েছে, সুবহানাল্লাহ...

হজযাত্রীদের টিকা গ্রহণে লাগবে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টধর্ম ডেস্কপ্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫,চলতি বছর হজযাত্রীদের টিকা গ্রহণ...
08/04/2025

হজযাত্রীদের টিকা গ্রহণে লাগবে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট
ধর্ম ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫,

চলতি বছর হজযাত্রীদের টিকা গ্রহণের সময় লাগবে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট। সরকার নির্বাচিত মেডিকেল সেন্টারসমূহ হতে টিকা নেওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষার কিছু রিপোর্ট সঙ্গে আনতে সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। রিপোর্টগুলোর মধ্যে রয়েছে: Urine R/M/E, R.B.S, X-Ray Chest P/A view, ECG, Serum Creatinine, CBC with ESR, Blood Grouping & Rh Typing. এ সকল রিপোর্ট অবশ্যই ৩ মাসের মধ্যে সম্পন্ন হতে হবে।

হজযাত্রীরা মোট ৮০টি স্বাস্থ্য সেবা ও টিকাদান কেন্দ্র হতে টিকা গ্রহণ করতে পারবে। কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে সকল জেলার সিভিল সার্জন অফিস। এ ছাড়া, ঢাকার জেলার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল, ফুলবাড়িয়া, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, বাংলাদেশ সচিবালয় ক্লিনিক, গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল,

03/04/2025

এই পুরো দুনিয়ায়টাই অভিনয়ে মঞ্চ..!!😊❤️

https://www.facebook.com/easylifeislamic
💕
সকল ভাই ও বোনেরা আমার পেজটাকে ফলো করে দেবে ইনশাল্লাহ।
All brothers and sisters will follow my page inshallah.
💖

14/03/2025

গায়েবি আওয়াজ দিক পরিবর্তন নিদর্শন

https://www.facebook.com/easylifeislamic
💕
সকল ভাই ও বোনেরা আমার পেজটাকে ফলো করে দেবে ইনশাল্লাহ।
All brothers and sisters will follow my page inshallah.
💖

https://www.facebook.com/easylifeislamic   💕সকল ভাই ও বোনেরা আমার পেজটাকে ফলো করে দেবে ইনশাল্লাহ। All brothers and siste...
26/06/2024

https://www.facebook.com/easylifeislamic
💕
সকল ভাই ও বোনেরা আমার পেজটাকে ফলো করে দেবে ইনশাল্লাহ।
All brothers and sisters will follow my page inshallah.
💖

Address

Jessore
Khulna

Alerts

Be the first to know and let us send you an email when EasyLife IslaMic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to EasyLife IslaMic:

Share