
04/07/2025
আজ রাতেই সেহরি করে আগামী ৫ ও ৬ জুলাই বাংলাদেশের সময় অনুসারে মুহাররমের ৯ ও ১০ তারিখে দুইটি রোজা রাখুন। কেননা রাসূল (ﷺ) মুহাররমের ১০ তারিখে রোজা রাখার পাশাপাশি ৯ তারিখেও রোজা রাখার আকাঙ্ক্ষা করেছিলেন। কিন্তু আগামী বছর আসার পূর্বেই রাসূল (ﷺ) এর ইন্তিকাল হয়ে যায়। [বি.দ্র.— সহিহ মুসলিম : ১১৩৪]