Muslim dawah tv - মুসলিম দাওয়াহ টিভি

Muslim dawah tv - মুসলিম দাওয়াহ টিভি Muslim Dawah TV is a popular Islamic platform in Bangladesh, dedicated to promoting the true teachings of Islam and the essence of Shari'ah.

We strive to provide proper guidance in light of the Qur'an and Sunnah."

29/08/2025

কুমিল্লার সেই সড়ক দুর্ঘটনার মর্মান্তিক দৃশ্য—
প্রাইভেট কারের চাপায় একই পরিবারের চারজনের করুণ মৃত্যু!

পাহাড়ের চূড়ায় গম ছিটিয়ে দাও যেন কেউ বলতে না পারে মুসলিমদের দেশে পাখিরা ক্ষুধার্ত থাকে।ওমর বিন আব্দুল আজিজ রহি:Muslim...
28/08/2025

পাহাড়ের চূড়ায় গম ছিটিয়ে দাও
যেন কেউ বলতে না পারে মুসলিমদের দেশে পাখিরা ক্ষুধার্ত থাকে।ওমর বিন আব্দুল আজিজ রহি:
Muslim dawah tv - মুসলিম দাওয়াহ টিভিMuslim dawah tv - মুসলিম দাওয়াহ টিভি

11/08/2025

যারা ক্ষমতায় যাবেন তারা সাবধান

আল জাযিরার সাংবাদিক আনাস শরীফ শহী*দ হয়ে গেছেন। যাদের থেকে গা**যার আপডেট পেতাম নিয়মিত, তিনি তাঁদের অন্যতম। আল জা*যিরায় যে...
11/08/2025

আল জাযিরার সাংবাদিক আনাস শরীফ শহী*দ হয়ে গেছেন। যাদের থেকে গা**যার আপডেট পেতাম নিয়মিত, তিনি তাঁদের অন্যতম। আল জা*যিরায় যে উদ্যমী যুবক গা**যার খবরাখবর পৌঁছে দিতো, আমাদের সেই আনাস শরীফ যা*য়ো কু*কুরদের হা/ম*লায় জান্নাতের সবুজ পাখি হয়ে গেছে। তাঁর অসিয়তনামা পড়লাম। মনের অজান্তেই চোখে পানি জমা হয়েছে।

শ*'হীদ আনাস লিখেছেন, আমার ইচ্ছা ছিল নিজের এলাকায় আল মাজদালে (দখলকৃত আশকেলোন) স্ত্রী-সন্তান নিয়ে ফিরে যাব একদিন। স্বপ্ন দেখতাম যা*য়োদের বিতাড়িত করে মাতৃভূমির বাতাসে প্রাণখুলে নিঃশ্বাস নেয়ার। কিন্তু আল্লাহর পরিকল্পনা ভিন্ন ছিল।

শ*হীদ আনাস তাঁর সর্বশেষ মেসেজে আমাদেরকে দায়ী করে গেছেন। লিখেছেন, আল্লাহ তাদের বিরুদ্ধে সাক্ষী থাকুন যারা সব দেখেও নিরব থেকে আমাদের হ*ত্য| মেনে নিয়েছে। যারা আমাদের স্ত্রী এবং সন্তানদের দেহাবশেষ দেখেও বিচলিত হয়নি, দেড় বছর ধরে চলা গ-ণহ-ত্যা তাকিয়ে তাকিয়ে দেখেছে।

আনাস, আপনাকে নিয়ে বলার মতো কিছুই আমার কাছে নেই। আপনার শা°হা*দাতে হাজার হাজার মাইল দূরে আমাদের হৃদয়ে র-'ক্তক্ষ*রণ হচ্ছে, এরচে বেশি আমার আসলেই বলার নেই।

আপনার সব দিন কখনোই সমান যাবে না। কোনো কোনো দিন আপনার সময়গুলো এতো ভালো কাটবে যে—ওই সময়টায় বেশ ফুরফুরে লাগবে নিজেকে। সেদিন...
11/08/2025

আপনার সব দিন কখনোই সমান যাবে না।

কোনো কোনো দিন আপনার সময়গুলো এতো ভালো কাটবে যে—ওই সময়টায় বেশ ফুরফুরে লাগবে নিজেকে। সেদিন আপনার তাহাজ্জুদ হবে, সুন্নাহ সালাতগুলো ভালোমতোন আদায় হবে, নফল সালাতগুলোতেও আপনি রীতিমতো হাজির থাকবেন। দৈনন্দিন সুন্নাহভিত্তিক আমলগুলোতেও পিছিয়ে থাকবেন না।

কুরআন তিলাওয়াত, যিকির-আযকার, সদ্বব্যবহার, গীবত থেকে বেঁচে থাকা, বাবা-মা'র সাথে দিলখুলে কথা বলা, তাদের আবদার পূরণ করা, আত্মীয়স্বজনের খোঁজখবর নেওয়া, সন্তানদের সাথে ভালো সময় কাটানো, স্ত্রী/স্বামীর সাথে হৃদ্যতা—সব মিলিয়ে বেশ জম্পেশ একটা দিন কাটবে আপনার।

আবার, কোনো কোনো দিন আপনার দিন কাটতে পারে বেশ নাজুকভাবে।

কোথায় সুন্নাহ আর কোথায় নফল—ফরয সালাত আদায় করতেই আপনি রীতিমতো হাঁপিয়ে উঠবেন।

সেদিন আপনার তাহাজ্জুদ না হতে পারে, যিকির আযকারের জন্য নিত্যদিন যে সময়টা বের করে আনতেন, ওই সময়টা সেদিন না-ও পেতে পারেন। সেদিন আর কুরআন খুলে বসা হয়তো হবে না আপনার। মেজাজ এমন খিটখিটে থাকবে—কেউ কথা বলতে আসলেই বিরক্তি ধরে যাবে।

আসলে, এমনটা হয়।

এমন দিন সামনে এলে কখনো হতাশ হবেন না। ভাববেন না যে—আল্লাহ আপনার ওপর নারাজ। এমন মুহূর্তগুলোও জীবনে মাঝে মাঝে দরকার, নয়তো সু-দিনগুলো, যেগুলোতে আপনি মনপ্রাণভরে আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহকে স্মরণ করতে পারেন, সেগুলোর যে আলাদা প্রশান্তি, সেগুলোর যে অকৃত্রিম তৃপ্তি, সেসবের যে অপার্থিব আনন্দ—তা আপনি বুঝবেন কী করে? আপনার তো বোঝা দরকার যে—আল্লাহর ইবাদাতে মশগুল থাকতে পারাও কতোবড় নিয়ামত।

মাঝে মাঝে কিছু শুন্যতা আমাদের পূর্ণতায় মোড়ানো দিনগুলোর কথা স্মরণ করিয়ে দেয়। মাঝে মাঝে অপ্রাপ্তির দিনগুলো আমাদের এনে দাঁড় করায় শোকরের দরোজায়।

আজ রাতেই সেহরি করে আগামী ৫ ও ৬ জুলাই বাংলাদেশের সময় অনুসারে মুহাররমের ৯ ও ১০ তারিখে দুইটি রোজা রাখুন। কেননা রাসূল (ﷺ) মু...
04/07/2025

আজ রাতেই সেহরি করে আগামী ৫ ও ৬ জুলাই বাংলাদেশের সময় অনুসারে মুহাররমের ৯ ও ১০ তারিখে দুইটি রোজা রাখুন। কেননা রাসূল (ﷺ) মুহাররমের ১০ তারিখে রোজা রাখার পাশাপাশি ৯ তারিখেও রোজা রাখার আকাঙ্ক্ষা করেছিলেন। কিন্তু আগামী বছর আসার পূর্বেই রাসূল (ﷺ) এর ইন্তিকাল হয়ে যায়। [বি.দ্র.— সহিহ মুসলিম : ১১৩৪]

"সমস্ত আমলের মূল হলো নিয়ত। মানুষ তার নিয়তের বরকতে এমন মর্যাদা পেতে পারে, যা তার আমল দ্বারা অর্জন করা সম্ভব নয়।"— জাফর ইব...
24/06/2025

"সমস্ত আমলের মূল হলো নিয়ত। মানুষ তার নিয়তের বরকতে এমন মর্যাদা পেতে পারে, যা তার আমল দ্বারা অর্জন করা সম্ভব নয়।"
— জাফর ইবনে হাইয়ান (রহ.)
[ইবনুল মুবারাকের 'আয-যুহদ', হাদীস নং ৬৩]

"আপনি যেমন পছন্দ করেন আল্লাহ্‌ আপনাকে ক্ষমা করে দিন, তেমনি আপনারও উচিত তাদেরকে ক্ষমা করে দেওয়া যারা আপনার অধিনস্ত আছে।"—...
10/06/2025

"আপনি যেমন পছন্দ করেন আল্লাহ্‌ আপনাকে ক্ষমা করে দিন, তেমনি আপনারও উচিত তাদেরকে ক্ষমা করে দেওয়া যারা আপনার অধিনস্ত আছে।"
— ইমাম কুরতুবি (রহ.)

সূত্র: তাফসীরে কুরতুবি, ১২/১৯৩

"মানুষের গুনাহের শাস্তিস্বরূপ আল্লাহ তা'আলা তাদের থেকে হিদায়াত ও উপকারী জ্ঞান ছিনিয়ে নেন।"
31/05/2025

"মানুষের গুনাহের শাস্তিস্বরূপ আল্লাহ তা'আলা তাদের থেকে হিদায়াত ও উপকারী জ্ঞান ছিনিয়ে নেন।"

রাসূল ﷺ বলেছেন, "যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাযের পরে আয়াতুল কুরসী পাঠ করবে, মৃত্যু ছাড়া তার জান্নাতে প্রবেশে আর কোনো বাধ...
26/05/2025

রাসূল ﷺ বলেছেন, "যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাযের পরে আয়াতুল কুরসী পাঠ করবে, মৃত্যু ছাড়া তার জান্নাতে প্রবেশে আর কোনো বাধা থাকবে না।"

‎সূত্র: নাসাঈ, সুনানে কুবরা ৯৯২৮

"একজন পুরুষের সামনে দিয়ে কোনো নারী হেঁটে গেলে যদি সে নিজের দৃষ্টিকে সংযতই করতে না পারে—এটা জানার পরেও যে এই দেখার দ্বারা...
16/05/2025

"একজন পুরুষের সামনে দিয়ে কোনো নারী হেঁটে গেলে যদি সে নিজের দৃষ্টিকে সংযতই করতে না পারে—এটা জানার পরেও যে এই দেখার দ্বারা সে কিছুই অর্জন করতে পারবে না, তাহলে এর চেয়ে বড় দুর্বলতা আর কী হতে পারে?!"
— সুফইয়ান সাওরী (রহ.)
সূত্র: হিলইয়াতুল আউলিয়া, ৭/৬৮

রাসূলুল্লাহ ﷺ বলেছেন: "যে ব্যক্তি সকালে নিচের বাক্যটি বলবে, আমি তার জন্য জান্নাতে প্রবেশের নিশ্চয়তা দিচ্ছি। আমি তাকে হাত...
11/05/2025

রাসূলুল্লাহ ﷺ বলেছেন: "যে ব্যক্তি সকালে নিচের বাক্যটি বলবে, আমি তার জন্য জান্নাতে প্রবেশের নিশ্চয়তা দিচ্ছি। আমি তাকে হাত ধরে জান্নাতে প্রবেশ করাবো। বাক্যটি হলো-
رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ نَبِيًّا
অর্থ: 'আমি আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দীন হিসেবে এবং মুহাম্মাদ ﷺ-কে নবী হিসেবে সন্তুষ্টচিত্তে মেনে নিলাম'
সূত্র: সহীহাহ আলবানী, ২৬৮৬; তাবারানী ও হাইসামী হাদীসটিকে হাসান বলেছেন

Address

Khulna
9207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muslim dawah tv - মুসলিম দাওয়াহ টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share