Saim Shahariar

Saim Shahariar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Saim Shahariar, Video Creator, Khulna.
(4)

Saim Shahariar
WhatsApp/Telegram : +88 01634 66 54 73
YouTube : https://youtu.be/8l-6CvRgNFk?si=rOjcaW5Tn19-w3KM
আসুন
১. হাদিস অস্বীকারকারী,
২. খ্রিস্টান মিশনারী,
৩.নাস্তিক
৪. শিয়া
৫. কাদিয়ানী ও বাতিল-ফিরকার
ফেতনার বিপক্ষে সচেতন হই এবং সচেতন করি।

29/11/2024

হিন্দুধর্ম বিকৃতিকারী ইস!Con কে বর্জন করুন?

29/11/2024

একজন মুমিনের হৃদয়ে ৪ জন নারী থাকেন!
• মা
• স্ত্রী
• বোন
• মেয়ে
প্রথম জন সন্তুষ্ট থাকলে আল্লাহ্ সন্তুষ্ট হন। দ্বিতীয় জনকে সম্মান ও সদাচরণ করা রাসূলের ﷺ ওসিয়ত। তৃতীয় জনের সাথে সুসম্পর্ক জীবন ও রিযিকে বরকত আনে। চতুর্থ জনকে ভালোভাবে লালন-পালন জান্নাতের গ্যারান্টি।
- সংগৃহীত পোস্ট।

28/11/2024

ঘোড়া যেখানে পানি খায়, সেখানে পানি পান করো, কারণ ঘোড়া কখনো খারাপ পানি পান করে না। বিছানা পাতো সেখানে, যেখানে বিড়াল শান্তিতে ঘুমায়। এমন ফল খাও যা পোকা স্পর্শ করেছে, কারণ সেটি ভয়ের কিছু নয়। সেই মাশরুম সংগ্রহ কর, যেখানে পোকামাকড় বসে। গাছ লাগাও সেখানে, যেখানে তিলাচিতা মাটি খুঁড়েছে। গর্ত খুঁড়ো সেখানে, যেখানে পাখিরা রোদ থেকে লুকায়। পাখির মতো একই সময়ে ঘুমোও এবং জাগো, তাহলে জীবনের সোনালী ফসল তুমি ঘরে তুলতে পারবে। বেশি শাক-সবজি খাও, তোমার পা শক্তিশালী হবে এবং হৃদয় হবে অটুট, যেমন বনভূমির আত্মা। আকাশের দিকে বেশি তাকাও এবং কম কথা বলো, যাতে নীরবতা তোমার হৃদয়ে প্রবেশ করতে পারে, আত্মা প্রশান্ত হয় এবং জীবন শান্তিময় হয়। অনুদিত

#নাসিহাহ্

24/11/2024

যখন কেউ সমালোচনা করে, তখন দেখুন আপনার কোনো কথা কুরআন ও সুন্নাহর নিয়ম ভঙ্গ করে কিনা। Just Smile and go ahead. Know how to use your enemy's brain.

16/11/2024

খ্রিষ্টান মিশনারীর ষড়যন্ত্র - হাদিস অস্বীকার প্রজেক্ট।।Saim Shahariar।।

08/11/2024

হাদিস অস্বীকারকারী জাহেলদের কাছে সুদ হালাল। তারা বইয়ে লিখে দিয়েছে। এই ফেতনা থেকে সাবধান থাকুন এবং আলেমদের সাথে আলোচনা করুন।

03/11/2024

প্রশ্ন:- একাধিক বিবাহ কি সুন্নাত?

উত্তর : ঝুঁকিমুক্ত সামর্থবান‌দের জন‌্য দ্বিতীয়-তৃতীয় বিয়ে করা স‌র্বোচ্চ জা‌য়েজ, সুন্নাহ নয়। একাধিক বিবাহের অনুমতি থাকলেও সে ব্যাপারে ইসলাম যথেষ্ট শর্তারোপ করেছে।

আল্লাহ বলেছেন :
وَلَن تَسْتَطِيعُوٓا أَن تَعْدِلُوا بَيْنَ النِّسَآءِ وَلَوْ حَرَصْتُمْ ۖ فَلَا تَمِيلُوا كُلَّ الْمَيْلِ فَتَذَرُوهَا كَالْمُعَلَّقَةِ ۚ وَإِن تُصْلِحُوا وَتَتَّقُوا فَإِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَّحِيمًا

আর তোমরা যতই ইচ্ছে কর না কেন তোমাদের স্ত্রীদের প্রতি সমান ব্যবহার করতে কখনই পারবে না, তবে তোমরা কোন একজনের দিকে সম্পূর্ণভাবে ঝুঁকে পড়ো না ও অপরকে ঝুলানো অবস্থায় রেখো না; যদি তোমরা নিজেদেরকে সংশোধন কর এবং তাকওয়া অবলম্বন কর তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। (সুরা নিসা ৪:১২৯)

আয়াতে যে আদল বা ইনসাফের কথা উল্লেখ করে বলা হয়েছে যে, “আর তোমরা যতই ইচ্ছে কর না কেন তোমাদের স্ত্রীদের প্রতি আদল বা সার্বিক সমান ব্যবহার করতে কখনই পারবে না” সেটা হচ্ছে, ভালবাসা ও স্বাভাবিক মনের টান। কেননা, কোন মানুষই দু’জনকে সবদিক থেকে সমান ভালবাসতে পারে না। তবে শরী’আত নির্ধারিত অধিকার যেমন, রাত্রী যাপন, সহবাস, খোরপোষ ইত্যাদির ব্যাপারে ‘আদল’ অবশ্যই করা যায় এবং করতে হবে। সেটা না করতে পারলে তাকে একটি বিয়েই করতে হবে। যার কথা এ সূরারই অন্য আয়াতে বলা হয়েছে যে, ‘আর যদি তোমরা আদল বা সাম্য প্রতিষ্ঠা করতে না পার, তবে একটি স্ত্রীতেই সীমাবদ্ধ থাক’ [আদওয়াউল বায়ান]

আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ

وَعَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا كَانَتْ عِنْدَ الرَّجُلِ امْرَأَتَانِ فَلَمْ يَعْدِلْ بَيْنَهُمَا جَاءَ يَوْمَ الْقِيَامَةِ وَشِقُّهُ سَاقِطٌ»
যদি কোনো পুরুষের দু’জন সহধর্মিণী থাকে আর সে তাদের মধ্যে যদি ন্যায়বিচার না করে, তবে সে কিয়ামতের দিন একপাশ ভঙ্গ (অঙ্গহীন) অবস্থায় উঠবে।

(তিরমিযী ১১৪১, আবূ দাঊদ ২১৩৩, ইবনু মাজাহ ১৯৬৯, নাসায়ী ৩৯৪২, আহমাদ ৭৯৩৬, সহীহ আল জামি‘ ৭৬১, সহীহ আত্ তারগীব ১৯৪৯, মিশকাত হা/৩২৩৬)।

রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ‘যার দু’জন স্ত্রী আছে তারপর সে একজনের প্রতি বেশী ঝুঁকে গেল, কেয়ামতের দিন সে এমনভাবে আসবে যেন তার একপার্শ্ব বাঁকা হয়ে আছে।‘ [আবু দাউদঃ ২১৩৩]

বিদ্রঃ
রাসূল (ছাঃ) জনৈক ব্যক্তিকে অভাবমুক্ত হওয়ার জন্য একাধিক বিবাহ করার নির্দেশ দিয়েছিলেন মর্মে বর্ণিত হাদীছটি যঈফ। (সিলসিলা যঈফাহ হা/৩৪০০ আলোচনা দ্রঃ)।

27/10/2024

কিছু বাস্তব বিষয় যা অনেকেই গ্রহণ করতে দ্বিধা করে থাকে।

১. সালাত পরিত্যাগকারী ব্যক্তি কাফির।
২. প্রাপ্তবয়স্ক নারীর উপর নিক্বাব পরে বের হওয়া বাধ্যতামূলক বিধান।
৩. গানবাজনা হারাম।
৪. পুরুষদের দাড়ি কামানো হারাম।
৫. ধূমপান করা হারাম।
৬. পুরুষদের কাপড় টাখনুর উপরে পরা ওয়াজিব।

26/10/2024

তাহাজ্জুদ ও সাহরীর সময়, 04:44 AM।
সোমবার ও বৃহস্পতিবার এবং মাসে ৩ দিন সিয়াম থাকা সুন্নাহ।

14/10/2024

ইসলামে সকল বাতিল ইলাহ অর্থাৎ যাদের পূজা ও অনুসরণ করা হয় পৃথিবীতে সবাইকে বর্জন করে এক ইলাহের ইবাদাত করতে বলা হয়েছে।

13/10/2024

ইব্রাহীম বলেছিল, ‘হে আমার প্রতিপালক! এই শহরকে (মক্কাকে) নিরাপদ কর এবং আমাকে ও আমার পুত্রগণকে প্রতিমা পূজা হতে দূরে রাখ।
কুরআন, ১৪:৩৫

09/10/2024

স্রষ্টার পূজা করুন, সৃষ্টির নয়। চন্দ্র,সূর্য, তারা বা দেবতার, অবতার পূজা নয়, একমাত্র ইবাদাত,পূজা উপসনা মহান সৃষ্টিকর্তা আল্লাহর।

03/10/2024

এটা মুসলিম উম্মাহর লজ্জার বিষয় এবং চরম ব্যর্থতা, Filস্থিন রক্ষায় তারা এগিয়ে আসে না, আরব বিশ্ব এবং ৫৭ টি মুসলিম রাষ্ট্র কি জবাব দিবে আল্লাহর কাছে? অসহায় নারী পুরুষ ও শিশুদের রক্ষায় তারা এগিয়ে আসে না সামরিকভাবে।

25/09/2024

DNA এর Information সৃষ্টিকর্তার অস্ত্বিত্বের প্রমাণ বহন করে।

16/09/2024

রাসূল ﷺ মক্কায় জন্মগ্রহণ করেছেন সেখানে আজ ১৩ই রবিউল আউয়াল।কিন্তু বাংলাদেশে একদিন পরে তার জন্ম উৎসব পালন হচ্ছে।
মিলাদুন্নবী পালন করা অধিকাংশ ব্যক্তি কবর পুজারি এবং মুশরিক।

15/09/2024

"আমি বিবাহিত। আমি একজন মুসলিম নারীর চারিত্রিক পবিত্রতা রক্ষা করার নিয়তে দ্বিতীয় বিবাহ করতে চাই।”

এই প্রশ্নের উত্তরে মুহাম্মদ ইবনে সালেহ আল-উসাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন —

“আপনি দ্বিতীয় বিয়ের টাকা দিয়ে একজন দরিদ্র যুবকের বিয়ের ব্যবস্থা করে দিন, তাহলে আপনি (একজন নারীর চারিত্রিক পবিত্রতা রক্ষা করা ও একজন মুসলিম যুবককে সাহায্য করা) একসঙ্গে দুটি কাজের সাওয়াব পাবেন!”

[ফতওয়ায়ে ইবনু উসাইমীনঃ ৬/২৪১]

Address

Khulna

Telephone

+8801634665473

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saim Shahariar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saim Shahariar:

Videos

Share

Category