কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, খুলনা।

  • Home
  • Bangladesh
  • Khulna
  • কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, খুলনা।

কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, খুলনা। সর্বাধিক প্রচারিত শিশু-কিশোর মাসিক।

কিশোরকণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতা ২০২৫!আপনি অথবা আপনার পরিচিত পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে জিতে নিন...
21/07/2025

কিশোরকণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতা ২০২৫!

আপনি অথবা আপনার পরিচিত পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে জিতে নিন লক্ষ টাকার পুরস্কার!

৩৬ লক্ষ টাকার এই প্রতিযোগিতায় মাসিক পত্রিকা (Kishorkantha - কিশোরকণ্ঠ ) নতুন কিশোর কন্ঠের জুলাই, আগস্ট,সেপ্টেম্বর-২০২৫ সংখ্যা থেকে প্রশ্ন থাকবে!

জুলাই সংখ্যা উপলভ্য! স্টক সীমিত!
জুলাই সংখ্যা নিতে ইনবক্স করুন!
অথবা
ফোন করুন:
01576726168
(what's up, telegram)

কিশোরকণ্ঠ জাতীয় কমিকস প্রতিযোগিতা ২০২৫প্রতিভাবান কার্টুনিস্টদের তুলে আনতে সর্বাধিক প্রচারিত শিশু-কিশোর মাসিক পত্রিকা নতু...
19/05/2025

কিশোরকণ্ঠ জাতীয় কমিকস প্রতিযোগিতা ২০২৫

প্রতিভাবান কার্টুনিস্টদের তুলে আনতে সর্বাধিক প্রচারিত শিশু-কিশোর মাসিক পত্রিকা নতুন কিশোরকণ্ঠের এবারের আয়োজন ‘কিশোরকণ্ঠ জাতীয় কমিকস প্রতিযোগিতা ২০২৫’।
কিশোর উপযোগী যে-কোনো কমিকস পাঠানো যাবে। ধর্ম-নৈতিকতা-রাষ্ট্রবিরোধী কমিকস গ্রহণযোগ্য নয়। প্রতিযোগিতায় অংশ নেওয়ার শেষ সময় ৩০শে জুন ২০২৫।

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলি
১. যে-কোনো বয়সি বাংলাদেশি নাগরিক এতে অংশ নিতে পারবে।
২. ইতঃপূর্বে কোনো পত্রিকা, অনলাইন (যেমন : ফেসবুক, ওয়েবম্যাগ, ব্লগ) বা বইয়ে প্রকাশিত কমিকস এই প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে না।
৩. একজন একাধিক কমিকস জমা দিতে পারবেন, তবে একজন ব্যক্তির একটি কমিকসই পুরস্কারের জন্য মনোনীত হবে।
৪. হাতে বা অন্য কোনো মাধ্যমে আঁকা কমিকস পাঠানো যাবে। কমিকস মৌলিক ও রঙিন হতে হবে। কমিকসের জন্য পৃষ্ঠাসংখ্যা নির্দিষ্ট নেই। কমিকসের সাইজ হবে ৫*৭.৫ ইঞ্চি
৫. প্রতি পৃষ্ঠার কমিকসের জন্য ৬টি প্যানেল তৈরি করতে হবে, ৩টি সারিতে ২টি করে ছবি থাকবে (৩*২ লেআউট)। অথবা ৪টি প্যানেল তৈরি করতে হবে, ২টি সারিতে ২টি করে ছবি থাকবে।
৬. স্ক্যান বা সফট কপি পাঠানো যাবে এই ইমেইলে- [email protected]. ডাকযোগে পাঠানো যাবে এই ঠিকানায়- ৫১, ৫১/এ পুরানা পল্টন (৭ম তলা), ঢাকা-১০০০
৭. কমিকসের সাথে আলাদা ফাইল বা কাগজে নিজের নাম, পূর্ণ ঠিকানা, মোবাইল নম্বর এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বা পেশা ও বয়স উল্লেখ করতে হবে।
৮. ই-মেইলে কমিকস পাঠালে সাবজেক্টের ঘরে ও ডাকযোগে পাঠালে খামের ওপর ‘কিশোরকণ্ঠ জাতীয় কমিকস প্রতিযোগিতা ২০২৫’ লিখতে হবে।
৯. হাতে আঁকা কমিকসের ইমেজ গ্রিডের ভেতর গল্পের লেখা দেওয়া যাবে না। গল্পের লেখাগুলো আলাদা কাগজে লিখতে হবে। এক্ষেত্রে কমিকসের প্রত্যেকটি ইমেজ গ্রিড একটি নম্বর ধরে সেই নম্বর দিয়ে গল্প আলাদা কাগজে লিখতে হবে।

সম্মানিত পাঠকবৃন্দ,আসসালামু আলাইকুম। পরিবর্তনশীল এ বিশ্বে সময়ের সাথে পরিবর্তন হয়েছে অনেক কিছুই। নতুন কিশোরকণ্ঠও ইতিবাচক ...
25/02/2025

সম্মানিত পাঠকবৃন্দ,
আসসালামু আলাইকুম। পরিবর্তনশীল এ বিশ্বে সময়ের সাথে পরিবর্তন হয়েছে অনেক কিছুই। নতুন কিশোরকণ্ঠও ইতিবাচক পরিবর্তন আনতে চায়। কিশোরকণ্ঠের প্রতিটি পাঠক আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আপনাদের পরামর্শ ও সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন।
নতুন কিশোরকণ্ঠের মান বৃদ্ধি (Quality Develop) করার জন্য কিশোরকণ্ঠ পরিবার আপনার মূল্যবান মন্তব্য/মতামত প্রত্যাশা করে।

https://forms.gle/ghMxRbRVyuJqLLJi7

প্রথমবারের মতো কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, খুলনা মহানগর কতৃক আয়োজিত "কিশোরকণ্ঠ মেধাবৃত্তি'২৪" এর পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্প...
12/02/2025

প্রথমবারের মতো কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, খুলনা মহানগর কতৃক আয়োজিত "কিশোরকণ্ঠ মেধাবৃত্তি'২৪" এর পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, খুলনা। এর স্কুল প্রতিনিধি আব্দুল্লাহ আল জাবিরের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিবৃ্ন্দের মধ্যে থেকে বক্তব্য রাখেন নিওসেইফ গ্রুপ, হংকং, এর সম্মানিত সি ই ও ড. আজিজুর রহমান আজাদ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শ্রদ্ধেয় অধ্যাপক ড. কুতুবউদ্দিন, কিশোরকণ্ঠ ফাউন্ডেশন এর অন্যতম সহকারী পরিচালক নোমান হোসেন নয়ন, কিশোরকণ্ঠ ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার চেয়ারম্যান আরাফাত হোসেন মিলন, সহকারী পরিচালক এস এম নুরুল্লাহসহ প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ আরো অনেক শুভাকাঙ্ক্ষী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কিশোরকণ্ঠ মেধাবৃত্তি'২৪ এ যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, খুলনা এর সাথে থেকে আগামীতেও আমাদের যেকোনো আয়োজিত অংশগ্রহণ করবেন এই আশাবাদ রাখছি।

বি:দ্র: বিভিন্ন ব্যস্ততার কারণে যারা উপস্থিত হতে পারেননি এবং পুরস্কার নিতে পারেননি তাদেরকে আমাদের পেজের মাধ্যমে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।

12/02/2025

জাতীয় গণমাধ্যম ATN Bangla তে প্রচারিত কিশোরকণ্ঠ মেধাবৃত্তি'২৪ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।

বহুল আলোচিত কিশোরকণ্ঠ পাঠক ফোরাম খুলনা মহানগরের উদ্যোগে আয়োজিত "কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা'২৪" এর পুরষ্কার বিতরণী অনুষ...
06/02/2025

বহুল আলোচিত কিশোরকণ্ঠ পাঠক ফোরাম খুলনা মহানগরের উদ্যোগে আয়োজিত "কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা'২৪" এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারী'২৫ বুধবার সকাল ৯:০০ টায় খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা'২৪ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উক্ত তারিখে অভিভাবকসহ অংশগ্রহণ করার আমন্ত্রণ জানাচ্ছি।

কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ এর ফল প্রকাশআজ সোমবার, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম খুলনা মহানগর কর্তৃক আয়োজিত খুলনার অন্যতম ব...
13/01/2025

কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ এর ফল প্রকাশ

আজ সোমবার, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম খুলনা মহানগর কর্তৃক আয়োজিত খুলনার অন্যতম বৃহৎ বৃত্তি প্রকল্প ঐতিহ্যবাহী কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ এর ফলাফল নগরীর কিশোর কণ্ঠ অফিসে দুপুর ১২ ঘটিকায় প্রকাশিত হয়েছে। বৃত্তির ফলাফল প্রকাশ করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম খুলনা মহানগরের পরিচালক আরাফাত হোসেন মিলন। এতে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক নুরুল্লাহ ও রাকিব হোসেন। এ বৃত্তি পরীক্ষায় সর্বমোট ৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের জন্য বাছাই করা হয়।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর, ২০২৪ তারিখে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে খুলনার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের স্থান ও সময় পরবর্তীতে চিঠির মাধ্যমে বৃত্তিপ্রাপ্তদের জানানো হবে।
বৃত্তিপ্রাপ্তরা হলেন-

বহুল প্রতীক্ষিত কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামীকাল বেলা ১২ টায়।ফলাফল দেখতে চোখ রাখুন আমাদের ফেসবু...
12/01/2025

বহুল প্রতীক্ষিত কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামীকাল বেলা ১২ টায়।
ফলাফল দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে...

26/12/2024

কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা'২৪.
আয়োজনে - কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, খুলনা।

আলহামদুলিল্লাহ! খুলনা মহানগরে প্রথম বারের মতো কিশোর কন্ঠ মেধাবৃত্তি'২৪ এর পরীক্ষা  কার্যক্রম সম্পন্ন হয়েছে।এই পরীক্ষায় অ...
21/12/2024

আলহামদুলিল্লাহ!
খুলনা মহানগরে প্রথম বারের মতো কিশোর কন্ঠ মেধাবৃত্তি'২৪ এর পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হয়েছে।
এই পরীক্ষায় অংশ নেয় খুলনা মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অংশ নেওয়া সকল শিক্ষার্থীকে কিশোর কন্ঠ পাঠক ফোরাম খুলনা মহানগর এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

খুব দ্রুত সময়ের মধ্যে মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এর সময় ও স্থান শিক্ষার্থীদের প্রদানকৃত মুঠোফোনের মাধ্যমে এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

প্রিয় শিক্ষার্থী! আগামীকাল বহুল কাঙ্খিত কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। 💠 সময় - সকাল ৯ টা।💠 স্থান - স...
19/12/2024

প্রিয় শিক্ষার্থী!
আগামীকাল বহুল কাঙ্খিত কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

💠 সময় - সকাল ৯ টা।
💠 স্থান - সিটি পলিটেকনিক ইনস্টিটিউট, ১০৩, বিআইডিসি রোড, খালিশপুর, খুলনা।

নির্দেশনা -
➤ পরীক্ষার্থীকে অবশ্যই ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
➤ পরীক্ষার প্রবেশপথ ও প্রয়োজনীয় উপকরন সাথে নিয়ে আসতে হবে।
➤ জরুরী প্রয়োজনে-

01827772980,
01907660870

আয়োজনে:
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, খুলনা মহানগর
রেজিঃ নং-DA-3075
কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, খুলনা।

প্রিয় পাঠক ফোরামের ভাইয়েরা আগামী ২০ ডিসেম্বর,  জুময়া'বার সকাল ৯.০০ টায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।💠 স্থান...
16/12/2024

প্রিয় পাঠক ফোরামের ভাইয়েরা আগামী ২০ ডিসেম্বর, জুময়া'বার সকাল ৯.০০ টায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
💠 স্থান - সিটি পলিটেকনিক ইনস্টিটিউট, ১০৩, বিআইডিসি রোড, খালিশপুর, খুলনা।

নির্দেশনা -
➤ পরীক্ষার্থীকে অবশ্যই ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
➤ পরীক্ষার প্রবেশপথ ও প্রয়োজনীয় উপকরন সাথে নিয়ে আসতে হবে।
➤ জরুরী প্রয়োজনে-

01827772980,
01907660870

আয়োজনে:
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, খুলনা মহানগর
রেজিঃ নং-DA-3075
কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, খুলনা।

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, খুলনা। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, খুলনা।:

Share

Category