নীল আকাশ

নীল আকাশ আল্লাহ তাআলা উপর একিন থাকলে সব কাজই সহজ হয়ে যায় 🥰🥰🥰
(4)

কারও কিছু বলার থাকলে বলেন 🥰😬
12/05/2024

কারও কিছু বলার থাকলে বলেন 🥰😬

12/05/2024

অনেক দিন পরে ফিরে আসলাম সবাই কেমন আছেন, 🥰

27/01/2024

" অসম্ভব জেনেও আমি চাইবো,
কারন আমার রব রহমান, তার কোন অভাব নেই।

চাওয়া টা তো শুধুই আমার রবের নিকটে ইন শা আল্লাহ।
আর চাইতে পারা রবের দুয়ারে কড়া নাড়া এটাই অনেক বড় নেয়ামত।

আর দেবেন কি দিবেননা,সেটা উনার হেকমত। আমার প্রচেষ্টা আমি অব্যহাত রাখবো ইনশা'আল্লাহ!
কেননা হতাশা আমাদের জন্য হারাম।

দুয়ার উত্তর নিয়ে চিন্তা করবেন না, যতক্ষণ আল্লাহ আপনাকে দুআ করার ক্ষমতা দেন, এটি তাঁর রহমতের চিহ্ন। "

— উমর ইবনে খাত্তাব (রা.)

27/01/2024

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন
অনেক দিন পরে পেজে আসলাম 🥰

11/11/2023

পানি শুকাতে শুরু হয়েছে
মনটা খারাপ থাকলেও এখানে থাকলে ভালো হয়ে যায় নিরাবতায়
পানির জন্য দারানো হতো তবে এখন ভালো লাগছে পানি কমতে শুরু করেছে ☺️

11/11/2023

সত্যি অবাক করা বিষয় 😳

একজন ইহুদি ভ্রূণ বিশেষজ্ঞ (যিনি একজন ধর্মীয় পণ্ডিতও ছিলেন) খোলাখুলি বলেছিলেন যে, পৃথিবীতে মুসলিম নারীর চেয়ে পবিত্র ও বিশুদ্ধ নারী অন্য কোন ধর্মে নেই।
পুরো ঘটনাটি ঘটেছিল যখন আলবার্ট আইনস্টাইন ইনস্টিটিউটের (Albert Einstein Institution) সাথে যুক্ত একজন ভ্রূণ বিশেষজ্ঞ, ইহুদি পেশাদার রবার্ট, তার ইসলাম গ্রহণের ঘোষণা দেন। যার একমাত্র কারণ ছিল, কুরআনে উল্লেখিত তালাক প্রাপ্ত নারীর ইদ্দতের আদেশ সম্পর্কিত আয়াত এবং ইদ্দতের জন্য তিন মাসের সীমা নির্ধারণের পেছনের রহস্য ও হিকমত সম্পর্কে অবগতি।

আল্লাহ তায়ালা কোনো তালাক প্রাপ্ত নারীকে দ্বিতীয় বিয়ের পূর্বে তিন মাসের একটি গ্যাপ রাখতে বলেছেন। তিনি পবিত্র কুরআনে এরশাদ করেন,
وَٱلْمُطَلَّقَٰتُ يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ ثَلَٰثَةَ قُرُوٓءٍۚ
অর্থাৎ 'তালাকপ্রাপ্তা নারীরা তিন মাসিক পর্যন্ত অপেক্ষা করবে' (সূরা আল-বাকারাহ ২২৮:২)
এই আয়াতটি একটি আধুনিক জ্ঞান ডিএনএ এর উদ্ভাবনের রাস্তা সুগম করেছে এবং দেখা গেছে যে একজন পুরুষের বীর্যে থাকা প্রোটিন অন্য পুরুষের থেকে ৬২% পৃথক ও ভিন্ন থাকে।
আর একজন নারীর শরীর একটি কম্পিউটারের মত। যখন একজন পুরুষ তার সাথে ইন্টারকোর্স করে তখন সেই নারীর শরীর সব ব্যাকটেরিয়াকে শোষণ করে এবং তার শরীরে তা ধারণ করে।
অতএব, বিবাহ বিচ্ছেদের পরপরই, যদি একজন মহিলা অন্য পুরুষকে বিয়ে করেন বা একই সাথে বেশ কয়েকজনের সাথে শারীরিক সম্পর্ক করে, তাহলে তার শরীরে বিভিন্ন ধরণের ডিএনএ জমা হয় যা বিপজ্জনক ভাইরাসের রূপ নেয় এবং মারাত্মক রোগ সৃষ্টির কারণ হয়।

বিজ্ঞানীরা গবেষণা করে দেখে যে, প্রথম মাসিক আসার পর একজন মহিলার শরীর থেকে ৩২% থেকে ৩৫% পর্যন্ত প্রোটিন শেষ হয়ে যায়, এবং দ্বিতীয় মাসিক আসার পর তার শরীর থেকে ৬৭ থেকে ৭২% ডিএনএ ধ্বংস হয়ে যায়। এবং তৃতীয় মাসিকের পর ৯৯.৯% পর্যন্ত প্রোটিন নির্মূল হয়ে যায়। এরপর জরায়ু আগের ডিএনএ থেকে সম্পন্নরূপে পরিষ্কার হয়ে যায় এবং কোন প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই নতুন ডিএনএ গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে।
একজন গণিকা অনেক মানুষের সাথে সঙ্গম করে, যার ফলে বিভিন্ন পুরুষের ব্যাকটেরিয়া তার জরায়ুতে প্রবেশ করে এবং বিভিন্ন ধরণের ডিএনএ তার মধ্যে জমা হয় এবং সে মারাত্মক রোগে আক্রান্ত হয়ে পড়ে।

বিধবা মহিলার ক্ষেত্রে শরীয়তের বিধান হলো, তার ইদ্দত তালাকপ্রাপ্ত মহিলার চেয়ে বেশি অর্থাৎ ৪ মাস ১০ দিন।
এর কারণ হলো দুঃখ ও দুশ্চিন্তার কারণে তার শরীর থেকে প্রাক্তন ডিএনএ দ্রুত শেষ হয় না, এটি শেষ হতে আগের চেয়ে বেশি সময় লাগে, আর এ জন্য মহিলাদের ইদ্দত চার মাস দশ দিন নির্ধারণ করা হয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন,
وَٱلَّذِينَ يُتَوَفَّوْنَ مِنكُمْ وَيَذَرُونَ أَزْوَٰجًا يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًاۖ
অর্থাৎ 'তোমাদের মধ্য হতে যারা স্ত্রীদেরকে রেখে মারা যাবে সে অবস্থায় স্ত্রীরা নিজেদেরকে চার মাস দশ দিন বিরত রাখবে।' (আল-বাকারাহ, ২৩৪)

এই সত্যের মুখোমুখি হয়ে, একজন বিশেষজ্ঞ ডাক্তার যুক্তরাষ্ট্রের দুটি ভিন্ন স্থানে গবেষণা পরিচালনা করেন।
এক. আফ্রিকান বংশোদ্ভূত মুসলমানরা যে মহল্লায় থাকেন, সেই সব নারীর ভ্রূণের মধ্যে মাত্র একজন স্বামীর ডিএনএ পাওয়া গেছে।
দুই. অন্য মহল্লা যেখানে আসল আমেরিকান মহিলারা থাকেন, তাদের ভ্রূণের মধ্যে একাধিক অর্থাৎ দুই বা তিন জনের বেশি পুরুষের ডিএনএ পাওয়া গেছে।
অতঃপর যখন বিশেষজ্ঞ ডাক্তার তার নিজ স্ত্রীর ভ্রূণ ​​পরীক্ষা করলেন, তখন তিনি একটি মর্মান্তিক সত্য দেখতে পান যে, তার স্ত্রীর মধ্যে তিনটি ভিন্ন ভিন্ন ডিএনএ আছে। যার অর্থ হলো তার স্ত্রী তার সাথে প্রতারণা করছিল এবং তার তিন সন্তানের মধ্যে কেবল মাত্র একজন ছিল তার নিজ সন্তান, বাকিরা ছিল অন্য পুরুষ থেকে।

ডাক্তার তখন নিশ্চিত হন যে ইসলামই একমাত্র ধর্ম যা নারীদের নিরাপত্তা এবং সমাজের সম্প্রীতির নিশ্চয়তা দেয়। এবং এই বিষয়েও নিশ্চিত হন যে, একমাত্র মুসলিম নারীরাই পৃথিবীর মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন, বিশুদ্ধ ও সতী।
والله ورسوله اعلم عزوجل وصل الله عليه وسلم
ইসলামে একজন মহিলার জন্য এক‌ই সময়ে একাধিক বিয়ে বা একাধিক স্বামী রাখার অনুমতি দেয়া হয়নি কেন!
অবশেষে বিজ্ঞানও আল কুরআনের বিধানের নির্ভুল ব্যাখ্যা করতে সক্ষম হলো: -------------------------------------------------
(সংগৃহীত)

চরম সত্যি কথা  😌
10/11/2023

চরম সত্যি কথা 😌

🌼🏵️ বিচ্ছেদ কখনো হঠাৎ করে হয় না। একজন আগে থেকেই ঠিক করে রাখে। শুধু সঠিক সময় আর বাহানা খোঁজে দূরে সরে যাওয়ার। 😢😢😢
10/11/2023

🌼🏵️ বিচ্ছেদ কখনো হঠাৎ করে হয় না।
একজন আগে থেকেই ঠিক করে রাখে। শুধু সঠিক সময় আর বাহানা খোঁজে দূরে সরে যাওয়ার। 😢😢😢

10/11/2023

পাখির জন্য কিছু খাবার রাখা এটাও সদকায়ে জারিয়া 🌺🥀❤️

10/11/2023
------+-------- নেককার স্ত্রী  ------+-------- বিয়ের প্রথম রাতে বউকে জিজ্ঞেস করলাম তুমি আমার কাছে কি চাও?বউ লাজুক মুখে ব...
09/11/2023

------+-------- নেককার স্ত্রী ------+--------

বিয়ের প্রথম রাতে বউকে জিজ্ঞেস করলাম তুমি আমার কাছে কি চাও?

বউ লাজুক মুখে বললো - যা চাই দিবেন তো?
তার হাতে হাত রেখে বললাম আমার সাধ্য থাকলে অবশ্যই তোমার চাওয়া পূরণ করবো।

তাহলে শুনুন:- আমি আপনার কাছে একটা বরকতময় সংসার চাই।
-- আর কিছু?
-- হুম, দুজনে মিলে এতো আমল করতে চাই যে, মৃত্যুর পরেও যেনো আপনার সাথে জান্নাতে থাকার সুযোগ পাই। কারন আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন:- স্বামী স্ত্রী দুজনেই নেককার হলে, দুজনে একই জান্নাতে থাকবে।(সূরা যুখরুফ-৭০)

আপনি নেক আমল করতে রাজি আছেন তো?
--ইনশাআল্লাহ।

--আর শুনুন আমি সংসারে কোন অশান্তি চাইনা,,তাই আমরা দুজনেই নিয়মিত তাহাজ্জুদ পরবো ইনশাআল্লাহ।কারন যে ঘরে স্বামী স্ত্রী একই সাথে তাহাজ্জুদের নামাজ পড়বে, সেই ঘরে কোনদিন অশান্তি হবেনা। (বুখারী ও মুসলিম)

--আর বেশি রাগ করা যাবে না।রসুল (সাঃ) বলেছেন:- রাগ মানুষের ঈমান যে ধ্বংস করে দেয়।
যদিও কখনো রাগ উঠে তখন আপনি চুপ থাকবেন আর আপনার রাগ উঠলে আমি চুপ থাকবো।
হযরত উমর (রঃ) বলেছেন:- স্বামী কে রেগে যেতে দেখলে স্ত্রী চুপ থাকবে আর স্ত্রী কে রেগে যেতে দেখলে স্বামী চুপ থাকবে। কারন, পানিই আগুনকে নেভাতে পারে, আগুন কখনো আগুনকে নেভাতে পারে না বরং আরও বাড়িয়ে দেয়।

কি যা বললাম করবেন তো?

সেদিন তার হাতে হাত রেখে তার কপালে চুমু দিয়ে নেক আমল করার ওয়াদা করেছিলাম,,যা আজও আমরা দুজন প্রতিনিয়ত করে যাচ্ছি।

অফিসে বসে এসব ভাবছিলাম,এমন সময় স্যার এসে বেতন দিয়ে গেলেন ।
প্রতি মাসেই বেতন পেয়ে মা বাবা ভাই বোনের জন্য কিছু কিনে তার জন্য জন্যও কিছু কিনে নিয়ে যাই।

আজও অফিস থেকে বাড়ি ফেরার পথে তার জন্য একটা নীল শাড়ি, কতগুলো গোলাপ আর বেনী করার জন্য বেলীফুলের মালা নিয়ে এসেছি,সাথে এনেছি তার পছন্দের কিছু চকলেট। কারন বাসায় ফেরার পথে স্ত্রী জন্য কিছু নিয়ে আসা সুন্নত।

বাসার সামনে দাঁড়িয়ে কলিং বেল টিপতেই সে এসে দরজা খুলে আমাকে জরিয়ে ধরলো। প্রতিদিনই এনমটাই করে সে তাই আজও তার ব্যতিক্রম না।
আমার হাতে এসব কিছু দেখে সে বললো - এত কিছু আনার কি প্রয়োজন ছিলো?
তোমার হালাল রোজগারের অপ্লতেই আমি সন্তুষ্ট।
আমি হেঁসে বললাম-- এমনি এমনি তো আর আনিনি,,
রসুল (সাঃ) বলেছেন:- যে স্বামী তার স্ত্রীর জন্য মন খুলে ব্যয় করবে, কেয়ামতের দিন আল্লাহ তাকে পুন্যে ধনী বানিয়ে দিবেন.......... আমিন..!

Address

Kushtia
Khulna

Telephone

+8801763330151

Website

Alerts

Be the first to know and let us send you an email when নীল আকাশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share