24/02/2025
Yamaha Riders Club - Bangladesh (YRC.BD) ২০২৪ সালে কি করেছে...!!!!
Biking Activities:
২০২৪ সালে ১২০০ শর্ট ট্যুরের পাশাপাশি ৩২৯ টা লং ট্যুর..!!!
গেট টু গেদার ছিলো ১১৫০, র্যালি ছিলো ১৮০ & ইন্টারন্যাশনাল রাইড ছিলো ১৩ টা..!!!
Social Awareness Activities:
প্রাকৃতিক দুর্যোগে ১২,০০০ এর বেশী মানুষকে সহায়তা..!!!
৬,০০০ + মানুষের মধ্যে Orphanage Activity..!!
৭,০০০ + মানুষের মাঝে কম্বল বিতরণ..!!!
৭ টা জেলায় কৃষকদের বিভিন্নভাবে সহায়তা করা।
৩,০০০ + মানুষকে বিভিন্নভাবে মেডিক্যাল সাপোর্ট দেওয়া & যানযট এ নাকাল শহরগুলাতে & সবাইকে সচেতন করতে ৬১ টা ট্রাফিক Awareness Activity ছিলো।
Empowerment Activities:
হতদরিদ্র মানুষের বাড়িঘর বসবাস উপযোগী করা হয় ৩২ টা,
৬ টা চা এর দোকান করে দেওয়া হয় ওই পরিবারগুলার ফিক্সড ইনকাম এর জন্য।
২০ টা জায়গায় Orphanage Logistics Support প্রদান করা হয়।
নাইট স্কুল: ২ টা স্কুল, ৪২৯৪ Activities, ৩৩,৭০০ + Engagement.!!!!
Milestone Activities:
৪১ টা লোগো বানানো হয় বাইক দিয়ে, যার মধ্যে ইয়ামাহা, ইয়ামাহার লোগো, জাতীয় পতাকা, অমর একুশে, ২৬ শে মার্চ সহ জাতীয় দিবসের প্রতীক ছিলো।
বাংলাদেশের ম্যাপ আকা হয় প্রায় ৪০০ বাইক দিয়ে।
দেশ ও মানুষের সার্বিক কল্যানে পরিবেশ বিপর্যয় রোধে ২৭,০০০ + গাছ লাগানো হয়।
কি ভাবছেন??
বাইকিং গ্রুপ হয়ে এতো ট্যুর, আড্ডার মাঝেও কিভাবে এতো সামাজিক মানবিক কাজ করে ফেললো??
অনেক ধন্যবাদ Subrata Ranjan Das Sir, বাইকারদের নিয়ে আপনার অনুভূতি গুলা ইয়ামাহা রাইডারস দের কাজ দেখলে বুঝা যায়।
Proud to be a team member.