23/07/2025
আমরা সবকিছু ভুলে যাই আর মাত্র কয়েকদিন তারপর আমাদের সবকিছু সাভাবিক হয়ে যাবে।
আমরা কেউ আর রাইসাদের কোন খবর রাখবো না।কিন্তু যারা সন্তান হারিয়েছে তারা কি কখনো পারবে ভুলতে এই সন্তান হারানোর বেদনা??
বাচ্চাগুলো তো জান্নাতের বাগানে খেলা করছে কিন্তু যে বাবা মা তাদের বুকের মানিক হারিয়েছে তারা যতদিন বেচে থাকবে বুকের ভেতরের হাহাকার জীবনটাকে জাহান্নাম করে দিবে।
যতবার ভাবছি বাচ্চাগুলোর কথা বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। এ দায়ভার কার????
এই মরার দেশে সবকিছুর মূল্য আছে মানুষের জীবনের মূল্য নেই।আধুনিক দেশের সাথে তাল মিলাতে গিয়ে ভাংগারি মার্কা যানবাহন বাদ দিয়ে গরুর গাড়ি চলাচলের ব্যাবস্থা করা উচিত।
তাহলে প্রতিদিন রাস্তায়,বিমান দুর্ঘটনায়,গাড়ি চাপায় আর কোন মায়ের বুক খালি হয়ে যাবেনা।
দোষ আসলে আমাদেরও সভ্য জাতির অনুকরণ করলেও আমরা আসলে সভ্য হয়ে উঠতে পারিনা।আমাদের কাছে পুরে যাওয়া বাচ্চাকে সাহায্য করার থেকেও বেশি জরুরী ভিডিও করে সেই ক্লিপে ইমোশনাল মিউজিক লাগিয়ে ভাইরাল করার।সেটা দিয়ে টাকা কামানোর।
এত টাকা দিয়ে কি হবে ভাই আজকে মারা গেলে কাল দুইদিন হয়ে যাবে দুইদিনের দুনিয়ায় নিজের মনুষ্যত্বটা বিলিয়ে দিবেননা প্লিজ🙏🙏
প্রীতি 😔