
13/07/2025
প্রধান উপদেষ্টা নির্বাচনে যেসব প্রস্তাব দিল বিএনপি
রবিবার (১৩ জুলাই) কমিশনের সঙ্গে দলগুলোর দ্বিতীয় ধাপের ১২তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের সামনে এই প্রস্তাব তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘আগের তত্ত্বাবধায়ক সরকার ছিল পুরোপুরি জুডিশিয়ারি (বিচার বিভাগ) নির্ভর। এখন আমরা চাই, ঐকমত্যের ভিত্তিতে কয়েকটি বিকল্প কাঠামো তৈরি হোক, যাতে বিচার বিভাগকে সম্পৃক্ত না করে প্রধান উপদেষ্টা নিয়োগ সম্ভব হয়।’’
নতুন প্রস্তাব নিয়ে বিএনপির এই নেতা আরও বলেন, ‘‘সংসদ বিলুপ্ত হওয়ার ৩০ দিন আগে রাষ্ট্রপতি সংসদে প্রতিনিধিত্বশীল দলগুলোর সঙ্গে আলোচনা করে একজন উপযুক্ত নাগরিককে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেবেন। তবে যদি ঐকমত্যে পৌঁছানো না যায় তাহলে প্রধান উপদেষ্টা পদে কারও নাম প্রস্তাব করার জন্য প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার ও ডেপুটি স্পিকারকে নিয়ে ৪ সদস্যের একটি কমিটি গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই কমিটির সভাপতিত্ব রাষ্ট্রপতি বা স্পিকার যে কেউ করতে পারবেন। তবে রাষ্ট্রপতি সভাপতিত্ব করলে কমিটিতে তার ভোটাধিকার থাকবে না, তিনি শুধু এর শুনানি করবেন। আর স্পিকার সভাপতিত্ব করলে তার ভোটাধিকার থাকবে।”
এছাড়াও প্রধান উপদেষ্টা বাছাইয়ে ৫ সদস্যের একটি কমিটির ধারণাও দিয়েছে বিএনপি। সেখানে এই চার সদস্যের সঙ্গে সংসদে প্রতিনিধিত্বকারী তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দলের একজন প্রতিনিধিও যুক্ত হবেন। এই কমিটির সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি এবং এ ক্ষেত্রে তার ভোটাধিকার থাকবে।”
বিএনপির এই নেতা আরও বলেন, ‘‘যদি এসব প্রস্তাবেও ঐকমত্য না হয় তাহলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর আলোকে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের মধ্য থেকে একজনকে মনোনীত করার প্রক্রিয়ায় ফিরে যাওয়া যেতে পারে। এ ক্ষেত্রে মনোনয়ন দেবে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার ও ডেপুটি স্পিকারের সমন্বয়ে গঠিত কমিটি।’’