18/10/2025
প্রতিশোধ নেওয়ার দরকার নেই। ভেতর থেকে যারা স্বভাবগতভাবেই কুৎসিত, তারা শেষ পর্যন্ত নিজেরাই নিজের জীবনকে ধ্বংস করে ফেলে। সময় কিন্তু সব হিসাব রাখে এবং প্রকৃতি তার নিজের কাজ করে। তাদের মিথ্যা আর অহংকার একদিন তাদের গলায় ফাঁস হয়। তারা বাহির যেমন হাসুক না কেন, ভেতর তার অশান্ত আর শূন্য। তাদের পতন দেখার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না। আপনি শুধু আপনার আলোর পথে এগিয়ে চলুন, অন্ধকার নিজেই তার নিজের বিনাশ ঘটাবে।