শখের ভ্লগ - Shokher Vlog

শখের ভ্লগ - Shokher Vlog lifestyle ❤️,photography 🥰, cooking 🫕,food😋,fun😜
https://www.tiktok.com/?_t=ZS-8suwfucdTHD&_r=1
(24)

06/12/2025

Train to Busan.. just amazing movie..

আজকেও নাকি ভূমিকম্প হয়ে গিয়েছে, ভোর সকালের দিকে। আমি অবশ্য ঘুমিয়ে ছিলাম টের পাইনি। আর আমি টের পেতেও চাই না। একবার ভূম...
04/12/2025

আজকেও নাকি ভূমিকম্প হয়ে গিয়েছে, ভোর সকালের দিকে।
আমি অবশ্য ঘুমিয়ে ছিলাম টের পাইনি।
আর আমি টের পেতেও চাই না। একবার ভূমিকম্প অনুভব করে এখন পর্যন্ত আমার মাথায় প্রায়ই চক্কর দিয়ে ওঠে। সারাক্ষণ মনে হয় যে ভূমিকম্প হচ্ছে।
টেবিলের উপর বোতলে পানি ভরে রাখি , আর মনে সন্দেহ হলেই পানির দিকে তাকাই __যে পানি কাপছে কিনা।
পাঁচতলার উপর কিভাবে যে দিন পার করছি। আল্লাহ যাতে শেষ পর্যন্ত রক্ষা করে। আমিন।

আসরের নামাজের পর সন্ধ্যায় বিছানায় বসে চা খেতে খেতে একটা বিষয় তো অনুধাবন করলামই।আর তা হল যেই মানুষটা ছোট থেকেই একা একা...
02/12/2025

আসরের নামাজের পর সন্ধ্যায় বিছানায় বসে চা খেতে খেতে একটা বিষয় তো অনুধাবন করলামই।
আর তা হল যেই মানুষটা ছোট থেকেই একা একা নিজের ভার সামলাতে জানে তাকে আজীবনই নিজের ভার সামলে চলে যেতে হয়।
এই যে আমি যতই অসুস্থ থাকি আমাকে এক কাপ চা করে এনে দেয়ার মত কেউ নেই। আল্লাহর রহমতে আমার প্রয়োজনও নেই। কিন্তু মাঝে মাঝে অবাক লাগে বাকি ৮-১০ জনের মতন আমার জীবন না।
আমার একবার গুরুতর অপারেশন হয়েছিল সেটা না বলি কিন্তু এনেস্থেশিয়ার ইফেক্টে মাথা ঘাড় প্রচন্ড ব্যথা এবং ভার হয়ে যায় সাথে প্রচন্ড পরিমাণ জ্বর চলে আসে। অপারেশন হওয়ার ৭ দিনের মাথায় ব্লাড টেস্ট করে টাইফয়েড বর্ডার টাচ রেজাল্ট আসে। কিন্তু তখন আমি ওই অবস্থায় বেড থেকে উঠে নিজে নিজে লেবু চিপে রস করে দুইবেলা করে খেতাম। নিজের রান্না মানে একজন রোগীর রান্না যেভাবে করতে হয় সেই রান্নাটাও আমাকেই করে খেতে হয়েছে। কারো আশায় থাকতে পারিনি কারণ তার ১৭ দিন পরই আমার অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা ছিল।
আহা জীবন!
আমাকে যেন শেষ পর্যন্ত এভাবেই আল্লাহ সুস্থ রাখে, কর্মঠ রাখে।
আল্লাহ আমার জীবনে লোক দেখানো উল্লেখযোগ্য পূর্ণ ক্যারিয়ার বাদে সবই দিয়েছেন। দিনশেষে আমি একজন ফুল টাইম হোমমেকার। সেটাও পারিবারিক চাপেই। কিন্তু আমার আফসোস নেই। কারণ আমি যথেষ্ট ভালো আছি তাই। দিন শেষে সবার কাছে শুধু একটু ভালো মনে দোয়া চাই। আমি তাতেই খুশি। আল্লাহ যাতে আমাকে শেষ পর্যন্ত সুস্থ রাখেন। কখনো কাউকে যদি নিজের অজান্তে কষ্ট দিয়ে থাকি দয়া করে আমাকে মাফ করে দিবেন। 🙏
ধন্যবাদ । কষ্ট করে এত বড় একটা পোস্ট পড়ার জন্য।

❤️❤️❤️

08/11/2025

আমাগে খুলনার শুদ্ধ ভাষা.....

25/10/2025

যদি ভুরি কমাতে চান
তাহলে ভুরি নিয়ে অহংকার করুন।
কারণ অহংকার পতনের মূল 🤣🤣

24/10/2025

মানুষ মূলত একাই.......

10/10/2025

দিন শেষে একজন আদর্শ গৃহিণীর স্যালারি এটাই 🫩

জীবন সবসময় রঙিন হয় না। কিন্তু জীবনের ধূসরতাকে রঙপেন্সিল এর নানান রঙে রাঙিয়ে নিতে হয় নিজেকেই৷ এইতো জীবন!বই: রঙপেন্সিল লেখ...
10/08/2025

জীবন সবসময় রঙিন হয় না। কিন্তু জীবনের ধূসরতাকে রঙপেন্সিল এর নানান রঙে রাঙিয়ে নিতে হয় নিজেকেই৷ এইতো জীবন!

বই: রঙপেন্সিল
লেখক: হুমায়ূন আহমেদ

বিবাহিত মহিলাদের জন্য আয়োজিত এক সেমিনারে এক প্রশ্ন জিজ্ঞাসা করা হলো।আপনি শেষ বার কবে আপনার স্বামীকে "I love u বলেছেন?কেউ...
07/08/2025

বিবাহিত মহিলাদের জন্য আয়োজিত এক সেমিনারে এক প্রশ্ন জিজ্ঞাসা করা হলো।

আপনি শেষ বার কবে আপনার স্বামীকে "I love u বলেছেন?

কেউ বললো" আজই বলেছি!

কেউবা জবাব দিল "দুদিন আগে!
আবার কেউ কেউ বললো "দশ দিন আগে বলেছিলাম।
এরপর সব মহিলাদের বলা হলো, আপনাদের নিজ নিজ মোবাইল থেকে যে যার স্বামীকে 'I love u টেক্সট করতে আর সবচেয়ে ভাল উত্তর যার মোবাইলে আসবে তার জন্য একটা সারপ্রাইজ গিফট থাকবে।

সব মহিলা মেসেজ পাঠালো।

কিছুক্ষণ পার হতেই স্বামীদের জবাব আসা শুরু হল। সেগুলো

কিছুটা এরকম ছিল,

১। তোমার শরীর ভাল তো?

২। হাত খরচের টাকা শেষ?

৩।তুমি বাপের বাড়ি চললে নাকি?

৪। মনে হচ্ছে আজ বাসায় রান্না হবে না, তাই না?

৫। মানে কি?

৬।তুমি স্বপ্ন দেখছ না আমি?

৭। কিটি পার্টিতে কোন গয়না পছন্দ হয়েছে নাকি?

৮।অফিসে এত টেনশনের মধ্যে তুমি রোমান্সের আর সময় পেলে না?

৯। কতবার না বলেছি এত সিরিয়াল দেখ না।

১০। আজ আবার কোনো গাড়িতে ধাক্কা মে&%রেছো নাকি?

তবে শেষপর্যন্ত যে উত্তর সারপ্রাইজ গিফট জিতল তা বড় ভয়ানক ছিলো,

১১) I love you too but who are you?🤣

✨ হ্যাপি রিডিং ❤️

জীবনে পড়ালেখা কখনো শেষ হয় না 😤 সন্তানের মাধ‍্যমে তা আবার ফিরে আসে 🥸 একদম শুরু থেকে ফিরে আসে 🫠🥴       ゚viralシ
29/07/2025

জীবনে পড়ালেখা কখনো শেষ হয় না 😤 সন্তানের মাধ‍্যমে তা আবার ফিরে আসে 🥸 একদম শুরু থেকে ফিরে আসে 🫠🥴

゚viralシ

শহরের ধুলোবালি থেকে দূরে, এই মেঘলা আকাশের নিচে, মন পায় অসীম প্রশান্তির খোজ ❤️
14/07/2025

শহরের ধুলোবালি থেকে দূরে, এই মেঘলা আকাশের নিচে, মন পায় অসীম প্রশান্তির খোজ ❤️

এইখানে আসলে শিক্ষক-শিক্ষিকার বিন্দু পরিমাণ দোষ নাই। সত্যি বলতে, অনলাইনে ক্লাস চলাকালীন শিক্ষকের শরীরে ইমরান হাশমির আত্মা...
10/07/2025

এইখানে আসলে শিক্ষক-শিক্ষিকার বিন্দু পরিমাণ দোষ নাই। সত্যি বলতে, অনলাইনে ক্লাস চলাকালীন শিক্ষকের শরীরে ইমরান হাশমির আত্মা ভর করে আর শিক্ষিকার শরীরে তনুশ্রী দত্তর আত্মা ভর করে। তারপর আশিক বানায়া,আশিক বানায়া আপনে…

এ রকম আদর্শ শিক্ষক-শিক্ষিকা পাওয়ার পরেও যে সকল ছাত্রছাত্রী হিসাববিজ্ঞানেই ফেল করবে, তাদের একদিন আর আমার যতদিন লাগে।

আমাদের সময় এমন আদর্শ শিক্ষক-শিক্ষিকা ছিল না বলে আমরা ফেল করতাম। তোরা কোন কারণে ফেল করবি?

খারাপ লাগছে আয়মান সাদিক আর মুনজেরিন শহীদের জন্য। তাদের ব্যবসায় লাল বাতি জ্বলে গেল।
পোলাপান তো এখন ইংলিশ রেখে হিসাববিজ্ঞানেই বেশি ফোকাস দিবে…

Address

Khulna
9000

Alerts

Be the first to know and let us send you an email when শখের ভ্লগ - Shokher Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শখের ভ্লগ - Shokher Vlog:

Share