শখের ভ্লগ - Shokher Vlog

শখের ভ্লগ - Shokher Vlog lifestyle ❤️,photography 🥰, cooking 🫕,food😋,fun😜
https://www.tiktok.com/?_t=ZS-8suwfucdTHD&_r=1
(24)

জীবন সবসময় রঙিন হয় না। কিন্তু জীবনের ধূসরতাকে রঙপেন্সিল এর নানান রঙে রাঙিয়ে নিতে হয় নিজেকেই৷ এইতো জীবন!বই: রঙপেন্সিল লেখ...
10/08/2025

জীবন সবসময় রঙিন হয় না। কিন্তু জীবনের ধূসরতাকে রঙপেন্সিল এর নানান রঙে রাঙিয়ে নিতে হয় নিজেকেই৷ এইতো জীবন!

বই: রঙপেন্সিল
লেখক: হুমায়ূন আহমেদ

বিবাহিত মহিলাদের জন্য আয়োজিত এক সেমিনারে এক প্রশ্ন জিজ্ঞাসা করা হলো।আপনি শেষ বার কবে আপনার স্বামীকে "I love u বলেছেন?কেউ...
07/08/2025

বিবাহিত মহিলাদের জন্য আয়োজিত এক সেমিনারে এক প্রশ্ন জিজ্ঞাসা করা হলো।

আপনি শেষ বার কবে আপনার স্বামীকে "I love u বলেছেন?

কেউ বললো" আজই বলেছি!

কেউবা জবাব দিল "দুদিন আগে!
আবার কেউ কেউ বললো "দশ দিন আগে বলেছিলাম।
এরপর সব মহিলাদের বলা হলো, আপনাদের নিজ নিজ মোবাইল থেকে যে যার স্বামীকে 'I love u টেক্সট করতে আর সবচেয়ে ভাল উত্তর যার মোবাইলে আসবে তার জন্য একটা সারপ্রাইজ গিফট থাকবে।

সব মহিলা মেসেজ পাঠালো।

কিছুক্ষণ পার হতেই স্বামীদের জবাব আসা শুরু হল। সেগুলো

কিছুটা এরকম ছিল,

১। তোমার শরীর ভাল তো?

২। হাত খরচের টাকা শেষ?

৩।তুমি বাপের বাড়ি চললে নাকি?

৪। মনে হচ্ছে আজ বাসায় রান্না হবে না, তাই না?

৫। মানে কি?

৬।তুমি স্বপ্ন দেখছ না আমি?

৭। কিটি পার্টিতে কোন গয়না পছন্দ হয়েছে নাকি?

৮।অফিসে এত টেনশনের মধ্যে তুমি রোমান্সের আর সময় পেলে না?

৯। কতবার না বলেছি এত সিরিয়াল দেখ না।

১০। আজ আবার কোনো গাড়িতে ধাক্কা মে&%রেছো নাকি?

তবে শেষপর্যন্ত যে উত্তর সারপ্রাইজ গিফট জিতল তা বড় ভয়ানক ছিলো,

১১) I love you too but who are you?🤣

✨ হ্যাপি রিডিং ❤️

জীবনে পড়ালেখা কখনো শেষ হয় না 😤 সন্তানের মাধ‍্যমে তা আবার ফিরে আসে 🥸 একদম শুরু থেকে ফিরে আসে 🫠🥴       ゚viralシ
29/07/2025

জীবনে পড়ালেখা কখনো শেষ হয় না 😤 সন্তানের মাধ‍্যমে তা আবার ফিরে আসে 🥸 একদম শুরু থেকে ফিরে আসে 🫠🥴

゚viralシ

শহরের ধুলোবালি থেকে দূরে, এই মেঘলা আকাশের নিচে, মন পায় অসীম প্রশান্তির খোজ ❤️
14/07/2025

শহরের ধুলোবালি থেকে দূরে, এই মেঘলা আকাশের নিচে, মন পায় অসীম প্রশান্তির খোজ ❤️

এইখানে আসলে শিক্ষক-শিক্ষিকার বিন্দু পরিমাণ দোষ নাই। সত্যি বলতে, অনলাইনে ক্লাস চলাকালীন শিক্ষকের শরীরে ইমরান হাশমির আত্মা...
10/07/2025

এইখানে আসলে শিক্ষক-শিক্ষিকার বিন্দু পরিমাণ দোষ নাই। সত্যি বলতে, অনলাইনে ক্লাস চলাকালীন শিক্ষকের শরীরে ইমরান হাশমির আত্মা ভর করে আর শিক্ষিকার শরীরে তনুশ্রী দত্তর আত্মা ভর করে। তারপর আশিক বানায়া,আশিক বানায়া আপনে…

এ রকম আদর্শ শিক্ষক-শিক্ষিকা পাওয়ার পরেও যে সকল ছাত্রছাত্রী হিসাববিজ্ঞানেই ফেল করবে, তাদের একদিন আর আমার যতদিন লাগে।

আমাদের সময় এমন আদর্শ শিক্ষক-শিক্ষিকা ছিল না বলে আমরা ফেল করতাম। তোরা কোন কারণে ফেল করবি?

খারাপ লাগছে আয়মান সাদিক আর মুনজেরিন শহীদের জন্য। তাদের ব্যবসায় লাল বাতি জ্বলে গেল।
পোলাপান তো এখন ইংলিশ রেখে হিসাববিজ্ঞানেই বেশি ফোকাস দিবে…

আপনার সন্তানকে সব সময় অভাবের কথা বলবেন না। তাকে সব সময় পজিটিভ কথা বলবেন,  মন বড় করতে শিখাবেন, অভাবের মাঝে তাকে আটকে রাখব...
06/07/2025

আপনার সন্তানকে সব সময় অভাবের কথা বলবেন না। তাকে সব সময় পজিটিভ কথা বলবেন, মন বড় করতে শিখাবেন, অভাবের মাঝে তাকে আটকে রাখবেন না। তাকে মন ও মানসিকতা বড়ো হতে শেখান। তাকে সাধ্যের মধ্যে থেকে যতটুকু পারেন,দামী জিনিসপত্র কিনে দেন। এডগার এলেন পো কিংবা আইজ্যাক বশেভিস সিঙ্গারের বই জন্মদিনে গিফট করেন।

তাকে সামান্য রাখাল বালকের ব্যাংকার হওয়ার গল্প না বলে এরদোয়ান কিংবা বাইডেনের গল্প বলেন। 'মানুষ তার স্বপ্নের সমান বড়ো হয়', এই চরম সত্যটা ছোটবেলায় তার মাথায় গেঁথে দেন।

তাকে বলেন, যেকোন কাজ সন্মানের। শুধু চেয়ারে বসাই পড়ালেখার উদ্দেশ্য নয়। চিন্তার মুক্তি না হলে, পিএইচডি করেও কোন ফায়দা নেই। নিজের বিবেকের কাছে তাকে সৎ থাকার শিক্ষা দেন।

তাকে বলেন, এই দেশই পৃথিবীর শ্রেষ্ঠ দেশ না। পৃথিবীতে আরো অনেক বড়ো বড়ো দেশ, জাতি, মানুষ, সভ্যতা আছে। প্রচুর ভ্রমণকাহিনী পড়তে দেন। দশ, বারো বছর বয়স হলেই যেন তার ভিতর সুইজারল্যান্ডের ইন্টারলেকেন কিংবা কাশ্মীরের কোন সকাল দেখার স্পৃহা তৈরি হয়।

বাচ্চাদের অভাব শিখাবেন না। অভাবী মানুষ পৃথিবীকে কিছু দিতে পারে না। এদের জীবন কাটে ধুঁকে ধুঁকে। খরকুটোর মতো বেঁচে থাকা আসলে কোন 'জীবন' না। টাকায় দরিদ্র হওয়া কোন অপরাধ না। অপরাধ হলো, নিজের চিন্তা ভাবনাকে 'গরীব' করে রাখা।

যারা আপনার সন্তানের উচ্চাঙ্ক্ষাকে খাটো করে দেখে, তারা হতাশাগ্রস্ত লোক। এদের কাছ থেকে ৫০০ হাত দূরে থাকুন।

- সংগৃহীত
#জীবন_চক্র

দেশের শিক্ষাব্যবস্থার পরিবর্তন হওয়া খুবই জরুরী। আমি মনে করি প্রথম শ্রেণী থেকে  থেকে পঞ্চম শ্রেণি  পর্যন্ত বাচ্চাদের পরী...
30/06/2025

দেশের শিক্ষাব্যবস্থার পরিবর্তন হওয়া খুবই জরুরী। আমি মনে করি প্রথম শ্রেণী থেকে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাচ্চাদের পরীক্ষার সিলেবাস অল্প পরিমাণে হওয়া উচিত।।।

যাতে বাচ্চারা খুব সহজেই কভার করতে পারে। কারন এই সময়ে বাচ্চারা পড়াশোনা পরিক্ষা এগুলোর গুরুত্ব অনুধাবন করতে পারে না।

পড়াশোনা যেন তাদের চাপ সৃষ্টি না করে বা ব্রেনে আঘাত না ঘটায় সে দিকটা খেয়াল রাখা উচিত।।।

আগে যে বছরে তিনবার পরীক্ষা হতো এটা খুবই ভালো ছিল এতে বাচ্চাদের পড়ার চাপটা কম হতো।

বাট এবছর যে বাচ্চাদের বছরে দুইটা পরীক্ষা নেয়া হচ্ছে এতে করে বাচ্চাদের পড়ার চাপটা বেশি হচ্ছে এবং একসাথে অনেক বড় সিলেবাস কমপ্লিট করে পরীক্ষা দেওয়া লাগতেছে।

সেটা বাচ্চাদের জন্য খুব বেশি কঠিন হয়ে পড়েছে কারণ বাচ্চারা এত বেশি চাপ নিতে পারে না।
আমার বাচ্চা ক্লাস থ্রি তে পড়ে।
গত ২৪ তারিখ থেকে আমার ছেলের হাফ ইয়ারলি এক্সাম শুরু হয়েছে।

যার ফলে আমি খুব কঠিন ভাবে অনুধাবন করেছি যে এটা আমার ছেলের জন্য পরীক্ষা না একটা জুলুম তৈরি হয়েছে।

অতিরিক্ত পড়ার চাপে সে মাথা ব্যথায় কান্না করেছে।
অনেকেই হয়ত বয়স কমিয়ে ক্লাস টু তে ভর্তি হয়েছে তাদের বিষয়টা আলাদা বয়সের তরতম্যের কারণে তাদের কাছে হয়ত পড়ার প্রেশার টা কম মনে হতে পারে।

বিশেষ করে প্রশ্নের প্যাটার্ন এমন হয়েছে যে বাচ্চা এক্সাম হলে শেষ করে আসতে পারছে না।

আমি একজন সতেচন গার্ডিয়ান হিসাবে বর্তমান শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আবশ্যক বলে মনে করি।।

বাচ্চাদের উপর পরিক্ষার যেন কোন চাপ না পড়ে সেভাবে সিলেবাস তৈরি করা উচিত।

বাচ্চাদের সুন্দর ভবিষ্যৎ যেন নষ্ট না হয় অতিরিক্ত পড়ার চাপে তাই শিক্ষা ব্যবস্থার সংশোধন অত্যন্ত জরুরি।।।

স্বামী আসার আগেই ঘরের সমস্ত কাজ শেষ করে বিশ্রাম নেওয়া নারী, ঘরে ফিরে স্ত্রীকে পরিপাটি ও নিশ্চিন্ত দেখে “সারাদিন শুধু শুয়...
20/06/2025

স্বামী আসার আগেই ঘরের সমস্ত কাজ শেষ করে বিশ্রাম নেওয়া নারী, ঘরে ফিরে স্ত্রীকে পরিপাটি ও নিশ্চিন্ত দেখে “সারাদিন শুধু শুয়ে-বসে কাটাও” বলে কপাল কুঁচকানো কিছু অতি বুঝদার স্বামী।

অতএব, কিছু কাজ বাকি রাখুন। স্বামী ফিরলেই শুরু করুন ড্রামা সহকারে, বালিশ নাড়ুন, ঝাড়ু দিন, হাঁপাতে হাঁপাতে বলুন, “এই বুঝলেন! একটু সময়ই পাই না!”

পারলে হালকা একটা ঝাড়িও দিন, “আপনারা তো শুধু অফিস করেন, আর আমাদের ২৪ ঘণ্টাই অফিস!”

জানেন-ই তো, কিছু “লাইভ শো” না দেখলে অনেকেই বিশ্বাস করে না! 🐧

একমাত্র যাদের পিসিওডি বা পিসিওএস আছে শুধুমাত্র তারাই বুঝবে এটা কতটা ভয়াবহ একটি রোগ। ৪-৫ দিন ধরে নিজের লাইফ স্টাইল থেকে ...
18/06/2025

একমাত্র যাদের পিসিওডি বা পিসিওএস আছে শুধুমাত্র তারাই বুঝবে এটা কতটা ভয়াবহ একটি রোগ। ৪-৫ দিন ধরে নিজের লাইফ স্টাইল থেকে কিছুটা দূরে ছিলাম স্বাভাবিক মানুষের মত খাওয়া দাওয়া করেছি তাতেই শারীরিক অবস্থা ক্রমাগত অবনতির দিকে চলে যাচ্ছে।
আজকের সকাল থেকেই খুব খারাপ লাগছিল, শুধু দুটো গমের আটা রুটি খেয়েছিলাম সবজি দিয়ে। দুপুর হতে না হতেই হাত পা কাঁপাকাঁপি শুরু বুক ধরফর করা শুরু কি করবো কিছুই খুঁজে পাচ্ছিলাম না । বুঝতে পারছিলাম না আমার কি প্রেসার লো হয়ে গিয়েছে, নাকি আমার হার্টবিট স্লো হয়ে যাচ্ছে?
ভাত রুটি সবই রেডি করা আছে কিন্তু কোন খাবারই দেখতে পারছিলাম না, দেখলেই বমি আসছিল, মাথা ঘুরছে ,দাঁতে দাঁত লেগে আসছিল। খুব দ্রুত কিছু বিটরুট কুচি ,অল্প কয়টা পাস্তা দিয়ে ম্যাগি স্যুপ বয়েল করে এখন খেতে বসেছি ।জানি না এটাও খেতে পারব কিনা ? কিন্তু আমার খাওয়াটা খুব জরুরী । মনে হচ্ছে আমার নিঃশ্বাস আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে।
এগুলো এক অন্যরকম উপসর্গ যার কোন ব্যাখ্যা থাকে না। যার কোন কারণ থাকে না ।
ঠিকভাবে কাউকে বুঝিয়েও বলা যায় না।
কি পরিমান কষ্ট সহ্য করা লাগে, শরীরের উপর দিয়ে কি পরিমাণ কষ্ট যায় ,হুটহাট হরমোনের উঠানামা করা সবকিছু মিলিয়ে যেন নিজেকে একটা পাগল মনে হয়। আশেপাশের মানুষগুলোর সাথে স্বাভাবিক ব্যবহার করে চলা যায় না।
আল্লাহ শত্রুর শত্রুকেও যাতে এসব রোগে না ফেলে কখনো। আমিন

ঈদের সময়ে উত্তরবঙ্গের ট্রেন জার্নির অবস্থা দেখে উত্তরবঙ্গের মানুষদের কেউ ক্ষ্যাত বলে উঠবেন না,এভাবে ট্রেনের ছাদে উঠে দী...
14/06/2025

ঈদের সময়ে উত্তরবঙ্গের ট্রেন জার্নির অবস্থা দেখে উত্তরবঙ্গের মানুষদের কেউ ক্ষ্যাত বলে উঠবেন না,
এভাবে ট্রেনের ছাদে উঠে দীর্ঘ ৮ থেকে ১০ ঘণ্টার উপর ট্রেন জার্নি করার সাহস সবার থাকে না। উত্তরবঙ্গের মানুষের এক বুক সাহস , যার কারণে তারা এমন এডভেঞ্চারাস জার্নি করে ঈদের সময় বাড়ি ফিরতে পারে। উত্তরবঙ্গের নারী পুরুষ সবাই অনেক সাহসী। 🙂

ঈদ মোবারক 🐄🐄🐄
06/06/2025

ঈদ মোবারক 🐄🐄🐄

05/06/2025

আমরা আবার মাস্ক পরার দিকে ফিরে যাচ্ছি। COVID-Omicron XBB অতীতের থেকে আলাদা কারণ এটি মারাত্মক এবং সনাক্ত করা সহজ নয়, তাই সকলকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে। রাজশাহীতে নতুন ভাবে ৯ জনের করোনা শনাক্ত!

১. নতুন COVID-Omicron XBB এর লক্ষণগুলি হল:

i). কাশি নেই।
ii). জ্বর নেই।
বেশিরভাগ লক্ষণগুলি নিম্নরূপ।

iii). জয়েন্টে ব্যথা।

iv). মাথাব্যথা।
v). গলা ব্যথা।

vi). পিঠে ব্যথা।

vii). নিউমোনিয়া।

viii). ক্ষুধা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে।

২. এছাড়াও, COVID-Omicron XBB ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ৫ গুণ বেশি বিষাক্ত এবং এর মৃত্যুর হারও বেশি।

৩. খুব অল্প সময়ের মধ্যে লক্ষণগুলি অত্যন্ত তীব্র হয়ে উঠবে এবং স্পষ্ট লক্ষণগুলির অনুপস্থিতিতেও পরিবর্তন ঘটবে।

৪. তাই আপনাকে আরও সতর্ক থাকতে হবে।

* এই রূপটি নাসোফ্যারিঞ্জিয়াল অঞ্চলে পাওয়া যায়নি, এবং তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যে এটি সরাসরি ফুসফুসের "জানালা" প্রভাবিত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখাতে শুরু করে।

৫. COVID-OmicronXBB-তে সংক্রামিত অল্প সংখ্যক রোগীকে জ্বর-মুক্ত এবং ব্যথা-মুক্ত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়, তবে এক্স-রেতে হালকা নিউমোনিয়া দেখা যায়। এছাড়াও, নাকের গহ্বরের মধ্য দিয়ে তুলার সোয়াব পরীক্ষা করে COVID-Omicron XBB নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে এবং নাসোফ্যারিঞ্জিয়াল পরীক্ষার সময় মিথ্যা নেতিবাচক পরীক্ষার উদাহরণ বাড়ছে। তাই এই ভাইরাসটি খুবই ধূর্ত। এর ফলে, ভাইরাসটি সম্প্রদায়ের মধ্যে সহজেই ছড়িয়ে পড়ে, সরাসরি মানুষের ফুসফুসকে সংক্রামিত করে, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করে। এটি ব্যাখ্যা করে যে কেন COVID-Omicron XBB এত সংক্রামক এবং মারাত্মক হয়ে উঠেছে। *

৬. যতটা সম্ভব জনাকীর্ণ স্থান এড়িয়ে চলুন, খোলা জায়গায় এমনকি ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন, মাস্কের উপযুক্ত স্তর পরুন এবং লক্ষণ ছাড়া কাশি বা হাঁচি না দিলে ঘন ঘন হাত ধুয়ে নিন।

এই COVID-Omicron XBB "WAVE" প্রথম COVID-19 মহামারীর চেয়েও মারাত্মক।
* অতএব, বিচক্ষণ, বৈচিত্র্যময় এবং নিবিড় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

নিরাপদ থাকার জন্য বাইরে বের হওয়ার সময় মাস্ক পরতে ভুলবেন না।

©

Address

Khulna
9000

Alerts

Be the first to know and let us send you an email when শখের ভ্লগ - Shokher Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শখের ভ্লগ - Shokher Vlog:

Share