06/02/2025
সংবাদ বিজ্ঞপ্তি
“পাকিস্তান থেকে প্রথমবারের মতো আমদানিকৃত চিটাগুড় (Molasses)
নিয়ে বাণিজ্যিক জাহাজ ভিড়েছে মোংলা বন্দরে ”
পানামার পতাকাবাহী জাহাজ MT. DOLPHIN 19 পাঁচ হাজার পাঁচশত মেট্রিকটন চিটাগুড় (Molasses) নিয়ে মোংলা বন্দরের ৮ নং জেটিতে ভিড়েছে। ৭ মিটার ড্রাফটের জাহাজটির দৈর্ঘ্য ১৪৫ মিটার। MT. DOLPHIN 19 গত ২২ জানুয়ারি, ২০২৫ তারিখে পাকিস্তানের করাচী বন্দর থেকে পণ্য বোঝাই করে মোংলা বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং ৬ ফেব্রুয়ারি মোংলা বন্দরে ভিড়েছে। এ বন্দর থেকে ৫৫০০ মেট্রিকটন চিটাগুড় (Molasses) খালাস করে কিছু অংশ মোংলার ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেড এ সংরক্ষন করা হবে। পরবর্তীতে রেলযোগে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে নেওয়া হবে এবং সেখান থেকে দেশের বিভিন্ন ফিড কোম্পানিতে সরবরাহ করা হবে।
উল্লেখ্য ২৮ জুলাই ২০২২ তারিখে এ বন্দরের মাধ্যমে সর্বপ্রথম গার্মেন্টস পণ্য রপ্তানি এবং ১২ ডিসেম্বর ২০২৩ তারিখে প্রথমবারের মতো হিমায়িত ফল আমদানি শুরু হয়।
২০২৪-২০২৫ অর্থ-বছরে প্রথম ৭ মাসে মোংলা বন্দরে ৪৯৬ টি বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন করে। ৬৫ লক্ষ ৬২ হাজার ৩ শত মে.টন পণ্য আমদানি-রপ্তানি করা হয়। এর মধ্যে ২৩ টি কন্টেইনারবাহী জাহাজ থেকে ১২ হাজার ৮৩ টিইইউজ কন্টেইনার লোডিং-আনলোডিং এবং ১২ টি গাড়ির জাহাজ থেকে ৬,৭৫১ ইউনিট রিকন্ডিশন গাড়ি খালাস করা হয়।
২০২৫ সালের শুরুতে মোংলা বন্দরে জাহাজ আগমন বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। উল্লেখ্য ২০২৪ সালের জানুয়ারি মাসে এ বন্দর দিয়ে ৭৬ টি বিদেশি জাহাজ আগমন করেছিল যা ২০২৫ সালের জানুয়ারি মাসে বৃদ্ধি পেয়ে ৮৩ টি জাহাজে উন্নিত হয়েছে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের প্রাণপ্রবাহ এ বন্দরটি লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বর্তমানে খাদ্যশস্য, সিমেন্ট ক্লিংকার, সার, মোটর গাড়ি, মেশিনারিজ, চাল, গম, কয়লা, তেল, পাথর, ভুট্টা, তেলবীজ, এলপিজি গ্যাস আমদানি এবং সাদামাছ, চিংড়ি, পাট ও পাটজাত দ্রব্য, হিমায়িত খাদ্য, কাকড়া, ক্লে টাইলস, রেশমী কাপড় ও জেনারেল কার্গো রপ্তানির মাধ্যমে দেশের চলমান উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে চলেছে।
বক্তব্য প্রদান করেন:
1. Commodore Md. Shafiqul Islam Sarker, Member (Harbour & Marine), MPA.
2. Md. Kamal Hossain, Director (Traffic), MPA.
3. Importer name: P & P TRADING. OWNER NAME: ANWARUL HAQUE
4. Captain name: NGUYEN TRONG PHUNG, Ship Name: MT. DOLPHIN 19
5. Shipping agent name: Starpath Seatrade Ltd. Representive Name Md. Noor Islam (Manager)