প্রাণের খুলনা

প্রাণের খুলনা Khulna is the third-largest city in Bangladesh, after Dhaka and Chittagong.

চুয়াডাঙ্গায় আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে চর্মরোগ স্ক্যাবিস। শিশু থেকে বয়স্ক—সব বয়সের মানুষ আক্রান্ত হচ্ছেন এই সংক্রামক রোগে...
08/10/2025

চুয়াডাঙ্গায় আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে চর্মরোগ স্ক্যাবিস। শিশু থেকে বয়স্ক—সব বয়সের মানুষ আক্রান্ত হচ্ছেন এই সংক্রামক রোগে। সদর হাসপাতালে প্রতিদিন গড়ে ১৫০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। আক্রান্ত একজন থেকে দ্রুত ছড়িয়ে পড়ছে পুরো পরিবারে, ফলে হাসপাতালে রোগীর চাপ বাড়ছে উদ্বেগজনকভাবে। 🏥

চিকিৎসকরা বলছেন, সময়মতো চিকিৎসা না নিলে জটিলতা বাড়তে পারে। আক্রান্ত ব্যক্তির সঙ্গে পরিবারের সবাইকে একসাথে চিকিৎসা নিতে হবে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।

📌 বিস্তারিত জানতে নিচের কমেন্ট সেকশন চেক করুন।

#চুয়াডাঙ্গা #চর্মরোগ #প্রানের_খুলনা

প্রতি শীতেই হাজারো অতিথি পাখির আগমনে মুখর হয়ে ওঠে ঝিনাইদহের শৈলকুপার আশুরহাট গ্রাম। শামুকখোল, পানকৌড়ি, সাদা সারস—সব মিলি...
07/10/2025

প্রতি শীতেই হাজারো অতিথি পাখির আগমনে মুখর হয়ে ওঠে ঝিনাইদহের শৈলকুপার আশুরহাট গ্রাম। শামুকখোল, পানকৌড়ি, সাদা সারস—সব মিলিয়ে রঙিন হয়ে ওঠে পুরো গ্রাম। তবে এখনো অভয়াশ্রম ঘোষিত না হওয়ায় নানা সমস্যায় পাখি আর মানুষ দুজনেই ভুগছে। স্থানীয়রা চান, এলাকা সরকারিভাবে সংরক্ষিত হোক, যেন প্রকৃতি ও পাখি দুটোই টিকে থাকে। 🌿

📌 বিস্তারিত জানতে নিচের কমেন্ট সেকশন চেক করুন।

#ঝিনাইদহ #পাখিরগাঁ

শিক্ষিত বেকার যুবদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে খুলনায় শুরু হয়েছে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৪র্থ ব্যাচ। রোববার...
06/10/2025

শিক্ষিত বেকার যুবদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে খুলনায় শুরু হয়েছে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৪র্থ ব্যাচ। রোববার (৫ অক্টোবর) কুয়েট আইটি পার্কে উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব উল আলম।

এই তিন মাস মেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা অনলাইনভিত্তিক আয়মুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবেন।

📌 বিস্তারিত জানতে নিচের কমেন্ট সেকশন চেক করুন।

05/10/2025

Us bhai us... 😭🔥

#প্রানের_খুলনা

খুলনা, বাগেরহাট সহ দক্ষিণাঞ্চলের ৫ জেলায় জেলার বাস মালিক ৯টি সংগঠন আগামী সোমবার (৬ অক্টোবর) থেকে মহাসড়কে অবৈধ যান চলাচল...
05/10/2025

খুলনা, বাগেরহাট সহ দক্ষিণাঞ্চলের ৫ জেলায় জেলার বাস মালিক ৯টি সংগঠন আগামী সোমবার (৬ অক্টোবর) থেকে মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে। খুলনা-বরিশাল বিভাগের অন্তত ২০টি রুটে বাস চলাচল বন্ধ থাকবে। ধর্মঘটের প্রধান দাবি হলো অবৈধ অনুমোদনহীন বিআরটিসি যান চলাচল বন্ধ, দূরপাল্লা পরিবহনে যথাযথ কাউন্টার ব্যবস্থা ও সরকারের নীতিমালা অনুসরণ।

📌 বিস্তারিত জানতে নিচের কমেন্ট সেকশন চেক করুন।

বাগেরহাটের মোংলায় বিশ্ব নদী দিবস উপলক্ষে পশুর নদীতে অনুষ্ঠিত হলো গণগোসল, হাঁস ধরা ও সাঁতার প্রতিযোগিতা। ‘নদী বাঁচাও, সুন...
29/09/2025

বাগেরহাটের মোংলায় বিশ্ব নদী দিবস উপলক্ষে পশুর নদীতে অনুষ্ঠিত হলো গণগোসল, হাঁস ধরা ও সাঁতার প্রতিযোগিতা। ‘নদী বাঁচাও, সুন্দরবন বাঁচাও’ শ্লোগানে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এ কর্মসূচির মাধ্যমে নদী রক্ষার বার্তা ছড়িয়ে দেয়। আয়োজনে অংশ নেন স্থানীয় মানুষ, সমাজকর্মী ও পরিবেশবাদীরা।

📌 বিস্তারিত জানতে নিচের কমেন্ট সেকশন চেক করুন।

#প্রানেরখুলনা

শারদীয় দুর্গাপূজা ঘিরে খুলনা বিভাগজুড়ে চলছে উৎসবের প্রস্তুতি। এ বছর প্রায় ৫ হাজার মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। শেষ মুহূর্তে...
28/09/2025

শারদীয় দুর্গাপূজা ঘিরে খুলনা বিভাগজুড়ে চলছে উৎসবের প্রস্তুতি। এ বছর প্রায় ৫ হাজার মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। শেষ মুহূর্তের সাজসজ্জা আর আলোকসজ্জায় রঙিন হয়ে উঠেছে মন্দির-মণ্ডপ, ভক্তদের মাঝে ছড়িয়ে পড়েছে আনন্দ-উচ্ছ্বাস। নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও প্রশাসনের বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। এখন শুধু অপেক্ষা মহাষষ্ঠীর দিনের।

📌 বিস্তারিত জানতে নিচের কমেন্ট সেকশন চেক করুন।

#প্রানেরখুলনা #মণ্ডপসাজসজ্জা

স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে খুলনার পাঁচ তরুণ স্বেচ্ছাসেবক নেমেছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্য...
25/09/2025

স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে খুলনার পাঁচ তরুণ স্বেচ্ছাসেবক নেমেছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রায় ১,৩০০ কিলোমিটার দীর্ঘ সাইক্লিং ভ্রমণে। পথে ১৬টি জেলা অতিক্রম করে তারা পৌঁছে দেবেন স্বাস্থ্য সচেতনতা, তামাক নিয়ন্ত্রণ, কার্বনমুক্ত পরিবহন ব্যবহার ও পরিবেশ রক্ষার বার্তা।

📌 বিস্তারিত জানতে নিচের কমেন্ট সেকশন চেক করুন।

#প্রানেরখুলনা #সাইক্লিংযাত্রা #পরিবেশবান্ধব

আগামী ১২ অক্টোবর থেকে খুলনা বিভাগে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫। সরকারের ইপিআই কর্মসূচির আওতায় প্রায় ৪২ লা...
24/09/2025

আগামী ১২ অক্টোবর থেকে খুলনা বিভাগে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫। সরকারের ইপিআই কর্মসূচির আওতায় প্রায় ৪২ লাখ ৫৯ হাজার শিশুকে বিনামূল্যে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

দুই ধাপে এই ক্যাম্পেইন চলবে—প্রথম ধাপ ১২ থেকে ২০ অক্টোবর এবং দ্বিতীয় ধাপ ১ থেকে ১৩ নভেম্বর। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু এই টিকার আওতায় আসবে।

📌 বিস্তারিত জানতে নিচের কমেন্ট সেকশন চেক করুন।

#টাইফয়েডটিকা #খুলনা #প্রানেরখুলনা

চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসে বৈদ্যুতিক গোলযোগের কারণে সার্ভার বন্ধ হয়ে গেছে, যার ফলে দুই দিন ধরে আবেদন ও ডেলিভারি ক...
23/09/2025

চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসে বৈদ্যুতিক গোলযোগের কারণে সার্ভার বন্ধ হয়ে গেছে, যার ফলে দুই দিন ধরে আবেদন ও ডেলিভারি কার্যক্রম প্রায় স্থবির। জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শতাধিক সেবাপ্রার্থী ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে।

সোমবার আংশিক মেরামতের পর সীমিত ডেলিভারি শুরু হলেও পূর্ণাঙ্গ কার্যক্রম এখনো স্বাভাবিক হয়নি। অফিসের সহকারী পরিচালক জানান, ঢাকার টেকনিশিয়ানরা এসে সার্ভারের যন্ত্রাংশ মেরামত করছেন।

📌 বিস্তারিত জানতে নিচের কমেন্ট সেকশন চেক করুন।

#চুয়াডাঙ্গা #পাসপোর্টঅফিস

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সাতক্ষীরার কলারোয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে উত্তর মুরারীকাটি পালপাড়ার মণ্ডপ। এ বছর এখানে...
22/09/2025

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সাতক্ষীরার কলারোয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে উত্তর মুরারীকাটি পালপাড়ার মণ্ডপ। এ বছর এখানে নির্মিত হয়েছে দেশের ঐতিহ্যবাহী সোনালি আঁশ পাট দিয়ে তৈরি দুর্গা প্রতিমা।

কারিগরদের দুই মাসের শ্রমে প্রতিমায় বসানো হয়েছে প্রাকৃতিক আঁশ, যা প্রতিমায় যুক্ত করেছে সোনালি আভা ও এক ভিন্ন মাত্রা। দর্শনার্থীরা বলছেন, “এমন দৃষ্টিনন্দন প্রতিমা না দেখলে বিশ্বাসই করা যেত না।”

📌 বিস্তারিত জানতে নিচের কমেন্ট সেকশন চেক করুন।

#প্রানের_খুলনা #কলারোয়া #শারদীয়_দুর্গোৎসব #সোনালি_আঁশ #বাংলাদেশ

খুলনা মহানগরীর ব্যস্ত সড়কগুলোতে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত অভিযান চালিয়েছে খুলনা মেট্রোপলিটন...
21/09/2025

খুলনা মহানগরীর ব্যস্ত সড়কগুলোতে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত অভিযান চালিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে শিববাড়ি মোড় থেকে হেলাতলা মোড় পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

📌 এসময় ফুটপাতে স্থাপিত দোকান, সাইনবোর্ড ও অস্থায়ী স্টল অপসারণ করা হয়। দীর্ঘদিনের দখলের কারণে পথচারীদের সড়কে নামতে বাধ্য হতে হচ্ছিল, বাড়ছিল যানজট ও দুর্ঘটনার ঝুঁকি।

📌 বিস্তারিত জানতে নিচের কমেন্ট সেকশন চেক করুন।

#প্রানের_খুলনা #খুলনা #ফুটপাত #দখলমুক্ত

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when প্রাণের খুলনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share