প্রাণের খুলনা

  • Home
  • প্রাণের খুলনা

প্রাণের খুলনা Khulna is the third-largest city in Bangladesh, after Dhaka and Chittagong.

আজ সোমবার থেকে সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী তিন দিনের রাস উৎসব। পূর্ণিমার ...
03/11/2025

আজ সোমবার থেকে সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী তিন দিনের রাস উৎসব। পূর্ণিমার তিথিতে পুণ্যস্নান ও পূজার মধ্য দিয়ে উদ্‌যাপন হবে এই উৎসব। তবে বন বিভাগের কঠোর বিধিনিষেধের কারণে এবারও মেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে না।
শুধু সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরাই নির্ধারিত পাঁচটি রুট দিয়ে প্রবেশ করতে পারবেন, পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ মোতায়েন করেছে টহল দল।

📌 বিস্তারিত জানতে নিচের কমেন্ট সেকশন চেক করুন।

#প্রানেরখুলনা

দীর্ঘ ১৪ বছর পর খুলনায় চালু হতে যাচ্ছে আধুনিক জেলা কারাগার।আগামী শনিবার (১ অক্টোবর) সাজাপ্রাপ্ত ১০০ বন্দিকে নিয়ে সীমিত প...
30/10/2025

দীর্ঘ ১৪ বছর পর খুলনায় চালু হতে যাচ্ছে আধুনিক জেলা কারাগার।
আগামী শনিবার (১ অক্টোবর) সাজাপ্রাপ্ত ১০০ বন্দিকে নিয়ে সীমিত পরিসরে শুরু হবে কার্যক্রম।
রূপসা বাইপাস সড়কের পাশে ৩০ একর জমিতে ২৮৮ কোটি টাকায় নির্মিত এই কারাগারটি সাজানো হয়েছে আধুনিক সব সুযোগ-সুবিধায় — থাকবে হাসপাতাল, স্কুল, ডে-কেয়ার সেন্টার, লাইব্রেরি ও নিরাপত্তাবেষ্টিত ব্যারাক।
পূর্ণ সক্ষমতায় এখানে ৪ হাজার বন্দি রাখার ব্যবস্থা থাকবে।
১৪ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে খুলনা এখন দেখবে একটি আধুনিক, মানবিক ও নিরাপদ কারাগার ব্যবস্থার সূচনা। 🔒

📌 বিস্তারিত জানতে নিচের কমেন্ট সেকশন চেক করুন।

#প্রানেরখুলনা

বাগেরহাটের সদর উপজেলার বাসাবাটি এলাকায় নারকেলের ছোবড়া, কাঠ, কাপড় আর সুতা দিয়ে তৈরি হচ্ছে অসাধারণ সব অর্গানিক পণ্য — পাখি...
28/10/2025

বাগেরহাটের সদর উপজেলার বাসাবাটি এলাকায় নারকেলের ছোবড়া, কাঠ, কাপড় আর সুতা দিয়ে তৈরি হচ্ছে অসাধারণ সব অর্গানিক পণ্য — পাখির বাসা, বিড়ালের খেলনা, দোলনা, জুতা, ব্যাগসহ আরও অনেক কিছু।
রোজী আহমেদের এই উদ্যোগে কর্মসংস্থান পেয়েছেন ৮০ জন নারী, যারা এখন নিজেদের আয়ে সংসার চালাচ্ছেন ও স্বপ্ন দেখছেন আরও বড় কিছুর।
তাদের তৈরি পণ্য এখন যাচ্ছে জার্মানি, জাপান ও বেলজিয়ামসহ বিদেশি বাজারে, যা বৈদেশিক মুদ্রা আয়ের নতুন দিগন্ত খুলেছে।
করোনার সময় ফেসবুকে ছোট উদ্যোগ থেকে শুরু করে এখন রোজী আহমেদ হয়েছেন নারীদের অনুপ্রেরণার প্রতীক। 💪

📌 বিস্তারিত জানতে নিচের কমেন্ট সেকশন চেক করুন।

#প্রানেরখুলনা

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের টেকসই উন্নয়নে নতুন উদ্যোগ! সার্ভে টিমের পর্যবেক্ষণে দেখা গেছে—জোবা মাটি, পানির সমান রাস্তা আর ও...
27/10/2025

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের টেকসই উন্নয়নে নতুন উদ্যোগ! সার্ভে টিমের পর্যবেক্ষণে দেখা গেছে—জোবা মাটি, পানির সমান রাস্তা আর ওভারলোডিংয়ের কারণে পিচের রাস্তা টেকে না। তাই এবার আসছে কংক্রিটের ঢালাই রাস্তা, যার স্থায়িত্বকাল হবে ২০ বছর পর্যন্ত।

খুলনা সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, ২৭ কোটি টাকার কাজ চলছে, এবং আরও ১০০ কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষায়।

📌 বিস্তারিত জানতে নিচের কমেন্ট সেকশন চেক করুন।

#প্রানের_খুলনা #খুলনা #সাতক্ষীরা #খুলনা_সাতক্ষীরা_মহাসড়ক #নতুন_রাস্তা #ঢালাই_রাস্তা ্নয়ন

খুলনার ময়লাপোতা, নতুন বাজার, বড় বাজার ও খালিশপুরসহ বিভিন্ন স্থানে মাছের আঁশের নতুন পেশা গড়ে উঠেছে। এক সময় ডাস্টবিনে ফেলে...
21/10/2025

খুলনার ময়লাপোতা, নতুন বাজার, বড় বাজার ও খালিশপুরসহ বিভিন্ন স্থানে মাছের আঁশের নতুন পেশা গড়ে উঠেছে। এক সময় ডাস্টবিনে ফেলে যাওয়া আঁশ এখন বিদেশে রপ্তানি হচ্ছে। ৫৩৩,৩৪০ কেজি মাছের আঁশ রপ্তানির মাধ্যমে বছরে আয় হয়েছে ৩ কোটি ৪১ লাখ ৫২০ টাকা।

এ পেশার সঙ্গে যুক্ত অর্ধশতাধিক মানুষ স্বাবলম্বী হয়েছেন। খোলা আকাশের নিচে রোদে শুকিয়ে সংরক্ষণ করে চট্টগ্রামের ব্যবসায়ীরা এগুলো কিনে নেন। মাছের আঁশের প্রোটিন, মিনারেল ও জৈব উপাদান চিকিৎসা, প্রসাধনী ও খাদ্যশিল্পে ব্যবহৃত হচ্ছে।

📌 বিস্তারিত জানতে নিচের কমেন্ট সেকশন চেক করুন।

#প্রানের_খুলনা #খুলনা #মাছের_আঁশ #রপ্তানি #নতুন_পেশা #স্বাবলম্বী_মানুষ #খুলনা_সংবাদ

খুলনাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় চলছে তীব্র লোডশেডিং। দিনে তিন-চারবার, কোথাও আবার দুই ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না।...
16/10/2025

খুলনাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় চলছে তীব্র লোডশেডিং। দিনে তিন-চারবার, কোথাও আবার দুই ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। এতে সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট কারখানা—সবাই বিপাকে। জ্বালানি সংকট ও বিদ্যুৎকেন্দ্রের যান্ত্রিক ত্রুটিকে দায়ী করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

📌 বিস্তারিত জানতে নিচের কমেন্ট সেকশন চেক করুন।

#প্রানের_খুলনা #লোডশেডিং #বিদ্যুৎ_বিভ্রাট #দক্ষিণাঞ্চল #খুলনা #বাংলাদেশ #গরম

অনলাইনে ট্রেন টিকিট বিক্রিতে অনিয়ম ও সিন্ডিকেটের অভিযোগ খতিয়ে দেখতে মাঠে নেমেছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। 🎟...
15/10/2025

অনলাইনে ট্রেন টিকিট বিক্রিতে অনিয়ম ও সিন্ডিকেটের অভিযোগ খতিয়ে দেখতে মাঠে নেমেছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। 🎟️
মঙ্গলবার সকালে হঠাৎ সিলেট রেলওয়ে স্টেশনে গিয়ে তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন ও অনিয়মের খোঁজ নেন।

ডিসি বলেন, “অনলাইনে টিকিট আসামাত্র শেষ হয়ে যাচ্ছে, অথচ যাত্রীরা পাচ্ছেন না—এটা মেনে নেওয়া যায় না।”
তিনি আরও জানান, সিন্ডিকেট ও রেলওয়ে কর্মচারীদের সম্পৃক্ততা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

📌 বিস্তারিত জানতে নিচের কমেন্ট সেকশন চেক করুন।

#গৌরবময়_সিলেট

খুলনা, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর ও নড়াইল জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিশে...
14/10/2025

খুলনা, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর ও নড়াইল জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিশেষ অভিযানে ১৫টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা না থাকা ও অবৈধ খাদ্য উৎপাদনের দায়ে এ জরিমানা করা হয়। কর্মকর্তারা ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, নিয়ম না মানলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

📌 বিস্তারিত জানতে নিচের কমেন্ট সেকশন চেক করুন।

#প্রানের_খুলনা #ভোক্তা_অধিকার #খুলনার_খবর

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে খুলনার নদ–নদীতে চলছে অবৈধ ইলিশ শিকার। তবে কঠোর অবস্থানে রয়েছে...
13/10/2025

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে খুলনার নদ–নদীতে চলছে অবৈধ ইলিশ শিকার। তবে কঠোর অবস্থানে রয়েছে মৎস্য অধিদফতর ও আইনশৃঙ্খলা বাহিনী।
মাত্র এক সপ্তাহে ৫ লাখ মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি ইলিশ জব্দ করেছে খুলনা জেলা মৎস্য অধিদফতর, যার বাজারমূল্য প্রায় ৭৬ লাখ টাকা!

অভিযানে সহায়তা করছে নৌবাহিনী, পাশাপাশি চলছে সচেতনতামূলক লিফলেট বিতরণও।

📌 বিস্তারিত জানতে নিচের কমেন্ট সেকশন চেক করুন।

#প্রানের_খুলনা

ঝিনাইদহের মহেশপুরের তরুণ কৃষি উদ্যোক্তা মাহমুদ হাসান স্টালিন দেখিয়ে দিলেন, পাহাড়ে নয়—সমতলেও সফলভাবে চাষ করা যায় বিদেশি ফ...
09/10/2025

ঝিনাইদহের মহেশপুরের তরুণ কৃষি উদ্যোক্তা মাহমুদ হাসান স্টালিন দেখিয়ে দিলেন, পাহাড়ে নয়—সমতলেও সফলভাবে চাষ করা যায় বিদেশি ফল আনারকলি (প্যাশন ফ্রুট)। মাত্র দুই শতক জমিতে চাষ করে তিনি বিক্রি করেছেন ১ লাখ ৩০ হাজার টাকার ফল, যা স্থানীয় কৃষকদেরও অনুপ্রাণিত করছে। 🍈

জৈব পদ্ধতিতে চাষ হওয়ায় এই ফলের উৎপাদন খরচ কম, চাহিদা বেশি এবং এতে নেই কোনো স্বাস্থ্যঝুঁকি। এখন স্টালিন আরও আড়াই বিঘা জমিতে চাষ বাড়াচ্ছেন।

📌 বিস্তারিত জানতে নিচের কমেন্ট সেকশন চেক করুন।

#ঝিনাইদহ #আনারকলি #প্রানের_খুলনা

চুয়াডাঙ্গায় আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে চর্মরোগ স্ক্যাবিস। শিশু থেকে বয়স্ক—সব বয়সের মানুষ আক্রান্ত হচ্ছেন এই সংক্রামক রোগে...
08/10/2025

চুয়াডাঙ্গায় আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে চর্মরোগ স্ক্যাবিস। শিশু থেকে বয়স্ক—সব বয়সের মানুষ আক্রান্ত হচ্ছেন এই সংক্রামক রোগে। সদর হাসপাতালে প্রতিদিন গড়ে ১৫০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। আক্রান্ত একজন থেকে দ্রুত ছড়িয়ে পড়ছে পুরো পরিবারে, ফলে হাসপাতালে রোগীর চাপ বাড়ছে উদ্বেগজনকভাবে। 🏥

চিকিৎসকরা বলছেন, সময়মতো চিকিৎসা না নিলে জটিলতা বাড়তে পারে। আক্রান্ত ব্যক্তির সঙ্গে পরিবারের সবাইকে একসাথে চিকিৎসা নিতে হবে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।

📌 বিস্তারিত জানতে নিচের কমেন্ট সেকশন চেক করুন।

#চুয়াডাঙ্গা #চর্মরোগ #প্রানের_খুলনা

প্রতি শীতেই হাজারো অতিথি পাখির আগমনে মুখর হয়ে ওঠে ঝিনাইদহের শৈলকুপার আশুরহাট গ্রাম। শামুকখোল, পানকৌড়ি, সাদা সারস—সব মিলি...
07/10/2025

প্রতি শীতেই হাজারো অতিথি পাখির আগমনে মুখর হয়ে ওঠে ঝিনাইদহের শৈলকুপার আশুরহাট গ্রাম। শামুকখোল, পানকৌড়ি, সাদা সারস—সব মিলিয়ে রঙিন হয়ে ওঠে পুরো গ্রাম। তবে এখনো অভয়াশ্রম ঘোষিত না হওয়ায় নানা সমস্যায় পাখি আর মানুষ দুজনেই ভুগছে। স্থানীয়রা চান, এলাকা সরকারিভাবে সংরক্ষিত হোক, যেন প্রকৃতি ও পাখি দুটোই টিকে থাকে। 🌿

📌 বিস্তারিত জানতে নিচের কমেন্ট সেকশন চেক করুন।

#ঝিনাইদহ #পাখিরগাঁ

Address


Alerts

Be the first to know and let us send you an email when প্রাণের খুলনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share