Md. Ibne Jubayer

Md. Ibne Jubayer Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md. Ibne Jubayer, Digital creator, khulna, Khulna.

রোজ সকালে মোরগের ডাকে সবার ঘুম ভাঙ্গতো। তো, একদিন তার মালিক খুব বিরক্ত হয়ে তাকে হুমকি দিল যে, "আরেকদিন যদি সকালে ডেকে ঘু...
19/05/2025

রোজ সকালে মোরগের ডাকে সবার ঘুম ভাঙ্গতো। তো, একদিন তার মালিক খুব বিরক্ত হয়ে তাকে হুমকি দিল যে, "আরেকদিন যদি সকালে ডেকে ঘুম ভাঙ্গাস তাহলে তোর সমস্ত পালক আমি তুলে ফেলবো ।"

ভয় পেয়ে গেল মোরগ! মনে মনে যুক্তি দাঁড় করালো প্রয়োজনে অনেক কিছুই করতে হয়। মোরগ মনে মনে বললো,,,, আমার উচিত সকাল বেলা ডাকাডাকি বন্ধ করে নীতির সঙ্গে আপোষ করে নিজেকে বাঁচানো।

কাজেই মোরগ সকালে ডাকাডাকি বন্ধ করে দিল।

এক সপ্তাহ পর আবার তার মালিক ফিরে এসে তাকে হুমকি দিল, "তুই যদি মুরগির মতো গরগর শব্দ না করিস তাহলে গায়ের একটা পালকও থাকবে না "। মোরগ নীতির সাথে আপোষ করল আবারও মোরগ হয়ে মুরগির মতো গরগর করতে লাগলো।

এক মাস চলে গেল, মালিক আবার আসলো। এবার দিল ভয়াবহ হুমকি। এখনই যদি তুই ডিম না পারিস তাহলে আমি আগামীকালই তোকে জবাই করব! বেচারা মোরগ কোন উপায় না পেয়ে কাঁদতে শুরু করল। চোখের জলে ভিজিয়ে দিল পুরো দেহ। কাঁদতে কাঁদতে বলতে লাগল, ইশ! প্রথমবারই যদি আপোষ না করতাম।

নীতির সাথে একটু আপোষ করলে এরকম একটার পর একটা আপোষ করে যেতে হয়।

পরিস্থিতি যাই হোক না কেন কখনোই মন্দ নীতির সঙ্গে আপোষ করা যাবে না। প্রথমবার আপনি স্বেচ্ছায় আপোষ করবেন কিন্তু নিশ্চিত থাকুন এর পরেরবার থেকে আপনি আপোষ করবেন কারণ আপনাকে আপোষ করতে বাধ্য করা হবে।

বলা হয়ে থাকে," যদি আপনি আপোষের পথের পথিক হন তাহলে নীতিতে অবিচল মানুষদের কখনো অপবাদ দিবেন না, বলবেন না যে এরা উগ্র"। তারচেয়ে বরং নিজের দিকে নজর দিন। দেখুন কি এক গভীর চোরাবালিতে ডুবে গেছেন আপনি।

দুনিয়ার সমস্ত মানুষ যদি একটি হারাম কাজ করে তারপরও ওইটা হারামই থেকে যাবে।

অন্য সবাই করছে আমিও একটু করি এরকম ভাববেন না। আপনার কাজের জবাবদিহিতা আপনাকে দিতেই হবে। নিজের খেয়াল খুশি মতো কোন পথে নয় বরং সেই পথে অবিচল থাকুন যে পথে আল্লাহ আপনাকে অবিচল থাকার আদেশ দিয়েছেন।

একটা প্রবাদ আছে , " সিংহ ক্ষুধার্ত হলেও ঘাস খায় না। "

আপনার পেটে খাবার নেই, এ কারণে নীতির সাথে আপোষ করবেন না কখনোই।

হালাল-হারামের যে অনুভূতি আপনার মনে আছে, খুব সাবধান! খুব সাবধানে তা জিইয়ে রাখুন।

© copy post

ধনী হতে গেলে কি মানতে হবে।শোনো, ভাইয়েরা! ধনীরা লুকিয়ে রেখেছে গোপন রহস্য—কিন্তু আমি তা ফাঁস করে দেবো।ধনীরা কপালে ভর করে ধ...
19/05/2025

ধনী হতে গেলে কি মানতে হবে।

শোনো, ভাইয়েরা! ধনীরা লুকিয়ে রেখেছে গোপন রহস্য—কিন্তু আমি তা ফাঁস করে দেবো।

ধনীরা কপালে ভর করে ধনী হয়নি। তারা হঠাৎ করে টাকার ওপর পড়ে যায়নি। তারা এমন একটা খেলা খেলেছে, যা তোমাকে কেউ শেখায়নি। আর তারা তোমাকে সেটা শেখাতেও চায় না—কারণ তুমি একবার নিয়ম শিখে ফেললে, তখনই তুমি হয়ে উঠবে হুমকি।

কিন্তু আমার এই প্রোফাইলটা আমি বানাইনি কোনও দুর্বল লোকের জন্য। এটা শুধুই তাদের জন্য, যারা ভাঙতে চায় শিকল, যারা নিজের জীবন পাল্টাতে চায়। তাই শুনো, শুধু নিজের জন্য নয়—তোমার বন্ধুবান্ধব, ভাইবোনদের জন্যও। এই ৭টা গোপনীয় সত্য যদি তুমি মনপ্রাণ দিয়ে কাজে লাগাও, তাহলে ১২ মাসের মধ্যেই তুমি হয়ে উঠতে পারো একজন মিলিয়নিয়ার। কারণ এটা শুধু স্বপ্ন নয়—এটা তোমার বাঁচার পথ।

1️⃣ ধনীরা কখনো সময়ের বিনিময়ে টাকা নেয় না, তারা “মূল্য” দিয়ে সম্পদ গড়ে। তুমি যখন সকাল-সন্ধ্যা চাকরি করো, তখন তারা এমন সিস্টেম বানায় যা ২৪/৭ কাজ করে—ইনভেস্টমেন্ট, ডিজিটাল অ্যাসেট, বিজনেস। সময় সীমিত, কিন্তু সিস্টেম সীমাহীন। পার্থক্যটা বুঝো।

2️⃣ ঋণ খারাপ নয়—মূর্খতা খারাপ।

ধনীরা “ভালো ঋণ” দিয়ে সাম্রাজ্য বানায়: প্রপার্টি, যন্ত্রপাতি, বিজনেস ক্যাপিটাল। আর তুমি “খারাপ ঋণ” নিয়ে দেখাও: আইফোন, নাইটক্লাব, গাড়ি। ঋণ যদি টাকা না আনে, সেটা দাসত্ব।

3️⃣ ৯-৫ খেতে দেবে—কিন্তু মালিকানা তোমায় মুক্তি দেবে।

তারা চাকরির আয় দিয়ে বিজনেস শুরু করে। তুমি সেই আয় দিয়ে শো-অফ করো। একদিকে গড়ে উঠে সাম্রাজ্য, আরেকদিকে জমে দায়। নিজের কিছু তৈরি করো—যেটুকু থাকে, সেখান থেকেই শুরু করো।

4️⃣ তোমার নেটওয়ার্কই তোমার সম্পদ।

তারা কখনো হতাশ, নেগেটিভ মানুষের সঙ্গে সময় কাটায় না। প্রতিটি বন্ধু দেয় কিছু না কিছু: জ্ঞান, যোগাযোগ, মূলধন। যদি তোমার আশেপাশের লোকেরা তোমায় টানছে না, তারা তোমার শক্তি খাচ্ছে। কেটে ফেলো।

5️⃣ নীরবতা ধনীদের কৌশল।

তারা ঢাকঢোল বাজায় না। তারা ছায়ার মতো চলে, বজ্রের মতো আঘাত হানে। তুমি যখন সোশাল মিডিয়ায় ফেক লাইফ দেখাও, তারা তখন জমি, শেয়ার, ব্যবসা কিনে নিচ্ছে। চুপচাপ কাজ করো, ঝড় তুলে দাও।

6️⃣ ধনীরা প্রতিদিন আর্থিক শিক্ষায় বিনিয়োগ করে।

তারা বই পড়ে, কোর্স করে, মাস্টারমাইন্ডে যায়। আর তুমি? নাটক, ফুটবল, পর্ন দেখো। আজকের দিনে জ্ঞানই নতুন টাকা। শিখো, নইলে গরিব থাকো।

7️⃣ তারা বিক্রি করে। শেষ কথা।

প্রতিটা মিলিয়নিয়ারই বিক্রেতা। কেউ পণ্য বিক্রি করে, কেউ ব্র্যান্ড, কেউ সার্ভিস, কেউ স্কিল। যদি তুমি বিক্রি করতে না পারো, তাহলে কে তোমায় কিনবে

02/05/2025

ব্যক্তিত্ব হোক আকর্ষণীয়!

১. ব্যক্তিত্বকে শক্তিশালী করতে প্রথমেই যে জিনিসটা আপনার মধ্যে প্রয়োজন তা হলো মানুষের কথা মনোযোগ সহকারে শোনার ক্ষমতা। সামনের মানুষটার থেকে প্রতি মুহূর্তে যে কত কিছু শেখার আছে, আপনি কখনোই বুঝবেন যদি না তার কথা মনোযোগ দিয়ে শোনেন!

২. প্রতিদিন অন্তত ১ জন নতুন মানুষের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করুন। মানুষ কত বৈচিত্র্যময় আপনার এখনো কোনো ধারনাই নাই এবং সম্ভবত শেষ বয়স পর্যন্ত আমাদের সে বিষয়ে আসলেই কোনো ধারণা হওয়া সম্ভবও না!

৩. আপনার চালচলনের ও ব্যবহারের ওপর গুরুত্ব দিন। মোট কমিউনিকেশনের ৯৩% হয়ে থাকে আচার-আচরণের মাধ্যমে। তাই আপনি কীভাবে হাঁটছেন, কিভাবে হাত নাড়ছেন -এগুলো আপনার ব্যক্তিত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

৪. অনেক সময় দেখবেন, অনেকে মতামতের সাথে আমরা শতভাগ একমত নই, কিন্তু তার বাচনভঙ্গি এতই চমৎকার যে কথাগুলো শুনতে ভালো লাগছে। তাই ব্যক্তিত্বের জন্য বাচনভঙ্গি খুব গুরুত্বপূর্ণ।

৫. প্রতিদিন অবশ্যই নিজের জন্য কিছু সময় রাখুন। আপনি যা পছন্দ করেন, সেই কাজটুকু নিজের জন্য রাখা সময়টিতে করুন। এর ফলাফল আপনি নিজেই দেখতে পাবেন।

৬. সপ্তাহে অন্তত ১ টি নতুন বই পড়ার অভ্যাস করুন। সম্পূর্ণ দুনিয়া আপনি কখনোই দেখতে বা বুঝতে পারবেন না, বই আপনার সেই সীমাবদ্ধতাকে অনেকখানিই দূর করবে।

৭. প্রতিদিন কিছু কাজ করুন-

- ৮ ঘন্টা ঘুমান

- পরিমিত (অতিরিক্ত নয়) খাদ্য গ্রহণ করুন

- মেডিটেশন করুন

- পরিবারের সাথে কিছু সময় কাটান

- রাতে ঘুমাতে যাওয়ার সময় অবশ্যই সারাদিনে আপনার প্রাপ্তিগুলোকে একবার মনে করুন

- একজনকে প্রতিদিন সাহায্য করুন

৮. চমৎকার ব্যক্তিত্বের প্রায় সবার মাঝে একটি গুণ খুব সাধারণ। তাদের প্রত্যেকেরই জীবনের একটি লক্ষ্য ছিল বা আছে। তাই নিজের জীবনের একটি বা একাধিক লক্ষ্য ঠিক করে, সেই লক্ষ্য মতে পরিশ্রম করুন।

৯. সবকিছুর কিছু ইতিবাচক দিক থাকে, সেই পজিটিভ দিকগুলো নিজের মাঝে ধারণ করুন।

১০. সবাইকে সম্মান করুন।

ব্যক্তিত্ব তখনই শক্তিশালী বলা যায়, যখন সমাজের প্রভাবে ব্যক্তিত্ব প্রভাবিত হয় না , বরং ব্যক্তিত্বের প্রভাবে সমাজ ব্যবস্থা পরিবর্তন হয়!

সূত্র-

LifeSpring

29/04/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

29/04/2025

Address

Khulna
Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Md. Ibne Jubayer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Ibne Jubayer:

Share