15/08/2025
অথচ আমরা দুনিয়ার পিছে ব্যস্ত পরিবার পরিজনকে সুখে রাখার জন্য কত কি করে যাচ্ছি! পরিশেষে কি পাচ্ছি?
কোটি টাকার মালিক হয়েও আজ লোকটি অসুস্থ মুমূর্ষু অবস্থায় উপনিত হয়েছে। তারপরও টাকা আজ তাকে বাঁচাতে পারছেনা।😥
তাই সময় থাকতে ভালো কিছু করুন জীবনকে উপভোগ করুন শুধুমাত্র টাকার পেছনে ছুটে কোনো লাভ নাই।
'লোকটি একটা কোম্পানির মালিক এবং শারিরীক ভাবে অসুস্থ। তিনি এই মুমূর্ষু অবস্থায়ও অফিসে যাওয়া আসা করেন।যার ফলে তিনি তার কোম্পানির কার্যকলাপ চলমান রাখার জন্য টিপ স্বাক্ষরের মাধ্যমে অন্যকাউকে হস্তান্তর করেন।'
(আসল ভিডিও কমেন্টে)
RIX Factor