23/03/2024
ব্রেইনটা কি নষ্ট করে ফেললাম?
একটা সময় ছিলো,যখন আরো নিচের ক্লাসে পড়তাম। লেখাপড়ায় অনেক ভালো ছিলাম।কোনো কিছু অল্প পড়েই অনেকদিন মনে থাকতো।আর আমার অল্প পড়লেই পড়া হয়ে যেত।
এখন পড়ালেখার আগ্রহ হারিয়ে ফেলতেছি।কেন জানি মনে হচ্ছে নিজের ওই ব্রেইনটাকে ধরে রাখতে পারিনি।
এখন ধৈর্য্য নিয়ে পড়তে পারিনা।যদিও পড়ি খুব অল্প সময়ে ভূলে যাই।
সারাদিন মেজাজটা খিটখিটে থাকে।সব কিছুতে তাড়াহুড়ো করি।শান্তভাবে মনোযোগ দিতে পারিনা।
এগুলো কি ন্যাচারাল? সবার সাথে ঘটে?নাকি শুধু আমার সাথেই হয়?