Attitude Queen Keya

Attitude Queen Keya সপ্ন আকাশ ছোয়া 💭 গন্তব্য বহুদূর👣 . 👉আগামী দিনের নেতৃী🤘 👉sheikh🫰

23/03/2024

ব্রেইনটা কি নষ্ট করে ফেললাম?
একটা সময় ছিলো,যখন আরো নিচের ক্লাসে পড়তাম। লেখাপড়ায় অনেক ভালো ছিলাম।কোনো কিছু অল্প পড়েই অনেকদিন মনে থাকতো।আর আমার অল্প পড়লেই পড়া হয়ে যেত।
এখন‌ পড়ালেখার আগ্রহ হারিয়ে ফেলতেছি।কেন‌ জানি মনে হচ্ছে নিজের ওই ব্রেইনটাকে ধরে রাখতে পারিনি।
এখন ধৈর্য্য নিয়ে পড়তে পারিনা।যদিও পড়ি খুব অল্প সময়ে ভূলে যাই।
সারাদিন মেজাজটা খিটখিটে থাকে।সব কিছুতে তাড়াহুড়ো করি।শান্তভাবে মনোযোগ দিতে পারিনা।
এগুলো কি ন্যাচারাল? সবার সাথে ঘটে?নাকি শুধু আমার সাথেই হয়?

20/03/2024

প্রতিশোধ নেওয়ার মতো ছোট-লোক যেমন আমি নই! তেমনি মাফ করে দেওয়ার মতো বড় মন ও আমার নেই! আমি সব টুকুর নালিশ শুধু একজনের কাছেই জানাই! যার কাছে সবকিছুর হিসেব থাকে! যে সবকিছু জানে, তার বিচারে কেউ ছাড় পায় না!🖤

20/03/2024

--ভুলে যাবেন না আপনার একজন রব আছেন,তিনি আপনার নিরব কান্নার সঙ্গী☺️
--আলহামদুলিল্লাহ✨🌸

18/03/2024

আমার তো এটা পাওয়া সম্ভব না - ভেবে দোয়া থেকে বিরত থাকা উচিত না; কারণ, প্রার্থনা তো তাঁর কাছে,
যার পক্ষে অসম্ভব কিছুই না!

বিশ্বাস করেন, শুধু এক ফোঁটা ইখলাসের ছোঁয়ায় রব এমনভাবে দেন, এমনভাবে দেন যে - যবান নীরব হয়ে যায় আর চোখ শুধু অশ্রু ঝরায়।❤️‍🩹🌸

বেঁচে থাকা নয় রে সোজা আবেগ স্রোতে ভেসে,আজ বেঁচে থেকেও কত্তো মানুষ লাশ হয়ে যায় শেষে!--- সুদীপ তন্তুবায় নীল ✍
17/03/2024

বেঁচে থাকা নয় রে সোজা
আবেগ স্রোতে ভেসে,
আজ বেঁচে থেকেও কত্তো মানুষ
লাশ হয়ে যায় শেষে!

--- সুদীপ তন্তুবায় নীল ✍

17/03/2024
17/03/2024

কিছু মানুষের সাথে আমাদের রক্তের কোন সম্পর্ক নেই। আত্মার সম্পর্ক গড়ে উঠে।ভালো লাগা,ভালোবাসা,মায়া
জন্ম নেয়।তখন আমরা ভাবি,মানুষগুলোর সাথে আমাদের আজীবন সম্পর্ক থাকুক।ভাগ্যের কি নির্মম পরিহাস, আমাদের জীবন থেকে প্রিয় মানুষগুলো সর্বপ্রথম হারায়। ধরে,বেঁধে,শিকল দিয়েও কাউকে আটকানো যায় না।

১৭ মার্চ,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীস্বাধীনতার ঘোষকবাঙালি জাতির গর্বশোষিত মানবতার নেতা
17/03/2024

১৭ মার্চ,

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী
স্বাধীনতার ঘোষক
বাঙালি জাতির গর্ব
শোষিত মানবতার নেতা

16/03/2024

৫ম রোজার ফজিলত

রমজানের পঞ্চম রোজার ফজিলত সম্পর্কে বলা হয় – “মক্কা নগরীর মসজিদে হারামে নামাজ আদায়ের সাওয়াব দেওয়া হয়।”

16/03/2024

তাহাজ্জুদ নামাজ পড়ে কিছু চেয়েছেন আর ভাবছেন সেটা কবুল হবে নাকি হবে না। এমন ভাবনা ভাবাটা বড়ই বোকামি আর তায়াক্কুলের অভাব। কারণ সবাই তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক পায় না । আর যেখানে আল্লাহ স্বয়ং শেষ রাতে প্রথম আকাশে এসে বলতে থাকেন যে কেউ কি আছে যে আমার কাছে চাইবে। আমি তাকে দিব। সেখানে দোয়া কবুল হবে না কিভাবে? অবশ্যই হবে। ইনশাআল্লাহ 🧡💚💜

14/03/2024

✿┼─🤗🦋🥀
•• 𝐈 𝐇𝐚𝐯𝐞 𝐍𝐨 𝐂𝐨𝐦𝐩𝐥𝐚𝐢𝐧 𝐀𝐛𝐨𝐮𝐭 𝐌𝐲 𝐥𝐢𝐟𝐞,🥰😇
𝐀𝐥𝐡𝐮𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡 𝐟𝐨𝐫 𝐞𝐯𝐞𝐫𝐲𝐭𝐡𝐢𝐧𝐠••💖🦋🥀

✿┼─তুমি আল্লাহকে খুশি করো 🥰আল্লাহ তোমাকে খুশি করবেন 😍🦋🥀

Address

Jessore
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Attitude Queen Keya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share