It's Abir

It's Abir আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখিস...!🖤😓❤️‍🩹
পুরোটাই জুরেই তুই ছিলি...! 😓💔

08/07/2025

পোস্টটা যাদের সামনে যায় একটু রেসপন্স করিয়েন, সবার প্রোফাইল ঘুরে আসবো!!❤
Rejaul Vai
Follow Me

08/07/2025

যে তোমারে পাইলো, সে যেন আমারে ধন্যবাদ দেয়-কারন, আমি হারাইছি বলে'ই তো সে তোমারে পাইলো 😅💔

আসসালামুয়ালাইকুমএকটি মধ্যবিত্ত পরিবারের মিনিমাম মাসিক খরচের তালিকা... ১। চাউল ১ বস্তা       =   ৩,০০০/-২। তৈল ৪ লিটার  ...
11/10/2023

আসসালামুয়ালাইকুম
একটি মধ্যবিত্ত পরিবারের মিনিমাম মাসিক খরচের তালিকা...

১। চাউল ১ বস্তা = ৩,০০০/-
২। তৈল ৪ লিটার = ৮০০/-
৩। বাসা ভাড়া = ৮০০০/-
৪। সবজি = ৪,০০০/-
৫। মাছ = ৪,০০০/-
৬। গ্যাস সিলিন্ডার = ১,৮০০/-
৭। শ্যাম্পু,সাবান৷ = ১০০০/-
৮। মুদি বাজার = ২০০০/-
৮। বিদ্যুৎ বিল = ১০০০/-
৯। মোবাইল খরচ। = ১০০০/-

সাথে বাচ্চাদের পড়াশুনা, চিকিৎসা খরচ, যাতায়াত, পিতা মাতার জন্য নির্দিষ্ট একটা খরচ সহ আরও অন্যান্য খরচ = ৫০০০/-
মোট খরচ = ৩১,৬০০/হাজার

কিন্তু,
যাদের বেতন ৮,০০০/-
যাদের বেতন ১০,০০০/-
যাদের বেতন ১২,০০০/-
যাদের বেতন ১৫,০০০/-

কি করবে তারা ? যেমন, আমি!!!

দাবি আমাদের একটাই,

""নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমান""
দেশ বাচাঁন,,, দেশের মানুষ বাচাঁন....!!"" এ দেশের মানুষ এখন আর মেট্রোরেল, পদ্ধা সেতু, টানেল , ফ্লাইওভার চায় না। তারা দুই বেলা ডাল ভাত খেয়ে বাচতে চায়।
মধ্যবিত্ত এবং নিম্নআয়ের মানুষের জন্য সকল পণ্যের দাম কমানো উচিত। এটাই বর্তমান সময়ে মধ্যবিত্ত পরিবারের আশা।

মায়ের সাথে বাড়ি নিয়ে ঝগড়া লেগে ছেলে মাকে ছেড়ে চলে গেল😥
04/10/2023

মায়ের সাথে বাড়ি নিয়ে ঝগড়া
লেগে ছেলে মাকে ছেড়ে চলে গেল😥

টিকটকার মামুন ও লায়লা দুইজনের সম্পর্ক ভেঙে গেছে তা মাত্র জানা আমি!!🙂💔যদিও তারা যখন বিয়ে করে তখন কমেন্টে বলেছিলাম তোদের ...
04/10/2023

টিকটকার মামুন ও লায়লা দুইজনের সম্পর্ক ভেঙে গেছে তা মাত্র জানা আমি!!🙂💔

যদিও তারা যখন বিয়ে করে তখন কমেন্টে বলেছিলাম তোদের সম্পর্ক বেশিদিন টিকবে না/ কিন্তু আমার কথা এত তাড়াতাড়ি কাজে লাগবে এটা ভাবি নি*😓😓

Sorry mamun and laila😿😿

❤অনলাইনের ভালোবাসা ❤️রিয়া ঃ 🥰🥰রিয়া ঃ ওই কি করো।রিয়া ঃ ওই জান কেমন আছো। রিয়া ঃ জান তুমি বিজি আছো...? রিয়া ঃ জান তুমি লাইন...
02/10/2023

❤অনলাইনের ভালোবাসা ❤️

রিয়া ঃ 🥰🥰

রিয়া ঃ ওই কি করো।

রিয়া ঃ ওই জান কেমন আছো।

রিয়া ঃ জান তুমি বিজি আছো...?

রিয়া ঃ জান তুমি লাইনে থেকেও মেসেজ সিন করতেছো না কেন😢...?

২০ মিনিট পর...............!

তুর্য ঃ হুম কি হইছে বলো।

রিয়া ঃ কই থাকো সারাদিন।

তুর্য ঃ কই থাকবো বাসায়😑

রিয়া ঃ মেসেজ দেওনা কেন..?

তুর্য ঃ এমনই ভালো লাগে না।

রিয়া ঃ কি হইছে আমাকে বলবে...?

তুর্য ঃ কিছু হয়নি।

রিয়া ঃ আমি কোনো ভুল করছি...?

তুর্য ঃ নাহ

রিয়া ঃ তাহলে এমন করতেছো কেন🥹

তুর্য ঃ কেমন করছি🙄

রিয়া ঃ কিছুদিন ধরেই দেখতেছি আমায় ইগনোর করতেছো,,কিন্তু কেন😢...?

তুর্য ঃ আর কিভাবে বুঝাবো তোমাকে😑

রিয়া ঃ কি বুঝবো 🥺

তুর্য ঃ আমার তোমাকে আর ভালো লাগে না,,তাই তোমাকে এড়িয়ে চলি ইগনোর করি তারপরে ও বার বার মেসেজ দিয়ে কেন বিরক্ত করো😑

রিয়া ঃ তুমি ই তো প্রপোজ করছিলে,রিলেশনে যাওয়ার কথা বলেছিলে🙂

রিয়া ঃ তুমিই তো সারাক্ষণ জালাতন করতে আমায়,,একটু কথা বলার জন্য, আজ কেন এমন করতেছো 🙂

তুর্য ঃ দেখো এতো কৈফত আমি দিতে পারবো না।

রিয়া ঃ তুমি কি চাও......🙂?

তুর্য ঃ ব্রেকআপ☺️

রিয়া ঃ তুর্য এমন করো না প্লিজ আমরা দুজন দুজনকে নিয়ে কতো সপ্ন দেখেছি 🥺

তুর্য ঃ আরে দূর আমায় ইমোশন করার চেষ্টা করবে না,,, একা থাকতে দাও😑

রিয়া ঃ তুমি না আমায় বলেছিলে তুমি আমায় কোনোদিন ছেড়ে যাবে না 🥹😭

তুর্য ঃ সরি ভালো থেকো,,বায়😷🙃

ছেলেটা মেয়েটা কে ব্লক করে দেয়,,,

অতঃপর মেয়েটি লোকাল নাম্বারে ফোন দেয়,,,কিন্তু মেয়েটি ছেলেটা কে ফোনে পায়নি,,,

কিভাবে পাবে কারণ ছেলেটা ততক্ষণে সিমকার্ড টা ফেলে দিছে।

👉আপু অনলাইনের ভালোবাসা এমনই হয়,,কিছু দিনের জন্য আসে,,টাইম পাস করার জন্য.....!

দু'দিন কেউ একটু ভালোবেসে কথা বললেই তাতে গলে যেওনা,,এটা অনলাইন এখানে মানুষ টাইম পাস করতে আসে,, কাউকে ভালোবাসতে নয়..........💔👈
................সমাপ্ত................

যে মেয়ে এটা চিনে না তাকে চোখ বুজে বিয়ে করা যায়  🙂
02/10/2023

যে মেয়ে এটা চিনে না তাকে চোখ বুজে বিয়ে করা যায় 🙂

লাইব্রেরিতে পড়তে গিয়ে একটা মেয়েকে  বললাম.. 🤦‍♀️"আমি কি আপনার পাশের চেয়ারে বসতে পারি?? 🥰🤔🥰মেয়েটা চিৎকার করে উঠলো এবং ব...
02/10/2023

লাইব্রেরিতে পড়তে গিয়ে একটা মেয়েকে বললাম.. 🤦‍♀️"আমি কি আপনার পাশের চেয়ারে বসতে পারি?? 🥰🤔🥰

মেয়েটা চিৎকার করে উঠলো এবং বললো..👀-আমার সাথে রাত কাটাতে চাও?? 🤥😳🥺

'এত্ত বড় সাহস!! 😲😲😲

লাইব্রেরির সবাই আমার দিকে কটমট চোখে তাকালো..🙀😾🙀

আমি সাংঘাতিক লজ্জা পেলাম!!🙊🙊🙊

ঘন্টা খানেক পর, 🙉

মেয়েটা আমার কানে কানে এসে বললো...💘

'আমি সাইকোলজির স্টুডেন্ট। 🧐🧐🧐

কীভাবে মানুষকে লজ্জা দিতে হয়??
'সেটা খুব ভালো করে জানি।😱🤒😱

আমি চিৎকার করে উঠে বললাম..🤓🤓🤓

-'এক রাতের জন্য ১০ হাজার টাকা চাও!!
এটা অনেক বেশি। 😎😎😎

লাইব্রেরির সব মানুষ বিষ্মিত চোখে মেয়েটার দিকে তাকালো। 🤣🤣🤣

মেয়েটা লজ্জায় অজ্ঞান হয়ে গেলো। 😋😋😋

আমি তার কানে গিয়ে বললাম... -'আমি আইনের ছাত্র। 🥱🥱🥱👀🥱🥱🥱

কীভাবে বিনা অপরাধে দোষি বানাতে হয়??
সেটা আমি খুব ভালো করে জানি। 😏

ফলো প্লিজ 👉 It’s Abir

নতুন নতুন মজার গল্প পেতে ফলো করুন💜

😓কয়েক বছর পরে,,,, 😓শাকিব খানের ছেলে একটা সিনেমা করবে, নাম হবে...."মায়ের অধিকার".... নায়ক থাকবে জয়, ভিলেন শাকিব খান।ডায়লগ...
02/10/2023

😓কয়েক বছর পরে,,,, 😓
শাকিব খানের ছেলে একটা সিনেমা করবে,
নাম হবে...."মায়ের অধিকার"....
নায়ক থাকবে জয়, ভিলেন শাকিব খান।

ডায়লগঃ
ছেলেঃ আজ থেকে ২০ বছর আগে তুমি আমার মাকে স্ত্রী হিসেবে গ্রহন করতে অস্বীকার করেছিলে। 😢

আমাকে বাবা ডাক থেকে বঞ্চিত করেছিলে। আমি তোমাকে ক্ষমা করবো না খান। আজ তোমার ১ দিন আর আমার যেই কই দিন লাগে। ওইইইই ডিশুম্যাঁএএএএ।

অপু বিশ্বাসঃ না বাবা, ও কথা বলে না। সে শত হলেও তোর জন্মদাতা বাবা। আমার সোয়ামি। তার রক্ত তোর শরীরে। ক্ষমা কইরা দে। 🥺

শাকিব খানঃ আয় বাবা বুকে আয়, একবার আমাকে বাবা বলে ডাক। 😿
ছেলেঃ বাবা আ আ আ......🥹
একটা গান হবে.........🎵🎵
দর্শকের চোখে আনন্দের পানি। 🥹🥹
সিনেমা শেষ। 😐

নতুন নতুন গল্প পেতে ফলো করুন 💜

02/10/2023

- এতো তারা তারি ভুলে গেলেন😒

সেই দিন টা কে😍

MuMustafizur Rahmanahman@f@followers

 #অনুগল্প বউ হঠাৎ করে বললো, আপনার সাথে আর সংসার করতে ভাল লাগছেনা... ডিভোর্স দিবো... আমি শুনে হাসলাম, জবাব দিলাম না... বউ...
02/10/2023

#অনুগল্প

বউ হঠাৎ করে বললো, আপনার সাথে আর সংসার করতে ভাল লাগছেনা... ডিভোর্স দিবো...

আমি শুনে হাসলাম, জবাব দিলাম না...

বউ কয়দিন যাবৎ এই একই কথা বলতেসে... শেষে বিরক্ত হয়ে জিজ্ঞেস করলাম কেন?

বউ বলে, "আমার একটা এক্স বিদেশ থেকে চলে আসতেসে, তার সাথে পালিয়ে যাবো...

আমি বললাম আচ্ছা যাও...
- আমাকে কিছু টাকা দিতে পারবেন?
- কেন?
- পালিয়ে যেতে টাকা লাগবেনা? সেজন্য...
- আচ্ছা নিয়ো...

একদিন হুট করে বাসায় এসে দেখি বউ বাসায় নেই... নরমালি মন মেজাজ খারাপ হবার কথা... আমার কিছুই হচ্ছেনা...

সন্ধ্যা হয়ে গেছে, বউয়ের খোঁজখবর নেই... এবার ভয় লাগার কথা... তাও লাগছেনা... কারণ আমেরিকা বাংলাদেশের উপর পারমানবিক বোমা ফেললে সবাই মরে যাওয়ার পর যে একটা মানুষ বেঁচে থাকবে সেটা হল আমার বউ...

সে নিজেকে এতটাই সেইভ করতে জানে...

রাতে দশটার দিকে বউ ক্লান্ত হয়ে ব্যাগ ট্যাগ নিয়ে বাসায় ফিরেছে... আমি তাকিয়ে শুধু একবার দেখলাম, কিছু বললাম না...

বউ এসে আমার হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বললো, সবটা টাকা খরচ হয়নি, কি এক হারামীর সাথে পালাবো ভাবলাম, সারাদিন অপেক্ষা করিয়ে, শেষে রাতেও এলোনা...

অযথাই কিছু টাকা পয়সা নষ্ট করলাম...

আমি কিছুই বললাম না... বউ নিজের মত বলে নিজেই চলে গেল...

আমার এসবে তেমন কিছু যায় আসেনা, তারপরও অকারণে সারাটাদিন নষ্ট হল আমার... সারাদিন কোন কাজ করতে পারলাম না...

হুট করে খুব মন খারাপ হলো... অভিমানে পৃথিবী মাথার উপর ভেঙ্গে পড়ার অবস্থা...

পড়ার ঘরে টেবিলের উপর হাত ঘড়িটা খুলে রেখে, ঘুরতে থাকা চেয়ারটার উপর গাঁ এলিয়ে দিলাম...

জাগতিক কিছু ভাবতে ইচ্ছা করছিলো না... কারো সাথে কথা বলতেও ইচ্ছা করছিলোনা... শুধু ঝিম ধরে পড়ে থাকতে ভাল লাগছিলো...

আমি ফোন বন্ধ করে দিয়েছি, ভিতর থেকে দড়জায় খিল দিয়ে দিয়েছি... খাবারের জন্য বউ বাহির থেকে অনেকবার ডেকেছে, কিন্তু আমার খেতে ইচ্ছা করছেনা... তাই ভিতর থেকে কোন জবাব আমি দেইনি...

সারারাত ঝিম ধরে থেকে ভোরে একটা বই পড়তে শুরু করেছি... বইয়ের নাম হচ্ছে "সুখ" এটা মুলত একটা ইংরেজী বইয়ের বাংলা অনুবাদ...

ব্রাটাণ্ড রাসেলের বিখ্যাত বই "কনকুয়েস্ট অব হেপিনেস" কে মোতাহার হোসেন চৌধুরী "সুখ" নামে অনুবাদ করেছেন...

লেখক বইটাকে দুইটা অংশে ভাগ করেছেন একবার প্রমাণ করার চেষ্টা করছে আমরা আসলে মানবজীবনে অনেক সুখী, আবার প্রমাণ করার চেষ্টা করছে, আসলে সুখী না, আমাদে

Address

Shona Dhangha
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when It's Abir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share