Musafir MAH Vlog

Musafir MAH Vlog Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Musafir MAH Vlog, Video Creator, Jessore, Khulna.

"﷽𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮_𝐚𝐥𝐚𝐢𝐤𝐮m﷽تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"_𝐄𝐢𝐝✨𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤🌃
07/06/2025

"﷽𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮_𝐚𝐥𝐚𝐢𝐤𝐮m﷽
تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ
"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
_𝐄𝐢𝐝✨𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤🌃

একজন ব্যক্তি, কখনো সবার প্রিয় হতে পারে না।
30/05/2025

একজন ব্যক্তি, কখনো সবার প্রিয় হতে পারে না।

ফুল সবার প্রিয়।
28/05/2025

ফুল সবার প্রিয়।

জামরুলের ফুল।
23/05/2025

জামরুলের ফুল।

সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে অবস্থিত তেঁতুলিয়া জামে মসজিদ (Tentulia Jame Masjid), যা খান বাহাদুর সালা...
22/05/2025

সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে অবস্থিত তেঁতুলিয়া জামে মসজিদ (Tentulia Jame Masjid), যা খান বাহাদুর সালামতুল্লাহ মসজিদ এবং তেতুলিয়া শাহী মসজিদ নামেও পরিচিত, এটি একটি ঐতিহাসিক স্থাপত্য। মুঘল স্থাপত্যের অনুকরণে নির্মিত এই মসজিদটি শুধু একটি উপাসনালয় নয়, বরং এটি তৎকালীন জমিদার পরিবারের আভিজাত্য এবং শিল্পকলার প্রতি তাদের ভালোবাসার প্রতীক।

তেঁতুলিয়া শাহী জামে মসজিদটি সাতক্ষীরা জেলার তালা উপজেলা সদর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে তেঁতুলিয়া গ্রামে অবস্থিত। এটি স্থানীয়ভাবে ‘মিয়ার মসজিদ’ বা ‘তেঁতুলিয়া জামে মসজিদ’ নামে পরিচিত। ১৯৮৭ সালে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটিকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে গ্রহণ করে।

মসজিদের প্রতিষ্ঠাতা ও নির্মাণকাল
খান বাহাদুর মৌলভী কাজী সালামাতুল্লাহ খান ছিলেন তেঁতুলিয়ার জমিদার এবং কাজী পরিবারের বংশধর। তিনি ১৮৫৮-৫৯ সালে এই মসজিদটি নির্মাণ করেন। তিনি “সালাম মঞ্জিল” নামে একটি জমিদার প্রাসাদও তৈরি করেছিলেন। মসজিদের প্রতিষ্ঠাতা খান বাহাদুর সালামাতুল্লাহ খান তাঁর পিতা মৌলভী কাজী সানা’আতুল্লাহ’র কাছ থেকে ক্ষমতা লাভ করেন। তাঁর পূর্বপুরুষ কাজী আমানাতুল্লাহ ছিলেন কাজী-আল-কুজত (প্রধান বিচারক)। খান বাহাদুর সালামাতুল্লাহ খানের উত্তারাধিকার ছিলেন তাঁর পুত্র মৌলভী কাজী হামিদুল্লাহ খান, এবং তাঁর পুত্র ছিলেন মৌলভী কাজী মুহাম্মদ মিন্নাতুল্লাহ খান। মিন্নাতুল্লাহ খান ছিলেন তেতুলিয়ার কাজী পরিবারের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব।

তেঁতুলিয়া শাহী জামে মসজিদ এর স্থাপত্যশৈলী
ছয় গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি মুঘল স্থাপত্যের নিদর্শন অনুসরণ করে নির্মিত। এর নির্মাণশৈলী টিপু সুলতানের বংশধরদের তৈরি বিভিন্ন স্থাপনার সাথে সামঞ্জস্যপূর্ণ।

মসজিদে ৭টি দরজা রয়েছে, যেগুলোর উচ্চতা ৯ ফুট এবং প্রস্থ ৪ ফুট। দরজাগুলোর উপরে বিভিন্ন রঙের কাঁচের ঘুলঘুলি রয়েছে।
মসজিদের অভ্যন্তরে ১০ বর্গফুট বিশিষ্ট ১২টি পিলার রয়েছে, যেগুলোর উপর ছাদ নির্মিত।
মসজিদটি চুনসুরকি ও চিটাগুড়ের গাঁথুনিতে তৈরি। এতে ১৫ ফুট উঁচু ৬টি বড় গম্বুজ এবং ৮ ফুট উঁচু ১৪টি মিনার রয়েছে। এছাড়াও, ২৫ ফুট উঁচু ৪টি মিনার চার কোণে অবস্থিত।
কমপ্লেক্সের পাশে ঝুলন্ত ছাদযুক্ত একটি লম্বা বারান্দা রয়েছে, যা দুটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। এই বারান্দাটি পূর্বে জমিদারদের দাপ্তরিক কাজে ব্যবহৃত হত। আগে বারান্দার কোণে পালকি রাখার স্থান ছিল। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এই ধরনের স্তম্ভবিশিষ্ট স্থাপনা খুব কমই দেখা যেত। স্তম্ভগুলো ছাদকে ধরে রাখার জন্য তৈরি করা হয়েছিল এবং মেঝে থেকে ছাদের উচ্চতা প্রায় ১০.৫ ফুট।
১৯৮২ সালে সালাম মঞ্জিলের প্রবেশদ্বার “সিংহ দরজা” ধ্বংস হয়ে যায়। পূর্বে এই তোরণ দিয়ে প্রবেশের সময় সবুজ প্রকৃতির সমারোহ দেখা যেত। বর্তমানে এটি নতুন করে নির্মাণ করা হয়েছে, যদিও সালাম মঞ্জিলের অন্যান্য অংশ এখনো ধ্বংসপ্রাপ্ত।
মসজিদের ভিতরে একসাথে ৩২৫ জন এবং বাইরের চত্বরে ১৭৫ জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন।
মসজিদের পাশে একটি গভীর পুকুর রয়েছে, যা তলদেশ থেকে সিঁড়ি দিয়ে মসজিদ চত্বরের সাথে যুক্ত। ধারণা করা হয়, আগ্রার তাজমহলের নির্মাণশৈলীকে অনুসরণ করে এই মসজিদ নির্মিত হয়েছে।

06/05/2025
05/05/2025

প্রিয় তিন বন্ধু
একসাথে বিকেলের কোন এক সময়।

Address

Jessore
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Musafir MAH Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category