Islamic life

Islamic life Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Islamic life, Digital creator, Satkhira, Khulna.

'আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু" (ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ)।
এটি একটি পেজ ইসলামীক, যেখানে ইসলাম জীবন পরিচালনার জন্য বিভিন্ন হাদিস ও সমসাময়িক বিষয় সেয়ার করা হয়,
সকল মুসলিম ভাই বোনদের আমন্ত্রণ রইলো এই পেজে,🕌☪️🕌

18/07/2025

আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

مَنْ أَخَذَ أَمْوَالَ النَّاسِ يُرِيدُ أَدَاءَهَا أَدَّى اللَّهُ عَنْهُ ، وَمَنْ أَخَذَ يُرِيدُ إِتْلاَفَهَا أَتْلَفَهُ اللَّهُ

যে ব্যক্তি মানুষের মাল (ধার) নেয় পরিশোধ করার নিয়তে, আল্লাহ তা’আলা তা আদায়ের ব্যবস্থা করে দেন। আর যে তা নেয় বিনষ্ট করার নিয়তে আল্লাহ তা’আলা তাকে ধ্বংস করেন।

সহীহ বুখারী, হাদীস ২৩৮৭ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত) ২২২৯ (ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)

18/07/2025

"হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল"
- আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট....!
আলহামদুলিল্লাহ

05/06/2025

وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لَا شَرِيكَ لَكَ

উচ্চারণ:
লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল-হামদা ওয়ান-নিমাতা লাকা ওয়াল-মুল্ক, লা শারীকা লাক।

অর্থ:
"হে আল্লাহ! আমি হাজির, আমি আপনার সাড়া দিয়ে হাজির। আপনার কোনো শরিক নেই, আমি হাজির। সমস্ত প্রশংসা, নিয়ামত ও রাজত্ব আপনারই। আপনার কোনো শরিক নেই।"
#হজ্জ২৫

"আলহামদুলিল্লাহ। বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। ৭ জুন ২০২৫ ইং তারিখ শনিবার ঈদুল আযহা উদযাপিত হবে।জিলহজ ম...
28/05/2025

"আলহামদুলিল্লাহ। বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। ৭ জুন ২০২৫ ইং তারিখ শনিবার ঈদুল আযহা উদযাপিত হবে।

জিলহজ মাসের চাঁদ দেখা গেলে একটি সুন্নত আমল হলো চুল, নখ ও শরীরের অন্যান্য পশম না কাটা। তাই কুরবানি করার আগে সুযোগ থাকলে আর চুল নখ না কাটি।

যদি এমন একটা অফার পাওয়া যায় যে,"প্রতি কদমে এক বছর নফল রোজা, আর এক বছর নফল নামাজের সওয়াব আমাদের আমলনামায় লেখা হবে"আমরা কি...
14/03/2025

যদি এমন একটা অফার পাওয়া যায় যে,

"প্রতি কদমে এক বছর নফল রোজা, আর এক বছর নফল নামাজের সওয়াব আমাদের আমলনামায় লেখা হবে"

আমরা কি কেউ তা মিস করব? নিশ্চয়ই না!

জুমআর দিন ৫টি কাজের মাধ্যমে জুমআর নামাজে অংশ নিলে আল্লাহ তায়ালা বান্দার প্রতি কদমে কদমে এক বছরের নফল রোজা ও এক বছরের নফল সালাতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ!!!

অর্থাৎ কারো বাসা থেকে মসজিদের দূরত্ব যদি ১০০ কদম হয়, তাহলে এই পাঁচটা কাজ করলে সে ব্যক্তি ১০০ বছর নফল রোজা ও ১০০ বছর নফল সালাতের সওয়াব পেয়ে যাবে।

পাঁচটি কাজ হচ্ছে:

গোসল করা

আগে আগে মসজিদে আসা

পায়ে হেটে মসজিদে আসা

ইমামের কাছাকাছি বসা।

অনর্থক কথা না বলে মনোযোগ দিয়ে খুতবা শোনা।

আওস ইবনু আওস আস-সাক্বাফী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে বলতে শুনেছি

যে ব্যক্তি জুমু’আহ্‌র দিন গোসল করবে এবং (স্ত্রীকেও) গোসল করাবে, প্রত্যুষে ঘুম থেকে জাগবে এবং জাগাবে (সকাল-সকাল ও আগে-আগে (মসজিদে যাওয়ার জন্য) প্রস্তুত হবে), জুমু’আহ্‌র জন্য বাহনে চড়ে নয় বরং পায়ে হেঁটে মাসজিদে যাবে এবং কোনরূপ অনর্থক কথা না বলে ইমামের নিকটে বসে খুতবা শুনবে, তার (মাসজিদে যাওয়ার) প্রতিটি পদক্ষেপ সুন্নাত হিসেবে গণ্য হবে এবং প্রতিটি পদক্ষেপের বিনিময়ে সে এক বছর যাবত সিয়াম পালন ও রাতভর সলাত আদায়ের (সমান) সাওয়াব পাবে।

হাদীসের মানঃ সহীহ। আবু দাউদ ৩৪৫

আল্লাহ আমাদেরকে প্রতিটা জুমআতেই এই সওয়াব লাভ করার তাওফিক দান করুন। আমীন।

আমাদের পরিবারের নারী সদস্যগণ, যারা জুমআয় অংশ নিতে পারেন না। তাদের জন্য আলেমগণ পরামর্শ দেন তারা যেন বাসার পুরুষদেরকে এই আমলগুলো করতে উৎসাহ দেন ও উদ্বুদ্ধ করেন। পুরুষদেরকে এই ভাল কাজগুলোতে সহযোগিতা করার মাধ্যমে ইনশাআল্লাহ নারীরাও এই সওয়াবের অংশীদার হতে পারবেন।

জুমআর দিনের আরো কিছু সুন্নাহ সমর্থিত আমলঃ

গোসল করা

ফজরের ফরজ সালাতে সূরা সাজদা ও সূরা দাহর/ইনসান তিলাওয়াত করা

উত্তম পোশাক পরা

সুগন্ধি ব্যবহার করা

আগে আগে মসজিদে যাওয়া

সূরা কাহফ তিলাওয়াত করা (বৃহস্পতিবার সূর্যাস্তের পর থেকে শুক্রবার সূর্যাস্তের আগ পর্যন্ত যে কোনো সময়ে)

জুমআর সালাতে মসজিদে গিয়ে কমপক্ষে দুই রাকাত সালাত আদায় করা

দুই খুতবার মাঝে দুআ করা। এসময় দুআ কবুল হয়। এছাড়াও সারা দিন সাধ্য মত দুআ করা

বেশি বেশি দরূদ পড়া

মনোযোগ দিয়ে খুতবা শোনা, খুতবার সময় কথা না বলা বা কোনো অনর্থক কাজ না করা। মোবাইল ফোনে ব্যস্ত থাকা এমন কি এ সময়ে মসজিদের দানবাক্স চালানোও অনর্থক কাজের অন্তর্ভুক্ত। খুতবার সময় কেউ কথা বলতে থাকলে তাকে নিষেধ করলেও তা অনর্থক কাজ হিসাবে গণ্য। আর খুতবার সময় অনর্থক কাজ করলে তা জুমআকে বরবাদ করে দেয়। তাই খুতবার খুতবা শোনা ব্যতীত সকল কাজ থেকে বিরত থাকতে হবে। কোনো ক্রমেই এ সময় মসজিদের দানবাক্স চালানো যাবে না। খুতবার আগে বা সালাতের পরে দানবাক্স চালানো যেতে পারে।(সূত্র: https://www.alkawsar.com/bn/article/804)

আবু হুরায়রাহ্‌ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ

যে ব্যক্তি উত্তমরূপে ওযূ করার পর জুমু‘আর সলাতে এলো, নীরবে মনোযোগ সহকারে খুতবাহ্‌ শুনল, তার পরবর্তী জুমু‘আহ্‌ পযর্ন্ত এবং আরো অতিরিক্ত তিন দিনের পাপ ক্ষমা করে দেয়া হয়। আর যে ব্যক্তি (অহেতুক) কঙ্কর স্পর্শ করল সে অনর্থক, বাতিল, ঘৃণিত ও প্রত্যাখ্যানযোগ্য কাজ করল।

সহীহ মুসলিম ১৮৭৩

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত:

আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: জুমু’আর দিন যখন তোমার পাশের মুসল্লীকে চুপ থাক বলবে, অথচ ইমাম খুত্‌বা দিচ্ছেন, তা হলে তুমি একটি অনর্থক কথা বললে।

বুখারী ৯৩৪

আল্লাহ আমাদেরকে জুমআর সময় সকল অনর্থক কাজ থেকে বিরত থাকার তাওফিক দান করুন। আমীন।

#নাফিস

         #নাফিস
14/03/2025

#নাফিস

আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, যে, রসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,إِذَا انْتَعَلَ أَحَدُكُمْ فَلْيَبْد...
02/03/2025

আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, যে, রসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

إِذَا انْتَعَلَ أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِالْيَمِينِ ، وَإِذَا نَزَعَ فَلْيَبْدَأْ بِالشِّمَالِ لِتَكُنِ الْيُمْنَى أَوَّلَهُمَا تُنْعَلُ وَآخِرَهُمَا تُنْزَعُ.

যখন তোমাদের কেউ জুতা পরিধান করে তখন সে যেন ডান দিক থেকে আরম্ভ করে। আর যখন খোলে, তখন সে যেন বাম দিক থেকে আরম্ভ করে। যাতে পরার বেলায় ডান পা প্রথমে হয় এবং খোলার সময় শেষে হয়।

সহীহ বুখারী, হাদীস ৫৮৫৫ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত) ৫৪৩৭(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)

পাদটীকা:
অর্থাৎ জুতা পরার সময় প্রথমে ডান পায়ের জুতা পরা এবং খোলার সময় প্রথমে বাম পায়ের জুতা খোলা সুন্নাহ।

#নাফিস

🕌☪️আহলান সাহলান মাহে রমজান ☪️🕌পবিত্র মাহে রমজানের চাঁদ 🌙 দেখা গেছে আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান শুরু 🥰🥰🥰আলহামদুলিল্লা...
01/03/2025

🕌☪️আহলান সাহলান মাহে রমজান ☪️🕌
পবিত্র মাহে রমজানের চাঁদ 🌙 দেখা গেছে
আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান শুরু 🥰🥰🥰
আলহামদুলিল্লাহ,🥰

আবূ হুরাইরা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,« رَغِمَ أَنْفُ ثُمَّ رَغِمَ أَ...
22/02/2025

আবূ হুরাইরা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

« رَغِمَ أَنْفُ ثُمَّ رَغِمَ أَنْفُ ثُمَّ رَغِمَ أَنْفُ ». قِيلَ مَنْ يَا رَسُولَ اللَّهِ قَالَ « مَنْ أَدْرَكَ أَبَوَيْهِ عِنْدَ الْكِبَرِ أَحَدَهُمَا أَوْ كِلَيْهِمَا فَلَمْ يَدْخُلِ الْجَنَّةَ »

সে ব্যক্তির নাক ধূলিমলিন হোক, আবারও সে ব্যক্তির নাক ধূলিমলিন হোক, আবারও সে ব্যক্তির নাক ধূলিমলিন হোক! (অর্থাৎ দুঃখ-লজ্জায় মরে যাক!) জিজ্ঞেস করা হল, ইয়া রাসূলুল্লাহ! কার? তিনি বললেন, যে ব্যক্তি তার পিতা-মাতা উভয়কে অথবা একজনকে বার্ধক্য অবস্থায় পেল অথচ সে জান্নাতে প্রবেশ করার সুযোগ লাভ করতে পারল না।

সহীহ মুসলিম, হাদীস ২৫৫১ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত), ৬২৭৯(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)

#নাফিস

আবূ হুরায়রা রা. সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন,اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ قَا...
03/02/2025

আবূ হুরায়রা রা. সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন,

اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ قَالُوا : يَا رَسُولَ اللهِ وَمَا هُنَّ قَالَ الشِّرْكُ بِاللَّهِ وَالسِّحْرُ وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلاَّ بِالْحَقِّ وَأَكْلُ الرِّبَا وَأَكْلُ مَالِ الْيَتِيمِ وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ الْغَافِلاَتِ.

সাতটি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকবে। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! সেগুলো কী? তিনি বললেন, (১) আল্লাহ্‌র সাঙ্গে শরীক করা (২) যাদু (৩) আল্লাহ তা‘আলা যাকে হত্যা করা হারাম করেছেন, শরীয়ত সম্মত কারণ ব্যতিরেকে তাকে হত্যা করা (৪) সুদ খাওয়া (৫) ইয়াতীমের মাল গ্রাস করা (৬) রণক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া এবং (৭) সরল স্বভাব সতী-সাধ্বী মু’মিন নারীদের অপবাদ দেয়া।

সহীহ বুখারী, হাদীস ২৭৬৬ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত) ২৫৭৮ (ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)

#নাফিস

পবিত্র কুরআন মাজীদে আল্লাহ তাআলা  বিবাহ সম্পিকত বলেন,وَ اَنْكِحُوا الْاَیَامٰی مِنْكُمْ وَ الصّٰلِحِیْنَ مِنْ عِبَادِكُم...
03/02/2025

পবিত্র কুরআন মাজীদে আল্লাহ তাআলা বিবাহ সম্পিকত বলেন,

وَ اَنْكِحُوا الْاَیَامٰی مِنْكُمْ وَ الصّٰلِحِیْنَ مِنْ عِبَادِكُمْ وَ اِمَآىِٕكُمْ ؕ اِنْ یَّكُوْنُوْا فُقَرَآءَ یُغْنِهِمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ؕ وَ اللّٰهُ وَاسِعٌ عَلِیْمٌ۝۳۲

তোমাদের মধ্যে যারা বিবাহহীন (তারা পুরুষ হোক কিংবা নারী), তাদের বিবাহ সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা বিবাহের উপযুক্ত তাদেরও। তারা যদি অভাবগ্রস্ত হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ অতিপ্রাচুর্যময়, সর্বজ্ঞ।

সূরা আন-নূর, আয়াত ৩২সূত্র : তাফসীরে তাওযীহুল কুরআন

#নাফিস

Address

Satkhira
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share