Toufik Hossain

Toufik Hossain Founder of Topik Studio | Freelance Video Editor & Graphic Designer | YouTuber | Content Creator | Helping brands grow through creative media.

Explore Me: https://linktr.ee/abrstoufik 🌟 Welcome to my creative hub! 🌟

I’m Toufik Hossain, a freelance video editor, graphic designer, and motion designer dedicated to crafting visually stunning and engaging content. Beyond freelancing, I run three unique YouTube channels that reflect my diverse passions:

🎮 Gaming Channel: Dive into exciting gameplay, live streams, and entertaining commentary

as I explore the world of gaming.

🌍 Travel Channel: Join me on thrilling adventures and scenic journeys around the world, capturing unforgettable moments and sharing travel tips.

💻 Tech Channel: Stay updated with the latest in technology, tutorials, and insights that simplify complex tech for everyday use. Through video editing, graphic design, and motion graphics, I bring stories and ideas to life, whether for clients or my personal projects. Follow this page for tips, behind-the-scenes glimpses, and updates on my work and creative journey. Let’s connect, collaborate, and create something extraordinary! 🎥✨

ক্লায়েন্ট কাজ কাম দিচ্ছে না। তাই বসে বসে আঙ্গুল চুষি 😇
14/06/2025

ক্লায়েন্ট কাজ কাম দিচ্ছে না। তাই বসে বসে আঙ্গুল চুষি 😇

iOS-26 এর নতুন আপডেট দেখে শুরুতেই চোখ আটকে গেলো!“Liquid glass” এফেক্টটা এত সুন্দর যে কিছুক্ষণ তাকিয়ে থাকতে মন চাইছিলো 😍ক...
13/06/2025

iOS-26 এর নতুন আপডেট দেখে শুরুতেই চোখ আটকে গেলো!

“Liquid glass” এফেক্টটা এত সুন্দর যে কিছুক্ষণ তাকিয়ে থাকতে মন চাইছিলো 😍

কিন্তু যখন একটু সময় নিয়ে বেটা ভার্সনটা ব্যবহার করলাম, তখন একটা জিনিস খেয়াল করলাম ইন্টারফেসটা অনেক বেশি ভিজ্যুয়াল এলিমেন্টে ভরা।
সবকিছু এত ঝকঝকে আর ট্রান্সপারেন্ট যে কোথাও কোথাও পড়ে বোঝা মুশকিল হচ্ছিলো।

আমি বলছি না যে অ্যাপল খারাপ করেছে ওরা বরাবরের মতোই ভিজ্যুয়াল দিক থেকে অসাধারণ।
কিন্তু মনে হলো কিছু জিনিস হয়তো নজর এড়িয়েছে।
যেমন: যাদের চোখে একটু সমস্যা আছে, কালার ডেফিসিয়েন্সি আছে, বা বয়স্ক ইউজাররা তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা রিয়েল লাইফে ব্যবহার করা কঠিন হয়ে যেতে পারে।

আমার মনে হয়, ডিজাইন মানেই শুধু দেখতে সুন্দর হওয়া না ব্যবহারেও যেন সবার জন্য সহজ হয়, সবাই যেন আরাম করে ব্যবহার করতে পারে সেই চিন্তাটাই সবচেয়ে জরুরি।

কিন্তু আসলে তো শুরু থেকেই সবার কথা মাথায় রেখে ডিজাইন করাটাই বেটার, তাই না?

📱✍️ ©️abrstoufik

KHICHURI29 আবার ফিরছে!২০১৭ সালে অনেক স্বপ্ন আর উদ্দীপনা নিয়ে শুরু করেছিলাম এই ইউটিউব চ্যানেল। অনেক ইন্টারনাল এক্সটারনাল...
13/06/2025

KHICHURI29 আবার ফিরছে!

২০১৭ সালে অনেক স্বপ্ন আর উদ্দীপনা নিয়ে শুরু করেছিলাম এই ইউটিউব চ্যানেল। অনেক ইন্টারনাল এক্সটারনাল করনে সেটাকে আগানো সম্ভব হয় নি। সেই সময় আমাদের একটা পপুলার কেরেকটার ছিল "ললিপপ ভাই" সেটা নিয়েও হয়ত নতুন রূপে কাজ শুরু করা হবে।

We’re ready to cook your brain again with comedy and social messages!

20/05/2025

আমার বয়স ২৫ কিন্তু আমার বুদ্ধি ৫০ বছরের মত কারন আমি এই ২৫ বছরের জীবনে প্রতিটা ভুল অন্তত ২ বার করে করেছি। এক্সপেরিয়েন্স ম্যাটার 🤭

20/05/2025

Starlink পেয়ে গেছি🥰 সব ডিটেল ভিডিওতে

Starlink এখন অফিসিয়ালি বাংলাদেশে Available! 🇧🇩🚀আমার লোকেশন Poradaha, Kushtia তেও এখন কভারেজ পাওয়া যাচ্ছে! 🌍💫আমি আমার প...
20/05/2025

Starlink এখন অফিসিয়ালি বাংলাদেশে Available! 🇧🇩🚀

আমার লোকেশন Poradaha, Kushtia তেও এখন কভারেজ পাওয়া যাচ্ছে! 🌍💫

আমি আমার প্রি-অর্ডার করেছিলাম ২০২৩ সালের ডিসেম্বর মাসে, এবং আজকে মেইল পেয়েছি Order করার।

বাংলাদেশে এখন যেসব প্যাকেজ Available👇

✅Residential Package
(শুধু বাড়িতে ব্যবহারের জন্য):

📦 Standard Kit : ৪৭,০০০ টাকা
📅 মাসিক বিল : ৬,০০০ টাকা (নরমাল)
: ৪,০০০ টাকা (লাইট)
🔒 শুধু বাড়ির ভিতর ৩০ মিটার এরিয়ার মধ্যে ব্যবহার করা যাবে।

🌍 Roaming Package
(যারা বাইরে ঘোরাঘুরি করে, তাদের জন্য):

📦 Standard Kit : ৪৭,০০০ টাকা
📦 Mini Kit. : ২৪,০০০ টাকা
📅 মাসিক বিল : ৬,০০০ টাকা (৫০GB Limited)
: ১২,০০০ টাকা (Unlimited)

🛫 এই প্যাকেজ নিয়ে আপনি বাড়িতে এবং দেশের যেকোনো জায়গায় এমনকি দেশের বাইরেও Starlink সাপোর্টেড জায়গায় ব্যবহার করা যাবে।

💡

15/05/2025

আমাদের Topik Studio Agency টিমের র জন‍্য ভিডিও এডিটর খুজছি

২০-৩০ মিনিটের লং ভিডিও এডিটিং প্রজেক্ট এর জন্য কিছু দক্ষ ভিডিও এডিটর খুঁজছি যারা Adobe Premiere Pro ব্যবহার করে রিমোটলি কাজ করতে পারবেন।

✅Adobe Premiere Pro (2025) Must
✅কাজ হবে ক্লাউড বেসড (Google Drive এর মাধ্যমে ফাইল শেয়ার ও রিয়েলটাইম সিনকিং হবে)
✅ফুটেজ 100+ GB, প্রতিজন নির্দিষ্ট ফুটেজ পাবে
✅আপনার কাজ হবে প্রাথমিক এডিট করা, পরে ফাইনাল টাচ আমি নিজে করব
✅কাজের ডেডলাইন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ

যাদেরকে খুঁজছি:
✅Premiere Pro-তে কাজ করার অভিজ্ঞতা আছে
✅প্রজেক্ট ফাইল ও ফুটেজ গুছিয়ে এডিট করতে পারেন
✅ক্লাউড বেইজড ও টিমওয়ার্কে অভ্যস্ত
✅সিরিয়াস ও ডেডিকেটেড

যেভাবে আবেদন করবেন:
কমেন্টে “Interested” লিখুন এবং Topik Studio FB page এর ইনবক্সে আপনার
• নাম
• পূর্ব অভিজ্ঞতা
• ২টি এডিট করা ভিডিওর লিংক
• PC স্পেসিফিকেশন
• বর্তমানে কত সময় কাজ দিতে পারবেন

ডেডলাইন: আগামী ২ দিনের মধ্যে স্লট ফুল হয়ে যাবে!
তাই আগ্রহীরা এখনই যোগাযোগ করুন।

😎 iPhone XS-এর ক্যামেরায় নিখুঁত শট, with my janu Yamaha FZs V3 🏍️📸  টেকনোলজি, গতি আর ব্যক্তিত্ব—সব মিলিয়ে এক পাওয়ার-প্যা...
15/05/2025

😎 iPhone XS-এর ক্যামেরায় নিখুঁত শট, with my janu Yamaha FZs V3 🏍️📸 টেকনোলজি, গতি আর ব্যক্তিত্ব—সব মিলিয়ে এক পাওয়ার-প্যাকড কম্বো!

“iPhone ব্যবহার করি শুধু স্টাইল বা ব্র্যান্ডিংয়ের জন্য না… এটা আমার ক্রিয়েটিভ লাইফের নীরব সহযোদ্ধা।”আপনি যদি একজন Creati...
13/05/2025

“iPhone ব্যবহার করি শুধু স্টাইল বা ব্র্যান্ডিংয়ের জন্য না… এটা আমার ক্রিয়েটিভ লাইফের নীরব সহযোদ্ধা।”

আপনি যদি একজন Creative IT Professional হন — যেমন Graphic Designer, Video Editor, Motion Artist, UI/UX Designer বা Content Creator, তাহলে একবার ভাবুন, আপনার হাতের ফোনটাই যদি আপনার প্রোডাকশন টুল হয়ে দাঁড়ায়?

আজকাল কাজের ধরন বদলেছে। কাজ শুধু ডেস্কে না, কখনো কফি শপে, কখনো রাস্তায়, আবার কখনো ট্রেনে বসে আইডিয়া আসে। আর এই ভাসমান, ডায়নামিক লাইফস্টাইলে iPhone একদম পারফেক্ট ম্যাচ।

কেন iPhone আপনার জন্য দরকারি? চলুন দেখি—

✅Camera = On-the-Go Content Creation:
iPhone-এর Pro ক্যামেরা দিয়ে আপনি 4K B-roll, POV shots, এমনকি স্লো-মোশন ফুটেজ তুলতে পারবেন—DSLR ছাড়াই। সো কন্টেন্ট ক্রিয়েশন এর মাস্টার বলা যায়।


✅ Display = Color Accuracy Master:
ডিজাইনারদের জন্য কালারই হোল লাইফ। iPhone-এর Super Retina Display আপনার ডিজাইনকে দেখাবে সঠিক শেড, সঠিক টোনে—একদম নিখুঁতভাবে।


✅ AirDrop = Workflow on Fire:
ক্লায়েন্টকে কাজের প্রিভিউ পাঠাতে হবে? বা মোবাইল থেকে ল্যাপটপে ফাইল ট্রান্সফার? কোনো USB বা Drive দরকার নেই। শুধু একটা ট্যাপেই—AirDrop! আপনার টাইম, টেনশন দুটোই বাঁচবে।তবে আপনার Macbook 💻 থাকলে Airdrop এর সুফল টা পাবেন। Windows থাকলে Snapdrop ব‍্যবহার করতে হবে।


✅ Creative Apps = Studio in Pocket:
CapCut, VN, Lightroom, Canva, LumaFusion—iPhone-এ এই অ্যাপগুলো দিয়ে আপনি basic to advanced লেভেলের কাজ মোবাইলেই সেরে ফেলতে পারেন।


✅ Security = Client Trust:
ক্লায়েন্টের কনফিডেনশিয়াল ফাইল, র’ ফুটেজ, বা স্ক্রিপ্ট সবকিছুই থাকে Apple-এর সিকিউর সিস্টেমে। Face ID, iCloud Lock — তাই আপনি নিশ্চিন্তে কাজ করতে পারবেন।


✅ Client Presentation = Premium Impression:
Zoom কল হোক বা প্রজেক্ট প্রেজেন্টেশন—iPhone-এর ডিসপ্লে, স্পিকার আর ক্যামেরা আপনাকে একটা প্রিমিয়াম ইম্প্রেশন এনে দিবে।

সংক্ষেপে বললে, iPhone একটা ফোন না—এটা একজন Creative IT Professional-এর একান্ত সহযোগী।

আপনি যদি চান কাজের গতি বাড়াতে, ব্র্যান্ড ভ্যালু তৈরিতে আর কন্টেন্ট কোয়ালিটিতে লেভেল আপ আনতে—তাহলে iPhone হতে পারে আপনার পরবর্তী সেরা ইনভেস্টমেন্ট।

আপনি এখন কোন ফোন ব্যবহার করছেন? Android নাকি already iPhone ইউজার?
কমেন্টে জানিয়ে দিন—আর যদি গাইডলাইনের দরকার হয় কোন মডেল আপনার কাজের জন্য পারফেক্ট হবে, আমি আছি পাশে।

06/05/2025

Content Creation Tips from My Personal Experience

01/05/2025

আরো দাও গ্রামে wifi 😆😆

24/04/2025

WhatsApp দিয়ে এখন ভিডিও মেসেজ পাঠানো যাবে new cool feature WhatsApp video massage

Address

Kushtia
Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Toufik Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Toufik Hossain:

Share