Md Polash Hossan

Md Polash Hossan Don't wish it,
Work for it
You will be success soon. (O+) Positive.
(2)

এখন থেকে ব্যাংক থেকে সরাসরি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ওয়ালেট যেমন বিকাশ, নগদ এবং রকেট এ টাকা পাঠানো যাবে ...
19/10/2025

এখন থেকে ব্যাংক থেকে সরাসরি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ওয়ালেট যেমন বিকাশ, নগদ এবং রকেট এ টাকা পাঠানো যাবে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের মাধ্যমে, যা ১ নভেম্বর থেকে কার্যকর হবে।।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট আজ (১৩ অক্টোবর) এক সার্কুলারে এই সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে।

এই আন্তঃপরিচালনযোগ্য (interoperable) ব্যবস্থার আওতায় টাকা পাঠানো ও গ্রহণের হার নির্ধারণ করা হয়েছে নিম্নরূপঃ

💰 ব্যাংক → এমএফএস: প্রতি ১,০০০ টাকায় ১ টাকা ৫০ পয়সা

💸 এমএফএস → ব্যাংক: প্রতি ১,০০০ টাকায় ৮ টাকা ৫০ পয়সা

🔁 ব্যাংক → ব্যাংক: প্রতি ১,০০০ টাকায় ১ টাকা ৫০ পয়সা

🏦 ব্যাংক → পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (PSP): প্রতি ১,০০০ টাকায় ২ টাকা

এই পদক্ষেপের মাধ্যমে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় আরও সহজতা ও আন্তঃসংযোগ নিশ্চিত হবে।

শুভ সকাল ফুলের নামটা কি যেন?🤔🤔
19/10/2025

শুভ সকাল
ফুলের নামটা কি যেন?🤔🤔

সব কিছু নিজের ইচ্ছে মত কখনো হয় না।মাঝে মাঝে প্রকৃতি তার নিজের ইচ্ছায় সবকিছু পাল্টে দেয়।
18/10/2025

সব কিছু নিজের ইচ্ছে মত কখনো হয় না।
মাঝে মাঝে প্রকৃতি তার নিজের ইচ্ছায় সবকিছু পাল্টে দেয়।

আজকে আমি আমার কনটেন্ট মনিটাইজেশন বিষয়টি নিয়ে Facebook Meta টিমের সঙ্গে ফোনে বিস্তারিত আলোচনা করেছি।মনিটাইজেশন সম্পর্কি...
17/10/2025

আজকে আমি আমার কনটেন্ট মনিটাইজেশন বিষয়টি নিয়ে Facebook Meta টিমের সঙ্গে ফোনে বিস্তারিত আলোচনা করেছি।
মনিটাইজেশন সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ হয়েছে, ইনশাআল্লাহ শীঘ্রই ভালো কিছু আপডেট আসছে। 🙏💙

পড়ন্ত বিকেলে দুই ভাই মিলে ঘুরতে আসছি।
17/10/2025

পড়ন্ত বিকেলে দুই ভাই মিলে ঘুরতে আসছি।

জুম্মা — মুসলমানদের জন্য এক বিশেষ দিন।এই দিনে আল্লাহ্‌ তায়ালা আমাদের ডেকেছেন এক মহামিলনের জন্য, এক শান্তির আহ্বানে।জুম্...
17/10/2025

জুম্মা — মুসলমানদের জন্য এক বিশেষ দিন।
এই দিনে আল্লাহ্‌ তায়ালা আমাদের ডেকেছেন এক মহামিলনের জন্য, এক শান্তির আহ্বানে।
জুম্মার নামাজ শুধু একটি ফরজ নামাজ নয় — এটি একতা, ভ্রাতৃত্ব ও আত্মশুদ্ধির প্রতীক।

এ দিনে গুনাহ মাফের দরজা খুলে যায়, রহমতের বাতাস বয়ে যায়, আর দোয়া কবুলের মুহূর্তে আকাশের দরজাগুলো খোলা থাকে।
যে মানুষ জুম্মার দিন গোসল করে, সুন্দর পোশাক পরে, মসজিদে আগেভাগে যায় এবং খুতবা মনোযোগ দিয়ে শোনে — তার প্রতিটি পদক্ষেপে এক বছরের নফল রোজা ও নামাজের সমান সওয়াব লেখা হয়।

চলো, আজ আমরা সবাই জুম্মার বারকতে নিজেদের পরিশুদ্ধ করি — অন্তর, আমল ও আত্মায়।
আল্লাহ যেন আমাদের সবাইকে জুম্মার বরকত দান করেন 🤲

---

হ্যাশট্যাগ:
#জুম্মা_মুবারক ☪️ #ইমান #দোয়া #বরকতের_দিন

নির্ঘুম রাত
16/10/2025

নির্ঘুম রাত

১ ও ২ টাকাসহ প্রচলিত ধাতব মুদ্রার লেনদেন বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।বিশেষ করে আমাদের মেহেরপুর জেলায় তো পুরাই ...
16/10/2025

১ ও ২ টাকাসহ প্রচলিত ধাতব মুদ্রার লেনদেন বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।
বিশেষ করে আমাদের মেহেরপুর জেলায় তো পুরাই অচল হয়ে পড়েছে। তাই সর্ব সাধারন কে বিশেষ করে অনুরোধ করা যাচ্ছে যে, পুনরায় সকলে এই টাকার লেনদেন করবেন ।

🎉 I earned the fan favorite badge this week, recognizing me for consistently having meaningful conversations with my fan...
15/10/2025

🎉 I earned the fan favorite badge this week, recognizing me for consistently having meaningful conversations with my fans while sharing unique, relatable content!

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Md Polash Hossan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share