
19/10/2025
এখন থেকে ব্যাংক থেকে সরাসরি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ওয়ালেট যেমন বিকাশ, নগদ এবং রকেট এ টাকা পাঠানো যাবে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের মাধ্যমে, যা ১ নভেম্বর থেকে কার্যকর হবে।।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট আজ (১৩ অক্টোবর) এক সার্কুলারে এই সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে।
এই আন্তঃপরিচালনযোগ্য (interoperable) ব্যবস্থার আওতায় টাকা পাঠানো ও গ্রহণের হার নির্ধারণ করা হয়েছে নিম্নরূপঃ
💰 ব্যাংক → এমএফএস: প্রতি ১,০০০ টাকায় ১ টাকা ৫০ পয়সা
💸 এমএফএস → ব্যাংক: প্রতি ১,০০০ টাকায় ৮ টাকা ৫০ পয়সা
🔁 ব্যাংক → ব্যাংক: প্রতি ১,০০০ টাকায় ১ টাকা ৫০ পয়সা
🏦 ব্যাংক → পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (PSP): প্রতি ১,০০০ টাকায় ২ টাকা
এই পদক্ষেপের মাধ্যমে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় আরও সহজতা ও আন্তঃসংযোগ নিশ্চিত হবে।