Ahnaf Mahdi

Ahnaf Mahdi Life Is Nothing But Towards DEATH

12/06/2025
12/06/2025

Hunza Tour 2024

11/06/2025

Kashmir Tour 2024

03/04/2025

Ego is important in a life but self respect is most important in life..!❤️

25/02/2024

Vanarasi/banaras.
Uttar Pradesh, India.

Varanasi is a city in the northern Indian state of Uttar Pradesh dating to the 11th century B.C. Regarded as the spiritual capital of India, the city draws Hindu pilgrims who bathe in the Ganges River’s sacred waters and perform funeral rites. Along the city's winding streets are some 2,000 temples, including Kashi Vishwanath, the “Golden Temple,” dedicated to the Hindu god Shiva.

BORAN এর ডেলিভারি আগামী মার্চে।তুরস্ক থেকে ক্রয় কৃত 18 টি 105mm এয়ার ট্রান্সপোর্টেবল আর্টিলারির ডেলিভারি আগামী মাসেই স...
25/02/2024

BORAN এর ডেলিভারি আগামী মার্চে।

তুরস্ক থেকে ক্রয় কৃত 18 টি 105mm এয়ার ট্রান্সপোর্টেবল আর্টিলারির ডেলিভারি আগামী মাসেই সম্পন্ন হবে।

গত কয়েক বছর ধরেই বাংলাদেশ সেনাবাহিনীর পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে তুরস্ক। ধীরে ধীরে চীনের একচ্ছত্র বাজারে ভালোই ভাগ বসাচ্ছে তুরস্ক।

🔺ভারতের গাজীপুরে শায়িত রয়েছে ব্রিটিশ গভর্নর কর্নওয়ালিস। বাংলার ইতিহাস পড়তে গিয়ে 'কর্নওয়ালিস' এই নামটির সাথে  আমরা বিশেষভ...
02/01/2024

🔺ভারতের গাজীপুরে শায়িত রয়েছে ব্রিটিশ গভর্নর কর্নওয়ালিস। বাংলার ইতিহাস পড়তে গিয়ে 'কর্নওয়ালিস' এই নামটির সাথে আমরা বিশেষভাবে পরিচিত হয়েছি। ভারতের বারাণসী থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে গাজীপুর শহরে সেই ব্রিটিশ গর্ভনর জেনারেলের স্মৃতির উদ্দেশ্যে তৈরি সমাধিটি রয়েছে। তিনি আমেরিকার প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটনের সাথে যুদ্ধে হেরে যান। কিন্তু এই পরাজয় তার জীবনকে থামিয়ে দেয় নি। পরবর্তীতে ভারতে ন্যায় এবং অন্যায়ভাবে বহু যুদ্ধে তিনি জিতে ছিলেন । অনেক যুগান্তকারী সিদ্ধান্তের জন্যে ব্রিটিশ গভর্নমেন্টে তিনি এক শক্তিশালী জায়গা তৈরি করতে পেরেছিলেন। ভারতের বারাণসীতে তার সমাধিটিকে লর্ড সাহাব বা লাত সাহাব বা লাড সাহাব কা মাকবারা নামেও বলা হয়ে থাকে। আমেরিকাতে তার পরাজয়ের পর তিনি ভারতবর্ষে আসেন। ১৭৮৬ সালে ভারতের দ্বিতীয় গভর্নর জেনারেল এবং কমান্ডার-ইন-চীফ হিসেবে কর্মে যোগদান করেন। মোটামুটি দক্ষতা এবং কৌশলের মাধ্যমে তিনি ব্রিটিশদের সম্পর্কে ভারতবাসীর তীব্র ঘৃণাটাকে কিছুটা হলেও দূর করবার চেষ্টা করেছিলেন। একজন সফল গভর্নর ও সমাজ সংস্কারক হিসেবে নিজেকে পরিচিত করবার চেষ্টায় তিনি নিয়োজিত ছিলেন। প্রথম মেয়াদে ১৭৮৬ থেকে ১৭৯৩ এর অক্টোবর পর্যন্ত তিনি দায়িত্ব পালন করার সময় ১৭৯০ থেকে ১৭৯২ সালে তিনি মহীশুরের যুদ্ধে ব্রিটিশদের হয়ে অবদান রাখেন। মহীশুরের শাসকদের সাথে ব্রিটিশ সেনাবাহিনীর প্রায় ২ বছর ধরে যুদ্ধ চলে। এর আগে টিপু সুলতানের সাথে যুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীর বহু কঠিন সময় পার করতে হয়েছিল।

যে কারণে কর্নওয়ালিস টিপুর সাথে যুদ্ধের আগে টিপু সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করে মাঠে নেমেছিলেন। এবং সাথে নিয়েছিলেন নিজাম এবং মারাঠা বাহিনীকে। এই যুদ্ধে জয়লাভ করে তিনি শ্রী রাঙ্গাপত্তনমে এক চুক্তিতে স্বাক্ষর করান টিপু সুলতানকে। সেই সময় ব্রিটিশরা টিপুর রাজত্বের অনেকটা অংশই দখল করে নিয়েছিল। আরেক ধাপ এগিয়ে গিয়ে টিপু সুলতানের ছেলেদেরকেও জিম্মি করে ৩ কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করেন কর্নওয়ালিস। তবে অত্যন্ত ধূর্ত এই গভর্নর জেনারেল মারাঠা এবং নিজামদের সাথে নিলেও তাদেরকে খুব একটা এগুতে দেননি। কারণ বিজয়ের পর লর্ড কর্নওয়ালিস নিজেই বলেছিলেন আমরা আমাদের শত্রুকে পরাজিত করেছি কিন্তু বন্ধুদের শক্তিশালী হতে দেই নি। এই যুদ্ধ তার আত্নবিশ্বাসকে আরও বাড়িয়ে দেয়। ব্রিটিশ গভর্নমেন্টের কাছে তার ভাবমূর্তি আরও শক্তিশালী হয়।

Address

Jessore
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahnaf Mahdi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share