Oliullah mir juyel

  • Home
  • Oliullah mir juyel

Oliullah mir juyel ঘুরে বেড়াতে পছন্দ করি �

02/11/2024

হাবলু আর বাবলু, দুই ভাই
একটা আমগাছে ঢিল ছুড়ছিল।
হাবলু: ভাইয়া,এতক্ষণ ঢিল ছুড়ছি, তবু
আমটা পরছেনা। আমার মনে হয়
আমটা এখনো কাঁচা।
বাবলু: হুম ! বৃথা কষ্ট করে কি লাভ? তুই
এক কাজ কর তো, গাছ
বেয়ে অপরে উঠে যা।
হাবলু অনেক কষ্টে গাছের অপরে উঠল।
হাত বাড়িয়ে আমটা টিপে বাবলু
কে জানাল, “ভাইয়া, আমটা পাকা !
বাবলু: গুড ! জলদি নীচে নেমে আয়। দুই
ভাই মিলে ঢিল ছুরে আমটা পারতে খুব
বেশি দেরি হবে না !

02/11/2024

🤔🤔🤔🤔🤔🤔মানুষ কোনো ভুল করলে, সে বলে ইবলিশ শয়তান ধোকায় করে ফেলছি। অন্যদিকে, ইবলিশ সয়তান, তার নাম ইবলিশ শয়তান হাওয়ার পূর্বে তার নাম ছিল আজাজিল।সে আল্লাহর সবচেয়ে বেশি ইবাদত করেছে।যখন আল্লাহ সকল ফেরেস্তাকে সেজদা দিতে বল্লো তখন আজাজিল বা (ইবলিশ শয়তান) সেজদা দিলো না। তখন আল্লাহ তাকে ইবলিশ শয়তান হিসেবে আখ্যায়িত করলো, তার পূর্বে কোন শয়তান ছিলো না । আমার প্রশ্ন? (((((((আজাজিল(ইবলিশ শয়তান) তখন কোন,,শয়তানের,, প্ররোচনা বা ধোকায় সেজদা না দিয়ে ভুলটি করলো 🤔?))))))🤔🤔🤔

01/11/2024

Dinner করছো কিনা বলার কেউ নাই। এজন্য রাতে Dinner করি না। অল্প করে ভাত খেয়ে শুয়ে পড়ি।😓

20/10/2024

বাণিজ্য বিভাগের কয়েকজন ছাত্র চায়ের দোকানে বসে মার্কেটিং নিয়ে আলোচনা করছিল। একজন বয়স্ক ভদ্রলোক তাদের আলোচনা মন দিয়ে শুনছিলেন।

হঠাৎ ভদ্রলোকটি ছাত্রদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি তোমাদের নতুন শিক্ষক। আমি কি মার্কেটিং বিষয়টি সহজ দুএকটি কথায় ব্যাখ্যা করতে পারি?

ছাত্ররা কৌতূহলী হয়ে তার দিকে তাকাল।

ভদ্রলোক বলতে শুরু করলেন, মনে করো তুমি কোনো বিয়ে বাড়ীতে দাওয়াত খেতে গিয়েছ। তো সেখানে এক অসামান্য সুন্দরী মেয়ের দেখা পেলে।

🛑 তুমি তার কাছে গিয়ে বললে, "আমি উচ্চশিক্ষিত এবং ধনী। তুমি কি আমায় বিয়ে করবে?" এটাকে বলে সরাসরি বিপণন (ডাইরেক্ট মার্কেটিং)।

🛑 তোমার বন্ধু তার কাছে গিয়ে তোমাকে দেখিয়ে বলল, "ও উচ্চশিক্ষিত এবং ধনী। তুমি কি ওকে বিয়ে করবে?" এটাকে বলে বিজ্ঞাপন।

🛑 মেয়েটি নিজেই তোমার কাছে এগিয়ে এসে বলল, 'আপনি উচ্চশিক্ষিত এবং ধনী। আপনি কি আমায় বিয়ে করবেন?' এটাকে বলে ব্র্যান্ড ভ্যালু।

🛑 তুমি বিয়ের প্রস্তাব দেবার পর মেয়েটি জানাল যে, সে বিবাহিতা। এটাকে বলে চাহিদা ও জোগানের ফারাক (ডিম্যান্ড সাপ্লাই গ্যাপ)।

🛑 তুমি মেয়েটির কাছে গিয়ে কিছু বলার আগেই আরেকজন তাকে বিয়ের প্রস্তাব দিল এবং মেয়েটি সম্মত হয়ে তার সাথে চলে গেল। এটাকে বলে প্রতিযোগিতা (কম্পিটিশন)।

🛑 তুমি মেয়েটিকে বিয়ের অফার দেবার সাথে সাথে সে তোমার গালে ঠাস করে একটা চড় মারল। এটাকে বলে উপভোক্তার প্রতিক্রিয়া (কাস্টমার্স ফিডব্যাক)।

🛑 তুমি যখন মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিলে সেই সময় তোমার স্ত্রী এসে উপস্থিত হল। এটাকে বলে নতুন ব্যবসাক্ষেত্রে প্রবেশ করার ঝুঁকি (রিস্ক অফ এন্টারিং নিউ মার্কেট)।

🛑 তুমি যখন মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিলে সে রাজি হয়ে গেল। বিয়ের বছরখানেক পর তোমাদের ঘরে একটি ছেলে বা মেয়ে সন্তান জন্মগ্রহণ করল। একে বলে উৎপাদন (প্রডাকশন)‌।

ছাত্ররা হতভম্ব!

20/10/2024

প্রাচীন মিশরে পাতলা কোমরের মেয়ের খুব কদর ছিল। যে মেয়ে যত স্লিম, তাকে তত আকর্ষণীয় ধরা হত।
কিন্তু এসব পাতলা কোমরের মেয়েরা যখন বিয়ে করতো, তখন তারা বেছে বেছে মোটা ভুঁড়িওয়ালাদেরই বিয়ে করতো।
কারণ সেসময়ে ভাবা হত, ধনীরা গরীবদের চেয়ে ভাল মন্দ খায় । তাই মোটা লোকরা আর্থিকভাবে সচ্ছল ও ধনবান হয়।
তখন দেখা যেত, অনেক পুরুষই কৃত্রিমভাবে মোটা হওয়ার চেষ্টা করত। আবার মাথায় টাকওয়ালা পুরুষদের ভাবা হত মহাজ্ঞানী । তাদেরও বেশ কদর ছিল।
মধ্যযুগে এসে মোটা মেয়েদের কদর খুব বেড়ে যায়। কারণ তাদের ধনী-অভিজাত পরিবারের ভাবা হত। কারণ, একগাদা দাসী থাকার কারণে তাদের কোন কাজই করতে হতো না। ফলে কাজ না করার জন্য মোটা হয়ে যেত, সেটাই ছিল আভিজাত্যের প্রতীক।
আসলে সৌন্দর্যের সংজ্ঞা যুগ ভেদে একেক রকম।
আজ সারা বিশ্বে প্রচার করা হচ্ছে মেয়েদের জন্য ফর্সা মানেই সুন্দর, জিরো ফিগার মানেই আকর্ষণীয়। এই জন্য দু'বেলা হাফ প্লেট ভাত খেয়ে দুর্বল শরীর নিয়ে হলেও ফিগার জিরো মেইনটেইন করায় ব্যস্ত সবাই।
অথচ আগের যুগে জিরো ফিগারের মেয়ে দেখলে লোকে নির্ঘাত ভাবতো, মেয়েটা নিশ্চয় কাঙ্গাল পরিবারের। না খেতে পেয়ে এমন শুকিয়ে গেছে।
এগুলো আসলে কিছুই না। সবই কর্পোরেট ব্যবসা। মোটা বা চিকন, কালো বা ফর্সা- কোনটা ফ্যাশন এটা নির্ধারণ করে কর্পোরেট ব্যবসায়ীরা। তারাই তাদের প্রয়োজনে বিভিন্ন সময়ে সৌন্দর্যের বিভিন্ন সংজ্ঞা দেয়, আর আমরা সেই অনুযায়ী সুন্দর হওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ি।
ফোর্বস ম্যগাজিন অনুযায়ী বিশ্বে প্রতিবছর কসমেটিক ব্যবসা হয় প্রায় ২৭০ বিলিয়ন ডলার
(১ বিলিয়ন= ১০০ কোটি)!!!
এর মধ্যে L'oreal এবং Maybelline কোম্পানি সবচেয়ে বেশি ব্যবসা করে। সৌন্দর্যের বিষয় নিয়ে মাথা ঘামায় দুধরনের মানুষেরা।

এক:- কর্পোরেট ব্যবসায়ীরা, ব্যবসায়িক স্বার্থে।

দুই:- যাদের নিজস্ব কোন যোগ্যতা নেই, তাই সৌন্দর্যকেই এরা যোগ্যতা মনে করে।

তবে, আমার কাছে যদি সৌন্দর্যের সংজ্ঞা চাওয়া হয়, তবে আমি বলবো যোগ্যতাই মানুষের আসল সৌন্দর্য।
এরপরেও যারা নিজেদের সুন্দর ভাবে না, তারা নিজের সৌন্দর্য বাড়ানোর চেষ্টা বাদ দিয়ে যোগ্যতা বাড়ানোর চেষ্টা করা উচিত। যোগ্য মানুষ দেখতে যেমনি হোক না কেন, তাদের দেখতে কিন্তু সুন্দরই লাগে।
জীবনের এক পর্যায়ে এসে এটাই একমাত্র বাস্তব সৌন্দর্য হয়ে দাঁড়ায়।

17/10/2024

তুই মশা মশার মতো থাকবি🤨 উড়বি,ধুরবি,রক্ত খাবি,😡তুই কেন কানের কাছে গান গাইবি?😾অনেক বড় শিল্পি ভাবিস নিজেকে⁉️😡🤬

15/10/2024

Class 6 এর এক ছোট বোন পোস্ট দিছে আলহামদুলিল্লাহ আমার বাবু পাশ করছে!🙂

রাস্তায় রাস্তায় ঘুরে অনেক কিছুই শিখেছি। #বাংলা  #আমাদের
14/10/2024

রাস্তায় রাস্তায় ঘুরে অনেক কিছুই শিখেছি।

#বাংলা #আমাদের

কলকাতার হাওড়া ব্রিজ।
14/10/2024

কলকাতার হাওড়া ব্রিজ।

থোকা থোকা সাদা কালো মেঘের আনাগোনা পাহাড়ের সৌন্দর্যকে যেন আরো বাড়িয়ে তোলে, এমন দৃশ্য পাহাড়ের সৌন্দর্যকে অন্য সকল প্রা...
13/10/2024

থোকা থোকা সাদা কালো মেঘের আনাগোনা পাহাড়ের সৌন্দর্যকে যেন আরো বাড়িয়ে তোলে, এমন দৃশ্য পাহাড়ের সৌন্দর্যকে অন্য সকল প্রাকৃতিক দৃশ্য থেকে আলাদা করে।

28/09/2024

পরাজয়কে মেনে নিলেই তুমি পরাজিত।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Oliullah mir juyel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share