Noman Vlog

Noman Vlog Canva Designer

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Md Ashad, Shakil S Ahmed, Md Sobuj
21/07/2025

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Md Ashad, Shakil S Ahmed, Md Sobuj

19/07/2025

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

18/07/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! H.M. Sultan Khan, Md Walid, MD Josim Uddin, Bojlur Rahman...
16/07/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! H.M. Sultan Khan, Md Walid, MD Josim Uddin, Bojlur Rahman, Mdranaahmeid Mdranaahmeid, MdZohir Uddin MdZohir Uddin

26/05/2024

যারা কলেজে ভর্তি হবা তাদের বলতেছি,
ইন্টারে আর্টস নিতে ভুইলো নাহ।। বহুত ইজি! ইতিহাসের কাহিনী পড়তে পড়তে
এক্স এর কাহিনী কেন পুরো ছোটবেলার কাহিনীই ভুইল্লা যাইতে পারবা।

আইসিটি আরো সোজা দেখবা ১+১ যোগ করলে ১০। (এইটা শুনে পাশের বাসার আন্টির গঞ্জিকা সে'ব'নের উপাধি ও পাইলে পাইতে পারো)

লজিক গেইট পড়তে পড়তে নিজের বাসার গেইট ভুইলা যাইবা।🙂

ভূগোল একদম সোজা। প্রথম পত্র তে তো পৃথিবীর গঠন পড়তে পড়তে নিজের শরী'রের গঠনের কথাই মনে থাকবেনা।
আর দ্বিতীয় পত্র কি আর বলব, না পড়েই পাস করবা।

অর্থনীতি তো কথায় নাই। ঠিকমত না পড়লেও নাম্বার। সারাদিন কিভাবে অর্থের উন্নয়ন করা যায় সেটা নিয়ে ভাববা আর দিনশেষে নিজের পকেট ফাঁকা।🙂
পৌরনীতি তো খালি বুঝবা কোন সরকার কি করল, আর রাজ'নীতি নিয়া ঘুরবা তাইলেই পাস।

আর যুক্তিবিদ্যা? কি আর বলব? বান্ধুবীর bf রে ভাল্লাগে! তুমি বান্ধুবীরে ভালোবাসো আর বান্ধুবী তার bf রে, তার মানে তুমি বান্ধুবীর bf রেও ভালোবাসো। এটাই যুক্তিবিদ্যা..!

'এসো নবীন দলে দলে, মানবিক বিভাগের ছায়াতলে'
এসো নবীন ভ'য় নাই, মানবিকে চা'প নাই।🙂

একদম সোজা কোনো পে'চ নাই,, 🙂

নিয়মিত মজার মজার গল্প সহ সব ধরনের গল্প পেতে আইডিটা ফলো দিয়ে রাখুন👉
RDX Ñõmãñ

25/05/2024

কিয়ামতের দিন.....!
একটু সময় নিয়ে পড়বেন শয়তানের বুদ্ধিতে এড়িয়ে যাবেন না......

রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন সবচেয়ে ব্যস্ত । পুলসিরাত, মিযানের পাল্লা, হাউসে কাউসার একসাথে ছুটাছুটি করতে থাকবেন 'ইয়া উম্মাতি'! 'ইয়া উম্মাতি'! বলে।

জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম উনাকে তুলবেন কবর থেকে।

রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবেন,'কী ব্যাপার জিব্রাইল! আমার উম্মাত কী উঠেছে?'

ওইদিকে আবার মূসা কালিমুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরশের খুটি ধরে আছেন আর বলছেন 'ইয়া নাফসি! ইয়া নাফসি!'

সেদিন ইমামুল আম্বিয়ার মুখে থাকবে 'উম্মাতি! উম্মাতি!' আর, সেদিন তাঁর পায়ে থাকবে দৌড় আর মুখে থাকবে আওয়াজ!

রাসূল সাল্লাল্লাহু আলাইসি ওয়াসাল্লাম খুব অশান্ত ছোটাছুটি করছেন। হঠাৎ উনার মনে পড়ে, আমার উম্মাত ক্লান্ত, পিপাসার্ত নয়তো! ছুটে যান হাউজে কাউসারে। হ্যাঁ, এইতো পিপাসার্ত উম্মাত। নিজের হাতে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন আর বলবেন পান করো। আর কখনো তৃষ্ণার্থ হবে না।

হঠাৎ মনে হবে মিযানের সামনে দাড়ানো উম্মাতের কথা। ছুটে যাবেন সেখানে। দেখবেন উম্মাতের বাম পাল্লা ভারি হয়ে যাচ্ছে।

পেরেশান, তিনি হয়রান !!!

অতঃপর দৌড়ে যাবেন দুরূদের পিটারার সামনে। যেখানে তাঁর জন্য পড়া দুরূদ উম্মাতের নামসহ একটা বক্সের মধ্যে জমা আছে। সেখান থেকে দুরূদ নিয়ে ডান পাল্লায় দিতে থাকবেন যতক্ষণ না তা বাম পাল্লা থেকে ভারি হয়ে যায়।

মাক্বামে মাহমুদের পাশে উনার জন্য আসন পাতা থাকবে৷

আল্লাহ বলবেন۔ 'হে নবী বসুন।'

তিনি উত্তরে বলবেন, 'না বসবো না।'

আল্লাহ্ বলবেন - 'জান্নাতে যান!'

নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন- 'না, যাবো না!'

আল্লাহ্ বলবেন- 'জান্নাতের পোশাক পড়ুন!'

নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন- 'না, পড়বো না!'

আল্লাহ্ বলবেন - 'বোরাকে উঠুন!'

নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন- 'না, উঠবো না। আমি চলে গেলে উম্মাতের কী হবে?'

কিয়ামতের দিন মানুষ তার ভাই থেকে, সন্তান থেকে, পিতা-মাতা থেকে পালিয়ে বেড়াবে।

কিয়ামতের দিন এক রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ কাউকে চিনবেনা।
অতএব রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সূন্নাত ও আদর্শ অনুসারে জীবন তৈরি করা। আল্লাহ

সবাই কে হেদায়াত দান করুক........🖤🖤

30/12/2023

---কাল আমার বিয়ে। প্লিজজ তুমি আমাকে মাপ করে দিও।

---সম্পর্কের আজ ২ বছর হলো হঠাৎ বলতেছো কাল তোমার বিয়ে। এই সবের মানে কি কনিকা?

---আসলে আমি আমার বাবা মাকে কষ্ট দিতে পারবো না। তাই ওদের পছন্দের ছেলেকেই বিয়ে করতে রাজি হয়েছি।

ছেলেটি : তাহলে আমার কি হবে শুনি।

মেয়েটি : তুমি সুন্দর দেখে অন‍্য একটি মেয়েকে বিয়ে করিও।

ছেলেটি : আচ্ছা যার সঙ্গে তোমার বিয়ে হবে সেই ছেলেটা কি করে জানতে পারি।

মেয়েটি : সে একটি বিশাল বড় কোম্পানিতে চাকরি করে মাসের বেতন ১ লক্ষ + টাকা।

ছেলেটি : ওহ তুমি কি এই বিয়েতে সত্যি রাজি।

মেয়েটি : হুমমম। কারন তুমি বেকার কিচ্ছু করোনা তোমার কথা বাসায় কিভাবে বলি।

ছেলেটি : তুমি বলেছিলে শুন‍্য পকেটে আমার পাশে থাকবে। এখন যেইনা একজন প্রতিষ্ঠিত ছেলে পাইছো এখন আমাকে ভুলে গেলা।

মেয়েটি : তখন আবেগের বশে বলেছিলাম। একটি জিনিস ভেবে দেখো হাসিব এই পৃথিবীতে টাকা পয়সা ছারা কোন কিছুর দাম নেই।

ছেলেটি : আমরা তো দুজন দুজনকে ভালোবাসি এখানে টাকা পয়সার প্রসঙ্গ আসতেছে কেনো।

মেয়েটি : তুমি কি ভাবছো তোমার মতো বেকার ছেলেকে বিয়ে করে আমার ক‍্যারিয়ার শেষ করবো।

ছেলেটি : সেটাও ঠিক।

মেয়েটি : আচ্ছা ফোন রাখলাম আর কখনো আমাকে ফোন দিওনা।

ছেলেটি : এইইই আমার আর একটি কথা শোন প্লিজজজ।

মেয়েটি : বলো।

ছেলেটি : তোমার সঙ্গে যেই ছেলেটির বিয়ের কথা ঠিক হয়েছে সেই ছেলেটি আর অন‍্য কেউ না সেটা হলাম আমি। বেশ কিছুদিন হয় আমার চাকরিটা হয়েছে। ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দিবো। কিন্তু তার আগে তুমি যে এমন সারপ্রাইজ দিবা ভাবতে পারিনাই। যাক আল্লাহ্ যা করে ভালোর জন্যেই করে।

মেয়েটি : মানে কি।

ছেলেটি : এতো কিছু বলতে পারবোনা। তোমার বাবা কে জিঙ্গেস করো তোমার সঙ্গে যার বিয়ে হবে সেই ছেলেটির নাম কি।

"এই কথাটি শুনার সঙ্গে সঙ্গে মেয়েটি তার বাবার কাছে চলে আসে। এসেই দেখে তার বাবা কার সঙ্গে জেনো ফোনে কথা বলতেছে।

"ফোনে কথা বলা শেষে মেয়েটি জিঙ্গেস করে।

মেয়েটি : বাবা আমার যার সঙ্গে বিয়ে হবে ওর নাম কি জানতে পারি কি।

"তখন মেয়েটির বাবা কান্না জরিত কন্ঠে উত্তর দেয়।

---মারে ছেলেটর নাম হলো হাসিব। কিন্তু এই বিয়েটা আর হবে না।

মেয়েটি : কেনো বাবা?

---কারন হঠাৎ করেই ছেলেটি বলতেছে। ওর নাকি তোকে পছন্দ হয়নি। তুই নাকি লোভি টাইপের।

"এই কথাটি শুনে মেয়েটির আর বুঝার বাকি রইলোনা এটা তার boyfriend হাসিবের কাথা।

"শূন‍্য পকেটে

06/12/2023

মেয়ে : ও রিকশাওয়ালা ভাই যাবেন,

ছেলে : হ্যাঁ, যাবো কোথায় যাবেন

মেয়ে : আমি যেখানে নিয়ে যাবো সেখানে যাবেন

ছেলে : আচ্ছা, ঠিক আছে বসেন

মেয়ে : ভাইয়া একটু আস্তে আস্তে রিকশা চালাবেন

ছেলে : ওকে

মেয়ে : ওকে চালান

ছেলে : আচ্ছা! কিছু মনে না করলে একটা কথা বলতে পারি

মেয়ে : অবশ্যই

ছেলে : আমার এই ফুল কয়টা ধরবেন

মেয়ে : ওকে দেন

ছেলে : আচ্ছা! আপনি কোথায় নামবেন নামার আগে আমাকে বলবেন

মেয়ে : আচ্ছা! ঠিক আছে

ছেলে : তাহলে চালালাম 🛺

মেয়ে : এতো সুন্দর একটা ছেলে রিকশা চালায় কেনো

ছেলে : মেয়েটি মনে হয় আমার কথা কিছু ভাবছে 🤔

মেয়ে : আচ্ছা, ভাইয়া আপনি কি করেন

ছেলে : 😃 গরীব মানুষের আবার লেখা পড়া আছে নাকি

মেয়ে : কেনো লেখা পড়া নাই কেনো

ছেলে : লেখা পড়া করে কি হবে সেই তো রিকশা চালিয়ে খেতে হবে 🛺

মেয়ে : তার একটুও পড়েননি আপনি

ছেলে : হ্যাঁ

মেয়ে : কোন পর্যন্ত

ছেলে : মাস্টার্স কমপ্লিট

মেয়ে : কি বলেন

ছেলে : বিশ্বাস হচ্ছে না

মেয়ে : হ্যাঁ হবে না কেনো

ছেলে : আপনি আর কত দূরে যাবেন

মেয়ে : আর বেশি দূরে না

ছেলে : ওকে

মেয়ে : আচ্ছা! ভাইয়া আপনার জীবনে প্রেম করছেন

ছেলে : কি বলেন এসব

মেয়ে : কেনো

ছেলে : গরীবের কপালে লেখা পড়া আর প্রেম ভালোবাসার কোনো মূল্য নেই ☹️

মেয়ে : তাই নাকি

ছেলে : তাই নাকি

মেয়ে : ছেলেটি বারবার পিছনে ফিরে তাকানোর কারণ কি 🤔

ছেলে : মেয়েটি তো দেখতে মাশাআল্লাহ খুব সু্ন্দর

মেয়ে : ছেলেটি কি আমার প্রেমে পড়ে গেলো নাকি

ছেলে : মেয়েটি মুছকি হাসছে কেনো

মেয়ে : আচ্ছা, ভাইয়া আপনি আমার দিকে বারবার তাকাচ্ছেন কেনো, আমি তো দেখতে সুন্দর না

ছেলে : বর্তমান যুগে সাদা চামড়াকে আমি অনেক ভয় পায়

মেয়ে : কেনো

ছেলে : সে অনেক কাহিনী, যাই হোক আপনি আর কত দূরে যাবেন

মেয়ে : আমি কি একটা কথা বলতে পারি

ছেলে : হ্যাঁ, সমস্যা নাই

মেয়ে : আমি তোমাকে ভালোবাসি

ছেলে : Sorry

মেয়ে : Sorry কেনো

ছেলে : প্রেম ভালোবাসা আমার পছন্দ না

মেয়ে : প্রেম ভালোবাসা পছন্দ যদি না হয়, তাহলে এতো সময় ধরে পিছনে ফিরে আমার দিকে তাকাচ্ছিলেন কেনো

ছেলে : আরে পাগল মেয়ে! ছেলেদের জিনিস অনেক মেয়েরা হাতে নিয়ে পরে ফেলায় দেয়, তাই আমি পিছনে ফিরে ফিরে দেখছিলাম ফুল গুলা তোমার হাতে আছে কিনা🙆🤣
লেখক : RDX ÑõmRDX ÑõmãñRDX Ñõmãñ

04/12/2023

আম্মু : নীল বেলা ৮ টা বাজে, তুই এখনোও ঘুমাচ্ছিস !!😠😠

নীলা : না মা, আমি তো ঘুমাচ্ছি না !!✌✌

আম্মু : ঘুমাচ্ছিস না ? তো কি করচ্ছিস ??😠😡

নীলা : সারারাত ঘুমিয়ে অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই একটু রেস্ট নিচ্ছি 🤕🤕

আম্মু : 😡😡😡

🤣🤣🤣🤣🤣 RDX Ñõmãñ 🤣🤣🤣🤣RDX ÑõmãñমRDX Ñõmãñ'য়ে যেতে নতুন নতুন গল্প পেতে আমার পেজটা ফলো করে রাখুন 🥰

Address

Darsana
Khulna

Telephone

+8801789435768

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noman Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share