14/06/2025
পাইকগাছার রাড়ুলীতে এজেন্ট ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা এবং মোবাইল ছিনতাই ও একজন ছিনতাইকারী আটক
শেখ আসাদুজ্জামান মুকুল,
খুলনা জেলার পাইকগাছা উপজেলা রাড়ুলি ইউনিয়নে বিকাশ নগদের এজেন্ট সাধন দেবনাথ এর কাছ থেকে নগদ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকাসহ তিনটা লোডের মোবাইল এবং সিম ছিনতাই হয়েছে। ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় একজন ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। ঘটনা ঘটে শুক্রবার রাত সাড়ে দশটায় সাধন দেবনাথ বাঁকা বাজারের দোকান থেকে বাড়ি ফেরার পথে বালিশ পুকুরের কাছে আসলে চারজন ছিনতাইকারী তাকে আক্রমণ করে একজন তাকে হাতুড়ি দিয়ে হাঁটু মালা আঘাত করে অন্যজন তার গলায় ছুরি মারার চেষ্টা করলে, সে হাত দিয়ে ঠেকিয়ে নিজেকে রক্ষা করো। তারা তার কাছ থেকে তার কাছে থাকা নগদ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকাসহ ক
তিনটা লোডের মোবাইল এবং সিম ছিনতাই করে নিয়ে যায়। এ সময় তার চিৎকার শুনে ও কয়েকজন ছুটে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা একজন ছিনতাইকারী আটক করে এবং বাকিরা পালিয়ে যায় । আটক ছিনতাইকারীর নাম তুহিন দাস সে একই ইউনিয়নের ষষ্ঠীতলা বাজারের দাসপাড়ার বাসিন্দা। তবে টাকা, লোডের মোবাইল এবং সিম পাওয়া যায়নি। রাড়ুলি ক্যাম্প ইনচার্জকে জানানো হলে তিনি আটক ছিনতাইকারীকে থানায় নিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত সাধন দেবনাথ পাইকগাছা হসপিটাল ভর্তি রয়েছে। ডাক্তার জানিয়েছে তিনি আশঙ্কা মুক্ত। তবে ছিনতাই হয়ে যাওয়া টাকা এবং মোবাইল এখনো উদ্ধার হয়নি।