Free Emotion

Free Emotion I will post media & Entertainment. so, please follow my page & support me.

আর একটাবার যুদ্ধ হোক দেশের প্রতিটি ইঞ্চি স্বাধীন হোক✊তুমি পাহাড়ি, তুমি বাংলাদেশের ৬৪ জেলায় যেকোনো সময় যেতে পার, চাকরি কর...
22/09/2024

আর একটাবার যুদ্ধ হোক দেশের প্রতিটি ইঞ্চি স্বাধীন হোক✊
তুমি পাহাড়ি, তুমি বাংলাদেশের ৬৪ জেলায় যেকোনো সময় যেতে পার, চাকরি করতে পার, পড়ালেখা করতে পার। তাহলে আমি কেন তোমার পাহাড়ে ঘুরতে গেলে আর্মির পাহারা লাগে? আমি কেন সেখানে ইচ্ছেমতো ঘুরতে পারিনা? আমার কেন পার্বত্য চট্টগ্রামে যেতে হলে অনেক বাস একসাথে হয়ে বিজিবির কড়া পাহাড়ায় যেতে হয়? তাও আবার বিকেলের মধ্যেই আমাকে ঢুকতে হবে। তোমার পাহারে গিয়ে কেন আমার নিরাপত্তা থাকে নাহ। আমার সাথে কেন চুরি ডাকাতি, আমার কেন জীবন নাশের ভয়। দেশ স্বাধীন কিন্তু পাহাড়ী এলাকা এখনো স্বাধীন হয় নাই।
©️

৫ আগস্ট গণভবনে ঢুকে আমি প্রথমে পুকুর পারটায় যেয়ে বসি। কেউ পুকুর পাড়ে বসে কাঁদছে, কেউ গোসল করছে, কেউ মাছ ধরছে। সবার মাঝে ...
07/09/2024

৫ আগস্ট গণভবনে ঢুকে আমি প্রথমে পুকুর পারটায় যেয়ে বসি। কেউ পুকুর পাড়ে বসে কাঁদছে, কেউ গোসল করছে, কেউ মাছ ধরছে। সবার মাঝে মুক্তির আনন্দ।
এর মধ্যে এক মধ্য বয়সী ভদ্রলোক আমার পাশে এসে বসেন। যে গ্রুপটা সর্বপ্রথম গণভবনে ঢুকে তাদের মধ্যে তিনি একজন। লোকটা নানান গল্প করতে করতে বেশ বিষন্ন হয়ে যায়।
একটা পর্যায়ে বলে, জানেন ভাই, এই মহিলা দুপুরে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তার ডাইনিংয়ে ১০-১২ পদের আইটেমের বুফে প্রস্তুত ছিল। একদম গরম টাটকা খাবার।
তার ফ্রিজ্গুলো খুলে দেখেছিলাম। এত বড় বড় পাংগাস মাছ আমি জীবনেও দেখিনি।
অন্তত ১০-১২ টা আস্ত ইলিশ মাছ দেখেছি। একেকটা ১.৫ কেজির কম না।
একটা গরীব দেশে এই মহিলা রানীর মত বসবাস করছিল। অথচ এই মহিলা আমাদেরকে পিয়াজ ছাড়া, তেল ছাড়া রান্না করতে বলতো, বাচ্চাদেরকে কাঁঠালের বার্গার খাওয়াতে বলতো, ভাতের বদলে আলু খেতে বলতো।
আমার বাচ্চা অনেক দিন ইলিশ মাছ খায় না। সাধ্য হয় না কেনার। বলতে বলতে লোকটা কেঁদে ফেললো।
আমি কিচ্ছু ধরি নাই। খুব ঘৃনা লেগেছে এই খাবারগুলো দেখে।
তারপর চোখ মুছতে মুছতে বললো, শেখ হাসিনা এদেশের মানুষকে প্রচন্ড ঘৃণা করতেন আর আমাদের কস্ট দেখে আনন্দ পেতেন।
কথা সত্য। উনি আমাদেরকে ঘৃনা করতেন, অসম্ভব রকমের ঘৃনা করতেন।
সর্বপরি আমি মনে করি যেখানে দেশের হাজার হাজার কোটি টাকা পাচার এবং হাজার হাজার মানুষকে ঘুম খুন হত্যা করা হয়েছে সেইখানে এইসব সাধারণ ব্যাপার।
- Shahriar Ahmed Sadib

 #চাকরির বয়স সীমা ৩৫ করা হোক। #যাদের চাকরি হবে না, তাঁদের মূল সার্টিফিকেট সরকারী ব্যাংকে জমা দিবে,,৭দিনের মধ্যে ব্যাংক ...
05/09/2024

#চাকরির বয়স সীমা ৩৫ করা হোক।
#যাদের চাকরি হবে না, তাঁদের মূল সার্টিফিকেট সরকারী ব্যাংকে জমা দিবে,,৭দিনের মধ্যে ব্যাংক থেকে বিনা সুদে ঋণ দেবে।সেই টাকা দিয়ে ব্যবসা করবে।
#যেমন এসএসসি সার্টিফিকেট জমা দিলে ২ লাখ টাকা ব্যাংক দিতে বাধ্য থাকিবে।
#এইচএসসি সার্টিফিকেট জমা দিলে ৩লাখ টাকা ব্যাংক দিতে বাধ্য থাকিবে।
# স্নাতক ডিগ্রিধারী সার্টিফিকেট জমা দিলে ৪লাখ টাকা ব্যাংক দিতে বাধ্য থাকিবে।
#এম.এ পাশ সার্টিফিকেট জমা দিলে ৫লাখ টাকা ব্যাংক দিতে বাধ্য থাকিবে।
#-বি-দ্র:সকল শিক্ষিত বেকার যুবক এক সঙ্গে আওয়াজ তুলুন!!
ইনশাআল্লাহ ❣️ জীবনে ভালো কিছু হবে আশা করি!!
#কপিপোস্ট🙏🙏🙏

পুরুষ শাসকের উপকারিতা অতিতে কোন শাসকের সামনে তাদেরকে এতটা হাস্যোজ্জ্বল দেখেছেন? উত্তর হবে না। কেননা আমি হলফ করে বলতে পার...
01/09/2024

পুরুষ শাসকের উপকারিতা
অতিতে কোন শাসকের সামনে তাদেরকে এতটা হাস্যোজ্জ্বল দেখেছেন? উত্তর হবে না। কেননা আমি হলফ করে বলতে পারি, আলেমগণ একজন পুরুষ শাসকের সাথে মনখুলে কথা বলেছেন, কথা বলার সময়, হাসি দেওয়ার সময়, মুসাফাহা করার সময় তাদের শারিরীক অবকাঠামো দেখেই বুঝা যাচ্ছে তারা যথেষ্ট স্বাভাবিক ছিলেন।
এরপরও বারবার ব্যর্থতার দিকে ছুটে চলেছি আমরা, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অবশ্যই সন্দেহাতীতভাবে সত্য। মনোযোগ দিয়ে পড়ুন-
আবূ বাকরাহ (রাঃ) বলেন, সে বাণীটি হলো, যখন নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এ খবর পৌঁছল যে, পারস্যবাসী কিসরা কন্যাকে তাদের বাদশাহ মনোনীত করে-
لَنْ يُفْلِحَ قَوْمٌ وَلَّوْا أَمْرَهُمْ امْرَأَةً
সে জাতি কক্ষণো সফল হবে না, স্ত্রীলোক যাদের প্রশাসক হয়। বুখারী-৪৪২৫
আগামীর বাংলাদেশ এমন হাস্যোজ্জ্বল ও সুন্দর চাই। কোনো বৈষম্য চাই না।
#কপি_পোস্ট_______

30/08/2024

শিক্ষক যদি নিজেকে দলীয় কর্মীর পরিচয় না দিয়ে শিক্ষক হিসেবে নিজেকে পরিচয় দিতেন তাহলে আজকের এই দুর্দশা জাতি দেখত না।

30/08/2024

"স্যারের কাছে প্রাইভেট পড়লে পাস, না পড়লে ফেইল" এই ব্যবসা শুরু হওয়ার পর থেকেই শিক্ষকরা ছাত্রসমাজের কাছে তাদের সন্মান হারাইছেন !

ম্যাপের বিশাল এই অংশটিই ছিল বাংলাদেশ।যা ছিল ১৩৫২-১৫৭৬ সাল পর্যন্ত বাংলা সালতানাত/শাহী বাঙ্গালা/সুলতানি বাংলা নামে।আমরা য...
30/08/2024

ম্যাপের বিশাল এই অংশটিই ছিল বাংলাদেশ।
যা ছিল ১৩৫২-১৫৭৬ সাল পর্যন্ত বাংলা সালতানাত/শাহী বাঙ্গালা/সুলতানি বাংলা নামে।
আমরা যারা ২০২৪ সালে এসেও এরকম একটি ম্যাপের চিন্তা করছি,
মজার ছলে নিলেও এই চিন্তা করাটা কিন্তু অলৌকিক কিছু না।
১৯৭১-২০২৪ পর্যন্ত এখনও ৫৩ বছর পূর্ণ হয়নি। এই অল্প সময়ে আমরা যে বাংলাদেশের ভৌগোলিক চিত্র দেখি, তার চেয়েও অনেক বেশী সময়কাল অবধি অনেকটাই বড় ছিল আমাদের এই বাংলা।
ইতিহাস থেকে জানা যায়,
বাংলা কখনও সাম্প্রদায়িক ছিল না। এদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবসময়ই ছিল অসাম্প্রদায়িক এবং শান্তিপ্রিয়।
হ্যাঁ আমরা ভরত বিদ্বেষী শুধুমাত্র তাদের রাজনৈতিক বৈরী আচরনের জন্য।।আমরা শান্তিপ্রিয় হিন্দু বা অন্য কোন সম্প্রদায় বিদ্বেষী না।।।। কারন ইসলাম আমাদেরকে এমনটা অনুমতি দেয় না।।।

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ👌১.  মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছ...
27/08/2024

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ👌
১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
২. মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।
৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।
৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।
৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।
৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।
৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।
৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।
১০. বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!
*জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া।
সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি *
সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে!
~সংগৃহীত~

শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চার জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না।সংসার একটা অভ্যেস, যা একসাথে থাকতে থাকত...
25/08/2024

শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চার জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না।

সংসার একটা অভ্যেস, যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে, একে অপরের সাথে কথা বলতে বলতে, একে অপরকে সহ্য করতে করতে এই অভ্যেস গড়ে ওঠে।

সংসার মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটা আত্মস্থ করে নেওয়া। সংসার মানে হলো মানুষটা মুখের সামনে এসে দাঁড়ালেই মানুষটার মনের ভেতর কি চলছে, সেটা বুঝে ফেলা।

সংসার মানে হলো বর অফিস থেকে ফিরলে এক গ্লাস জল রোজই মুখের সামনে তুলে ধরা।

সংসার মানে হলো ছেঁড়া বোতাম সেলাই করতে করতে নিজেদের ভেতর ভুল বোঝাবুঝি গুলো মাঝেমধ্যে সেলাই করে নেওয়া।

সংসার মানে হলো এডজাস্টমেন্ট, "তোমার আমার" থেকে আমাদের হয়ে ওঠা। সংসার মানে মাছের ঝোলে নুন বেশি হলেও চুপচাপ হাসিমুখে খেয়ে ফেলা, সংসার মানে হলো রোজই বিছানার উপর রাখা নিজের পার্টনারের ভেজা টাওয়ালটা মেলে দেওয়া।

সংসার মানে হলো বিয়ের ডেট, একে অপরের জন্মদিনের তারিখ ভুলে গেলেও মানিয়ে নেওয়া।

সংসার মানে গাঢ় নীল রং নিজের পছন্দ না হওয়া সত্ত্বেও পার্টনারের পছন্দ বলে একদিন নীল রঙের পাঞ্জাবিটা পরে ফেলা, আবার তেমনি শাড়ি পরতে একটুও ভালো না লাগলেও এক দুটো দিন নিজের পার্টনারের পছন্দকে গুরুত্ব দিয়ে একটা লাল টকটকে শাড়ি পরে পার্টনারের সামনে এসে দাঁড়ানো।

সংসার হলো একটা প্রতিজ্ঞা, যার ভেতর মান, অভিমান, রাগ, ক্ষোভ, দুঃখ, ব্যথা সবই থাকবে, কিন্তু দিনের শেষে একে অপরের মুখের সামনে ভাতের থালা তুলে দেওয়ার প্রতিজ্ঞাটা একে অপরকে করতে হবে।

সংসার মানে হলো মাসের শেষে টাকাপয়সার হিসেব করতে করতে একটা দীর্ঘনিঃশ্বাস ফেলে স্ত্রীকে জড়িয়ে ধরে বলা "আজ তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, আজ আমায় একটু ঘুম পাড়িয়ে দাও"

সংসার মানে হলো মাঝরাতে বরকে ঘুম থেকে তুলে শিশির ভেজা রাস্তায় হাঁটতে যাওয়ার বায়না ধরা।

সংসার করা সহজ, কিন্তু একটা সংসারকে প্রতি মুহূর্তে যাপন করা সহজ নয়

সংসার মানে হাজারো ব্যস্ততার মধ্যেও একবার অন্তত ফোন করে জিজ্ঞেস করা "খেয়েছো"

সংসারে ওঠানামা, ভাঙাগড়া থাকবেই, কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না, একে অপরকে মানিয়ে নিতে হবে, একে অপরের সমস্যায় পাশে থাকতে হবে, একে অপরকে সাহস যোগাতে হবে

সংসারে কেউ কারোর থেকে ছোট বা বড় হয় না, দুজনেই দুজনের পরিপূরক হয়, তাই সংসার করতে গেলে একে অপরকে সম্মান ও শ্রদ্ধা করা বড্ড জরুরি...

পোস্ট সংগৃহীত

‘এই চোখের দিকে তাকিয়ে কী করে ঘুমাব’-----------বিভাষীকাময় রাতে বন্যা কবলিত এলাকার মানুষগুলোর সর্বশেষ অবস্থা: পানির মধ্যে ...
22/08/2024

‘এই চোখের দিকে তাকিয়ে কী করে ঘুমাব’
-----------
বিভাষীকাময় রাতে বন্যা কবলিত এলাকার মানুষগুলোর সর্বশেষ অবস্থা: পানির মধ্যে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকা এক শিশুর ছবি কাঁদিয়েছে অনেককে। নিস্পাপ শিশুর হৃদয়স্পর্শী চাহনি বুঝিয়েছে, এমন আকস্মিক বন্যার কাছে কতটা অসহায় হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ।

সময় এসে গেছে ফারাক্কার ৪০কিলোমিটার দুরে তাঁর চেয়ে উঁচু  দ্বিতীয় ফারাক্কা বাধ নির্মাণের। মাঝ রাতে মানুষের ঘুমন্ত অবস্থায় ...
22/08/2024

সময় এসে গেছে ফারাক্কার ৪০কিলোমিটার দুরে তাঁর চেয়ে উঁচু দ্বিতীয় ফারাক্কা বাধ নির্মাণের।
মাঝ রাতে মানুষের ঘুমন্ত অবস্থায় বাধ ছেড়ে দিয়ে তারা আজীবনই পৈচাশিক আনন্দ পায়।
তারা বর্ষায় যা পানি দেবে এই ৪০ কিলোর মধ্যেই থাকবে আর যদি এর চেয়ে বেশি পানি ছাড়ে তো তাদের দেশেই সেই পানি চলে যাবে কারন আমাদেরকে বাঁধ হবে তাদের পানির চেয়ে উঁচু ।
আর গ্রীষ্মকালে তারা পানি দিতে চায়না এই পানি আমরা তখন আমাদের সুবিধা মতো নিয়ে নিবো।
তাই সময় এসেছে এখন আমাদের দ্বিতীয় বাধ নির্মাণের। আমরা চাইলেই সামনে দিয়ে আরেকটা বাঁধ নির্মাণ করতে পারি।
বিদেশে পাচারকৃত টাকা গুলো এনে এই কাজ কার হোক।

18/08/2024

’আবদুল্লাহ ইবনু ’আমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করলঃ আমি কি জিহাদে যাব? তিনি বললেনঃ তোমার কি পিতা-মাতা আছে? সে বললঃ হাঁ। তিনি বললেনঃ তা হলে তাদের (সেবা করার মাধ্যমে) জিহাদ কর। [৩০০৪] (আধুনিক প্রকাশনী- ৫৫৩৯, ইসলামিক ফাউন্ডেশন- ৫৪৩৪)

Address

Godaipur, Paikgachha
Khulna
9201

Alerts

Be the first to know and let us send you an email when Free Emotion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share