Raz Mohammad Sheikh - Babu

Raz Mohammad Sheikh - Babu ড্রাইভিং প্রশিক্ষন খুলনা
Driving training khulna

05/09/2025

ড্রাইভিং প্রশিক্ষন খুলনা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আমাদের পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ।
👉স্বপ্ন আপনাদের পুরন করার দ্বায়িত্ব আমাদের

খুলনা ও খুলনার আশেপাশে
ছেলে ও মেয়ে
যারা প্রাইভেট কার, মটর সাইকেল ও স্কুটি চালানো শিখতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ফোন - 01711380523 imo, WhatsApp

অনেকই চায় ড্রাইভিং শিখতে ,
কিন্তু অনেকেই শেখার সুযোগ পায় না।"
সমস্যা একেক জনের একেক রকম—কারও বাসা ড্রাইভিং সেন্টার থেকে অনেক দূরে, কারও সময় মেলে না, কারও পরিবার নিরাপত্তা নিয়ে চিন্তিত।

এগুলা কিছু বাস্তব সমস্যা
তাই আমরা শুধু শেখাই না— আপনার শেখার পথটাই সহজ করি।
✅ পিক অ্যান্ড ড্রপ সুবিধা – নিরাপদ, সময়মতো, নিয়মিত।
✅ সকাল ও বিকাল – দুটো সময়েই ক্লাস। আপনার সুবিধা অনুযায়ী।
✅ কার ও বাইক – দুটোই শেখানো হয় রোড ট্রেনিং সহ।

📍প্রশিক্ষণ চলছে এইসব এলাকায়:
খুলনা ময়ুর আবাসিক, খুলনা সার্কিট হাইজ মাঠে, হাইওয়ে ও সিটির মধ্যে

আপনি হয়তো ভাবছেন "আমার পক্ষে সম্ভব না" – কিন্তু আমরা সেটা সম্ভব করছি। আমরা শুধু গাড়ি ও বাইক শেখাচ্ছি না, আমরা বেকারত্ব মুক্ত জীবন জিবিকাকে কর্মসংস্থানের পথে এগিয়ে নিচ্ছি।

➡️সম্পুর্ন পরিস্কার পরিচ্ছন্ন ও ১০০% মানসম্মত ও ব্যাক্তিগত ব্যাবহার করা গাড়ি ও বাইক দিয়ে প্রশিক্ষন দিয়ে থাকি।

➡️কেউ যদি চান আপনি শুধু একা প্রাক্টিস করবেন তাদের জন্য স্পেশাল ভাবে শেখার সুজোগ আছে। = ফি স্থান ও সময়ের উপর আলোচনা করে নির্ধারন করা হয়।

➡️কেউ যদি চান নিজের গাড়ি দিয়ে নিজে শিখবেন সে ক্ষেএে
= ফি স্থান ও সময়ের উপর আলোচনা করে নির্ধারন করা হয়।

➡️ছেলেদের ব্যচেে শুধু ছেলেরা ও মেয়েদের ব্যাচে শুধু মেয়েরা

প্রতিদিন গাড়ি চালানো প্রাকটিসের সাথে যা যা থাকছে।

১) গাড়ির সকল প্রকার সুইচ, লাইটস এর পরিচিতি ও ব্যাবহার
২) গাড়ির মেইন্টেনেস সম্পর্কে ধারোনা
৩) গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ সম্পর্কে ধারনা।
৪) ট্রাফিক রুলস সম্পর্কে ধারনা।
৫) মহা সরকে চালানোর নিয়ম, সিটিতে চালানোর নিয়ম, জ্যামে চালানোর নিয়ম, দিনে রাতে, বৃষ্টি ও কুয়াসা সহ সকল পরিস্থিতিতে গাড়ি চালানোর নিয়ম।
৬) রাস্তায় গাড়ির কোনো সমস্যা হলে প্রাথমিক ভাবে করনিয় সমুহ।
৭) গাড়ির সকল সাইডের মাপ সহ সহজে গাড়ি যে কোনো পজিশনে পার্কিং ও বের করা।
৮) প্রতিদিন প্রাকটিস স্টেপ বাই স্টেপ
৯) চাকা খোলা সহ গাড়ির বিভিন্ন সমস্যা ও প্রাথমিক সমাধান।
১০) গাড়ি পরিস্কার ও সার্ভিসিং সম্পর্কে ধারনা।
১১) বি আর টি এ থেকে লাইসেন্স প্রাপ্তিতে সহযগিতা করা হয়। সে ক্ষেএে বি আর টি এর সকল প্রসেসের ফি আপনাকে বহন করতে হবে।
বিঃদ্রঃ আমাদের কাছে প্রশিক্ষন নিতে হলে আপনাকে অবশ্যই প্রশিক্ষন নেওয়ার মতো সম্পুর্ন আগ্রহ ও মানোষিকতা থাকতে হবে।

আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ । 💟💟💟⚘⚘⚘
সাথে আছি আমি

#রাজ_মোহাম্মদ_শেখ_বাবু
#তাসলিমা_নিশাত_শেখ_নিশু
#শেখ_ফারহানা_জান্নাত
#শেখ_জান্নাতুল_জোয়য়া_মেহেরিন
#শেখ_ফাহাদ_রাব্বি

#শেখ_সোনিয়া_ফারহিন
আপনার পথ চলা হোক নিরাপদ
সুন্দর হাসি আর আনন্দে ভরে উঠুক আপনাদের জীবন ।

জনগণ ব্রীজটিকে জিজ্ঞেস করল তুমি কেমন আছো?উত্তরে ব্রিজটি বলল ভালো নাইরে ভাই... তোমাদের মত আমাকেও বাঁশ দেওয়া হয়েছে।😆😆😆
30/08/2023

জনগণ ব্রীজটিকে জিজ্ঞেস করল তুমি কেমন আছো?উত্তরে ব্রিজটি বলল ভালো নাইরে ভাই... তোমাদের মত আমাকেও বাঁশ দেওয়া হয়েছে।😆😆😆

30/08/2023

ধানমন্ডির একটি বাসায় কাজের মেয়েকে হ ত্যা করে ফ্রি'জিং করে রেখে দিয়েছে__

লেকের পানিতে ডুবে বশেমুরবিপ্রবির দুই ছাত্রীর করুণ মৃত্যুপ্রতিদিন ডেস্কঃগোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও...
01/08/2023

লেকের পানিতে ডুবে বশেমুরবিপ্রবির
দুই ছাত্রীর করুণ মৃত্যু
প্রতিদিন ডেস্কঃ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তাসপিয়া জাহান রিতু (২০) ও অনন্যা হিয়া (২০) নামের দুই শিক্ষার্থীর লেকের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের লেকে ডুবে ওই শিক্ষার্থীদের মৃত্যু হয়।

শিক্ষার্থী সূত্রে জানা যায়, সাঁতার না জানা হিয়াকে লেকে ডুবতে দেখে রিতু এগিয়ে আসেন। একপর্যায়ে দুইজন ডুবে যান এবং প্রায় ২০-২৫ মিনিট ডুবন্ত অবস্থায় থাকলে অন্য শিক্ষার্থীরা লেকে নেমে তাদের খুঁজে পান এবং উদ্ধার করে দ্রুত গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।

গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কাজী ইসমাইল হোসেন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোঃ কামরুজ্জামান বলেন, "বেলা সাড়ে বারোটার দিকে ঝুম বৃষ্টি হচ্ছিল ওই সময় পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের দুই শিক্ষার্থী লেক পাড় দিয়ে বৃষ্টিতে ভিজছিলো। বৃষ্টিতে ভেজার পর তারা বিশ্ববিদ্যালয় লেকে পড়ে নিখোঁজ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা না দেখতে পেয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে লেকে দেখতে পেয়ে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ টাকা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ড. ইসমাইল হোসেন তাদের মৃত ঘোষণা করে।"

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রিতুর বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট ও রিয়ার খুলনার বয়রায়। তারা দুজনে বিশ্ববিদ্যালয়ের সামনে গোবরা এলাকায় মেসে থাকতেন। দুই শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।

25/08/2022

প্রবাসিদের নিয়ে একটি গান
ইচ্ছে করে জানতে আমি জিন্দা নাকি লাশ
কন্ঠঃ রাজ মোহাম্মদ শেখ (বাবু)

18/08/2022

এই পাথরের ছিদ্র দিয়ে যে মেয়ে যত সহজে যেতে পারবে সে ততো ভালো জামাই পাবে।
এটা কেমন কালচার?🤔🤔🤔🤔🤔🤔

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raz Mohammad Sheikh - Babu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share