04/08/2025
যে ব্যবসাই শুরু করুন, কিছু বিষয়ে অবহেলা করা যাবে না!
ব্যবসার শুরু থেকেই আয় ব্যয়ের হিসাব রাখুন
ব্যবসা মানেই হিসাবের খেলা! তাই ব্যবসা করলে হিসাব নিকাশে অভ্যস্ত হতে হবে। নতুন ব্যবসা বা ছোট ব্যবসার আইডিয়া নির্বাচন করা হয়ে গেলেই ব্যবসার হিসাব রাখার জন্য একাউন্টিং টুল নির্বাচন করতে হবে। এজন্য সহজ ও সাশ্রয়ী একটি অ্যাকাউন্টিং টুল নির্বাচন করুন।
বাংলাদেশের সবচেয়ে সহজ ও সাশ্রয়ী হিসাব রাখার সফটওয়্যার হিসবাপাতি ব্যবহার করতে পারেন। হিসাবপাতি অ্যাপে ব্যবসার আয় ব্যয়ের হিসাব, স্টক ম্যানেজমেন্ট, বাকি বকেয়ার হিসাব, ইনভয়েস তৈরি ইত্যাদি সকল সাপোর্ট পেয়ে যাবেন।
ব্যবসা পরিচালনার সকল সাপোর্ট পেতে ফ্রিতে ডাউনলোড করুন হিসাবপাতি অ্যাপ। প্রথমে ফ্রিতে বেসিক প্যাকেজটি ব্যবহার করে দেখুন। কাজের মনে হলে, নামমাত্র মূলে পেইড প্যাকেজের সাবস্ক্রিপশন কিনে নেবেন।
বিজনেস নেটওয়ার্কিং শুরু করুন
যতই ছোট ব্যবসার আইডিয়া হোক, বিজনেস নেটওয়ার্কিং কিন্তু জরুরি। তাই শুরু থেকেই ব্যবসার সাথে জড়িত মানুষের সাথে চলাফেরা করুন। তাদের সাথে যোগাযোগ বাড়ান। কীভাবে এই কাজটি করবেন তা জানতে এই লেখাটি পড়তে পারেন- উদ্যোক্তাদের জন্য নেটওয়ার্কিং: কী, কেন এবং কীভাবে করবেন?
প্রথমে নিজে ব্যবসাটি বুঝুন তারপর কর্মী নিয়োগ দিন
ব্যবসার শুরুতেই নিজে ব্যবসাটি না বুঝে কর্মী নিয়োগ দেয়াটা বোকামি হবে। তাই আগে নিজে ভালোভাবে ব্যবসাটি বুঝতে হবে তারপর প্রয়োজনে কর্মী নিয়োগ দিতে হবে।
ব্যবসা বাড়লেই কর্মী ব্যবস্থাপনা অ্যাপ ব্যবহার করুন
যখন ব্যবসা কিছুটা বাড়বে, তখন স্বাভাবিকভাবেই কর্মী নিয়োগ বা টিম গঠনের প্রয়োজন পড়বে। এ সময় কর্মী ব্যবস্থাপনার জন্য অবশ্যই ডিজিটাল টুল ব্যবহার করবেন। এমন একটি অ্যাপ বাছাই করবেন যেটাতে কর্মীদের টাইম ট্র্যাকিং, শিফট প্ল্যান, ছুটি ব্যবস্থাপনা, পে-রোল, ডকুমেন্ট ভল্টসহ প্রয়োজনীয় সুবিধা পাওয়া যায়।
এমপ্লয়ি ম্যানেজমেন্ট অ্যাপ হিসেবে নির্বাচন করুন- হাজিরা। কারণ, এই সকল সুবিধা সহ সাশ্রয়ী দামে হাজিরা-ই সেরা। হাজিরা অ্যাপটি ফ্রিতে ডাউনলোড করুন। আরও বিস্তারিত জানতে পড়তে পারেন- ছোট ব্যবসার জন্য এমপ্লয়ি ম্যানেজমেন্ট সফটওয়্যার : হাজিরা
পরিশ্রমের বিকল্প নেই!
যে কাজেই সফল হতে চান, পরিশ্রমের বিকল্প নেই। তাই ব্যবসায় সফল হতে শুরু থেকেই পরিশ্রম করুন। এতে দ্রুত সফলতা ধরা দেবে।