27/09/2025
মেয়েটা কে ভাল লাগত ভালোই ভাবতাম,যদিও টিকটক থেকে উঠে আসা বেহা*য়া ও shameless অঙ্গভঙ্গির মাধ্যমে নিজের সুন্দর চেহারার ফায়দা তুলেছে যখন দেখলো আস্তে আস্তে মিলিয়ন ফলোয়ার বেড়েছে ঠিক তখন নিজের, আল্লাহ্ প্রদত্ত স্কিন আর হেয়ার সুন্দর হওয়া সত্ত্বেও ব্যবসা শুরু করলো।
অথচ নিজের আপন বড় বোনের মাথায় চুল একদমই নাই বললেই চলে। আবার তারই বেস্ট ফ্রেন্ড অন্তরার মাথা পুরাই টাকলা, নিজের প্রোডাক্ট ভালো হলে নিজের মানুষদের আগে ভালো করতাম। আর আমার দেশের বোকা কিছু আপুরা হুজুগে উপচে পড়ে তার সুন্দর হেয়ার আর স্কিন দেখে।
This is called business bro….
যাই হোক গতকাল তার শো রুমে ভোক্তা অধিকার সংরক্ষণ থেকে ম্যাজিস্ট্রেট অফিসারগণ গিয়ে জরিমানা করে একটি কাস্টমার এর অভিযোগের ভিত্তিতে। অনেকেই ঠকেছে কিন্তু কেউ কখনও কমপ্লেন করার সাহস পায়নি,যিনি কমপ্লেন টা করেছেন তাকে স্যালুট।
**প্লিজ যেকোনো পণ্য কিনে সেটাতে প্রতারণার শিকার হলে ১৬১২১(ভোক্তা অধিকার সংরক্ষণ)কল করুন অভিযোগ করুন।
কথা হলো সে এখন লাইভ এ এসে ওই সব অফিসার দের সে সে করছে মনে হচ্ছে ওই সম্মানীয় অফিসার গুলো ওর same age এর ক্লাসমেট ছিল।
আবার একজন অফিসার কে বলছে ওর সাহস হয় কি করে আমাকে প্রতারক বলার..? মানে একজন অফিসারকে অশিক্ষিত, সে, ওর,মহিলা ম্যাজিস্ট্রেট কে ছেমরি, তুমি তুমি করে বলছে এ কেমন ভাষার প্রয়োগ..!
মূর্খ নাচনেওয়ালী তোর হেডাম থাকলে ওমন যোগ্যতা অর্জন কর আগে।তোর মত নাচতে নাচতে সাহস অর্জন করেননি উনারা। নাচতে নাচতে তো বিদেশ গেছিস স্পাউস ভিসায়। তারপর ইন্সপায়ার এর বাংলা জানে না এতই ইংরেজি নিয়ে Phd করেছিস বিদেশ গিয়ে..! একে তো দেশের নরমাল কাপড় পাকিস্থানি সিল মেরে উচ্চোদামে বিক্রি করছে, মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট সেল দিচ্ছে,এরপর ও তাকে প্রতারক বলার যাবে না। মানে চোরের মায়ের বড় গলা।
আরও অনেক এমন ডিসরেসপেক্টফুল কথা বলছে শুনেই মেজাজ তৎক্ষণাৎ খারাপ হয়ে গেলো। ভুল হলে ক্ষমা নম্রতার সাথে চাইবে।but এত চটাং চটাং কথার কি আছে।
ভাই তোর মত কয়েকশত brainless uneducated সুন্দরী গাধী পড়াশোনা করতে করতে খয়রাত হয়ে যাবে এমন সম্মানীয় চাকরির পদে নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে। হইছিস তো টিকটকার থেকে brand owner মনে করিস নিজেকে। দেশের ছেলে মেয়েদের eyewash করিয়ে। কেউ উল্টা ধাক্কা দেয়নি কখনও তাই এত show রুম খুলেছিস।
উনারা একেকজন স্বনামধন্য ম্যাজিস্ট্রেট, উনাদের ফর্সা স্কিন আর লম্বা চুল আর কোমর দুলিয়ে চাকরি পাননি।
বি:দ্র: নওরীন আফরোজের একটা পোস্টে একজনের কমেন্ট ছিলো এটা