
17/06/2025
আমাকে আপনি "পুরোনো ধ্যান-ধারণার" মানুষ বলতে পারেন, কিন্তু আমি শিষ্টাচার ও ভদ্রতার প্রতি বিশ্বাস হারাবো না কখনোই। আজকাল অনেকেই স্পষ্টভাষিতা আর আত্মপ্রেমের নাম করে অভদ্রতা আর অসভ্যতাকে স্বাভাবিক করে নিচ্ছে।
স্পষ্টভাষী হওয়া, নিজের মতো ভাবা বা নিজেকে ভালোবাসা দোষের কিছু না। কিন্তু যখন এই গুণগুলোর আড়ালে আপনি অন্যকে কষ্ট দেন বা সম্মানহানি করেন—তখনই বোঝা যায়, আপনার মাঝে আসলেই শিষ্টাচারের অভাব আছে।
ব্যক্তিত্ব গড়ে তুলতে হলে, frank হওয়ার পাশাপাশি মানসিক ভারসাম্য, সৌজন্যবোধ ও অন্যের প্রতি সম্মান রাখা শেখা জরুরি।
#শিষ্টাচার #ভদ্রতা #আত্মউন্নয়ন #ব্যক্তিত্ব #মার্জিতব্যবহার #নারীরস্বপ্ন #স্পষ্টভাষিতা #বাংলাদেশ_সেন্টার_লন্ডন