Bongo Sume

Bongo Sume Come with me on a vibrant journey around the world! I'm a Bangladeshi woman, weaving tales of culture and new discoveries. Let's explore together!
(1)

আমাকে আপনি "পুরোনো ধ্যান-ধারণার" মানুষ বলতে পারেন, কিন্তু আমি শিষ্টাচার ও ভদ্রতার প্রতি বিশ্বাস হারাবো না কখনোই। আজকাল অ...
17/06/2025

আমাকে আপনি "পুরোনো ধ্যান-ধারণার" মানুষ বলতে পারেন, কিন্তু আমি শিষ্টাচার ও ভদ্রতার প্রতি বিশ্বাস হারাবো না কখনোই। আজকাল অনেকেই স্পষ্টভাষিতা আর আত্মপ্রেমের নাম করে অভদ্রতা আর অসভ্যতাকে স্বাভাবিক করে নিচ্ছে।

স্পষ্টভাষী হওয়া, নিজের মতো ভাবা বা নিজেকে ভালোবাসা দোষের কিছু না। কিন্তু যখন এই গুণগুলোর আড়ালে আপনি অন্যকে কষ্ট দেন বা সম্মানহানি করেন—তখনই বোঝা যায়, আপনার মাঝে আসলেই শিষ্টাচারের অভাব আছে।

ব্যক্তিত্ব গড়ে তুলতে হলে, frank হওয়ার পাশাপাশি মানসিক ভারসাম্য, সৌজন্যবোধ ও অন্যের প্রতি সম্মান রাখা শেখা জরুরি।

#শিষ্টাচার #ভদ্রতা #আত্মউন্নয়ন #ব্যক্তিত্ব #মার্জিতব্যবহার #নারীরস্বপ্ন #স্পষ্টভাষিতা #বাংলাদেশ_সেন্টার_লন্ডন

15/06/2025

নিজের কাছে যে কাজটা অসম্ভব সে কাজটিকে চোখের সামনে সম্ভব করে , তখন সেটি দেখার মত লজ্জা আর কিছুতে নেই

জীবনের অর্থ অনেক সময় মানুষের মাঝে লুকিয়ে থাকে। কারো ভালোবাসা, কারো পাশে দাঁড়ানো, কারো জন্য কিছু করা—এগুলো জীবনকে অর্থ দে...
14/06/2025

জীবনের অর্থ অনেক সময় মানুষের মাঝে লুকিয়ে থাকে। কারো ভালোবাসা, কারো পাশে দাঁড়ানো, কারো জন্য কিছু করা—এগুলো জীবনকে অর্থ দেয়।

🧡 তোমার জীবনের মানুষগুলোকে দেখো।
তাদের মধ্যে তুমি কী পরিবর্তন আনছো?
তাদের মুখে হাসি আনতে পারলে, সেটাই অনেক বড় অর্থ।

13/06/2025

সবাই যখন সফলতা পেতে চায়, সফলতায় যখন সবার আকাঙ্ক্ষিত বিষয়,তখন মানুষকে কলেজের ডিগ্রী অথবা পারিবারিক অবস্থান দেখে মাপা যায় না, মাপা হয় তাদের চিন্তার গভীরতা নিয়ে

11/06/2025

"সময় নষ্ট না করে কীভাবে নিজের অপূর্ণতাকে কাজে লাগিয়ে পূর্ণতা অর্জন করা যায়
#আপনার_উন্নতি #নিজেকে_চেনো #সময়কে_কাজে_লাগাও

চিন্তা-ভাবনা করুন কর্মঠ মানুষের মতো,কাজ করুন চিন্তাশীল মানুষের মতো।বাস্তব জীবনে যদি কোন প্রয়োগ না থাকে তাহলে আপনার আইডি...
10/06/2025

চিন্তা-ভাবনা করুন কর্মঠ মানুষের মতো,কাজ করুন চিন্তাশীল মানুষের মতো।বাস্তব জীবনে যদি কোন প্রয়োগ না থাকে তাহলে আপনার আইডিয়া মূল্য রইলো কোথায়? কর্মে রূপান্তর করার চিন্তা না থাকে তাহলে সেটা নিছক একটা অনু উৎপাদনশীল ভাবনা। সুন্দরভাবে চিন্তা করার বিষয়টি আপনার উৎপাদনশীল চিন্তা বৃদ্ধিতে সহায়কাতা করবে। যদি আপনি ভালোভাবে চিন্তা করতে পারেন এটাকে আপনার স্বভাব বানিয়ে নেন, তাহলে আপনি সফল এবং আপনি সারা জীবনই উৎপাদনশীল হতে সক্ষম হবেন।

আপনার সন্তানের সাথে ইমোশনাল কানেকশন না থাকলে কী কী ক্ষতি হতে পারে?❌ সন্তান তার আবেগ প্রকাশে ভয় পাবে।❌ আত্মবিশ্বাস কমে যা...
09/06/2025

আপনার সন্তানের সাথে ইমোশনাল কানেকশন না থাকলে কী কী ক্ষতি হতে পারে?

❌ সন্তান তার আবেগ প্রকাশে ভয় পাবে।
❌ আত্মবিশ্বাস কমে যাবে।
❌ মিথ্যা বলার প্রবণতা বাড়বে।
❌ মানসিক দূরত্ব থেকে তৈরি হবে অবিশ্বাস।
❌ ভবিষ্যতে সম্পর্ক গড়তেও কষ্ট হবে।

আজ আপনি যতটা সময় দিচ্ছেন, তার প্রতিফলন সে বহন করবে সারা জীবন।
ইমোশনাল কানেকশন মানে—একটি শিশুকে পূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা।

েওয়া_মন_নেওয়া #সন্তানের_ভবিষ্যৎ

08/06/2025
সৃজনশীলতা হচ্ছে নিজের কাছে প্রচুর পরিকল্পনা থাকা। আর আপনার হাতে তখনই কল্পনা থাকবে, যখন আপনি পরিকল্পনাকে মূল্যায়ন করতে শ...
08/06/2025

সৃজনশীলতা হচ্ছে নিজের কাছে প্রচুর পরিকল্পনা থাকা। আর আপনার হাতে তখনই কল্পনা থাকবে, যখন আপনি পরিকল্পনাকে মূল্যায়ন করতে শিখবেন

06/06/2025

🕯️ মনে রাখবেন, হীনমন্যতা আপনাকে থামিয়ে রাখার জন্য আসে। কিন্তু আপনি যদি তাকে চিনে ফেলেন, সে আর আপনাকে থামাতে পারবে না।
#হীনমন্যতা #আত্মসমালোচনা #নিজেকে_ভালোবাসুন #তৃণমূলের_সংগ্রাম #মানসিক_উন্নয়ন

05/06/2025

আমরা শুধু গাড়ি চালানো শিখিনি, বরং একে অপরের সাহস হয়ে উঠেছি।

#বন্ধুত্ব_ও_ড্রাইভিং
#স্মৃতিরডায়েরি
#নতুনজীবনেরশুরু
#ড্রাইভিং_কোর্স
#শেখারসফর
#মেয়েদের_স্বাধীনতা
#একসাথে_শেখা
#মনেরমণিকোঠা

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bongo Sume posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share