27/12/2025
কবিতা: সুদর্শন
কলমে: মদিনা মনোয়ারা
আমার স্বপ্ন পুরুষ,
আমার নির্ঘুম রাত,
ভালোবাসার পর্বভ ।
একটা মানুষকে কতটুকু ভালবাসলে মনের গহীনে থাকে আজীবন,
তার চেয়েও অনেক বেশি ভালোবেসেছিলে আমায় ।
আমাদের ভালোবাসা ছিল সার্বক্ষণিক নিরবতায়।
কথা বা কতটুকুই হয়েছে,
কিন্তু দেখো, বিশটি বছর আমি তোমার অপেক্ষায় ।
কি অপূর্ব সুন্দর ছিলে তুমি,
অপলোক চোখে তাকিয়ে থাকতাম আমি ।
এক সময় কি করে যে বুঝেই,
গেলাম আমাদের ভালোবাসাবাসি ।
তোমার ছিল বিস্ময়কর প্রতিভা,
আর আমি কিঞ্চিত কিন্নরী ।
নীরবতার মাঝে প্রাণবার্তা খুঁজে পেতাম আমি ।
আমিই একদিন তোমার হাতের সঙ্গে আমার হাত, পাশাপাশি রেখে বলেছিলাম, দেখো কত্তো কালো আমি ।
তুমি বলেছিলে , ধূর
কোথায় সমান, সমান তব আমি ।
আমি বলেছিলাম, বোকা তুমি, দেখছো না তোমার লোমশ হাত খানি ।
চকচকে কালো লোমশ হাতে,
শুভ্রতার ঝলকানি,
কত যত্নে গড়িরিয়াছেন,
মহান প্রভু তোমার দেহ খানি।
তবু তুমি দয়াবান তোমাতে, আমাতে দেখনি দূরত্ব,
সত্যিই তোমার আছে বিশাল মনুষ্যত্ব ।
ভালোবাসার টানে কোত্থেকে তুমি,
জোগাইলে জং পড়া এক হিরো হোন্ডা,
অমাবস্যা সন্ধ্যায় আমার বাসার পাশে রাস্তায়, বাজাইলে হোন্ডার ত্রি ধ্বনি,
আমি দূর হতে কানে শুনি,
বুঝিলাম এসেছো তুমি আমার প্রানের স্বামী ।
দৌড়ে এসে, বসে হোন্ডায় ছুটে চললে,
তুমি আমি নিরুপায় ।
এতদিনে পেয়েছি বাগে,
জাপটে ধরেছি তোমার গায় ।
কি হলো আমার আজি এ সন্ধ্যায় ।
ধমকে দিলে তুমি অকস্মাৎ,
আমার মাথায় পড়লো বজ্রপাত ।
তুমি বললে , বেহায়া এত কেন তুমি ?
ভয়ে কাতর শুধুই আমি ।
প্রেম সে তো পবিত্র, মনের গহীনে রয়,
স্পর্শে-স্পর্শে তাকে কি হারাতে হয় ?
হারিয়ে গেল তবু সে প্রেম আমার,
ক্ষতি কি হয়েছিল, কখনো তোমার ?
স্বপ্নেও তোমাকে পাই না ।
জড়িয়ে ধরতে গেলে দেখি তুমি নাই ।
তুমি হীনা আমি!!
কেমন আছো হে সখা তুমি ?
বিশটি বছর পরে , হ্যাঁ ঠিক বিশটি বছর পরে ।
তোমার সাথে দেখা হয়েছিল, পথের ধারে ।
কোন কিছু না ভেবেই প্রশ্ন করেছিলাম,
কেন , কেন এতগুলো বছর ধরে ভালোবাসি তোমারে ?
তুমি অকপটে বলেছিলে,
আমরা তো নষ্ট হতে দেইনি আমাদের দেহরে ।