Deshi Ranna Beshi Shad

Deshi Ranna Beshi Shad Be kind, Be brave, Be unstoppable.

কবিতা: পানকলমে: মদিনা মনোয়ারাতারিখ: ১৯/২/২০২৫ ইং সুদর্শন তুমি কি এখনও পান খাও?সুন্দর করে পানের খিলি-হাতে তুলে নাও?পানের...
27/12/2025

কবিতা: পান
কলমে: মদিনা মনোয়ারা
তারিখ: ১৯/২/২০২৫ ইং

সুদর্শন তুমি কি এখনও পান খাও?
সুন্দর করে পানের খিলি-
হাতে তুলে নাও?
পানের সুন্দর সুঘ্রাণে,
ভরে থাকতো চারদিক।
আমি অপলোক চোখে তাকিয়ে থাকতাম,
শুধুই তোমারি দিক।
কি অপূর্ব সুন্দর তুমি,
তাকিয়ে বিমোহিত হতাম আমি।
মনের মাঝে সুপ্ত আকাঙ্খা,
তুমি বুঝিতে পারনি সখা।
দিনগুলো মোর কষ্টে কেটেছে আহা,
তোমার ছিল বিস্তর প্রতিভা।
তুমি চলে গেলে দূরে কোথা,
দেখলেনাতো এই হৃদয়ের ব্যথা।
কষ্টে আমার ফেটে গেল বুক,
তুমি রইলে একেবারে চুপ।
হারালে কোন সুদূরে হায়,
যন্ত্রনা শুধুই আমার পানে ধায়।
পানের ঘ্রাণে হলাম আমি পাগল,
তুমি হলে মেঠো পথের বাউল।
সুর ধরে অন্য কোন সুরে,
তুমি চলে গেলে দূরে বহুদূরে।
আমি থাকলাম পড়ে-
জীবন্ত কবরে।
এ যে হায় বিষের বেদন,
তুমি বুঝিবেনা কখন।
থাকব আমি আজীবন-
তোমারি প্রতিক্ষায়,
ফিরবে কি তুমি?কখনও হায়!

কবিতা: সুদর্শনকলমে: মদিনা মনোয়ারা আমার স্বপ্ন পুরুষ,আমার নির্ঘুম রাত,ভালোবাসার পর্বভ ।একটা মানুষকে কতটুকু ভালবাসলে মনের...
27/12/2025

কবিতা: সুদর্শন
কলমে: মদিনা মনোয়ারা

আমার স্বপ্ন পুরুষ,
আমার নির্ঘুম রাত,
ভালোবাসার পর্বভ ।
একটা মানুষকে কতটুকু ভালবাসলে মনের গহীনে থাকে আজীবন,
তার চেয়েও অনেক বেশি ভালোবেসেছিলে আমায় ।
আমাদের ভালোবাসা ছিল সার্বক্ষণিক নিরবতায়।
কথা বা কতটুকুই হয়েছে,
কিন্তু দেখো, বিশটি বছর আমি তোমার অপেক্ষায় ।
কি অপূর্ব সুন্দর ছিলে তুমি,
অপলোক চোখে তাকিয়ে থাকতাম আমি ।
এক সময় কি করে যে বুঝেই,
গেলাম আমাদের ভালোবাসাবাসি ।
তোমার ছিল বিস্ময়কর প্রতিভা,
আর আমি কিঞ্চিত কিন্নরী ।
নীরবতার মাঝে প্রাণবার্তা খুঁজে পেতাম আমি ।
আমিই একদিন তোমার হাতের সঙ্গে আমার হাত, পাশাপাশি রেখে বলেছিলাম, দেখো কত্তো কালো আমি ।
তুমি বলেছিলে , ধূর
কোথায় সমান, সমান তব আমি ।
আমি বলেছিলাম, বোকা তুমি, দেখছো না তোমার লোমশ হাত খানি ।
চকচকে কালো লোমশ হাতে,
শুভ্রতার ঝলকানি,
কত যত্নে গড়িরিয়াছেন,
মহান প্রভু তোমার দেহ খানি।
তবু তুমি দয়াবান তোমাতে, আমাতে দেখনি দূরত্ব,
সত্যিই তোমার আছে বিশাল মনুষ্যত্ব ।
ভালোবাসার টানে কোত্থেকে তুমি,
জোগাইলে জং পড়া এক হিরো হোন্ডা,
অমাবস্যা সন্ধ্যায় আমার বাসার পাশে রাস্তায়, বাজাইলে হোন্ডার ত্রি ধ্বনি,
আমি দূর হতে কানে শুনি,
বুঝিলাম এসেছো তুমি আমার প্রানের স্বামী ।
দৌড়ে এসে, বসে হোন্ডায় ছুটে চললে,
তুমি আমি নিরুপায় ।
এতদিনে পেয়েছি বাগে,
জাপটে ধরেছি তোমার গায় ।
কি হলো আমার আজি এ সন্ধ্যায় ।
ধমকে দিলে তুমি অকস্মাৎ,
আমার মাথায় পড়লো বজ্রপাত ।
তুমি বললে , বেহায়া এত কেন তুমি ?
ভয়ে কাতর শুধুই আমি ।
প্রেম সে তো পবিত্র, মনের গহীনে রয়,
স্পর্শে-স্পর্শে তাকে কি হারাতে হয় ?
হারিয়ে গেল তবু সে প্রেম আমার,
ক্ষতি কি হয়েছিল, কখনো তোমার ?
স্বপ্নেও তোমাকে পাই না ।
জড়িয়ে ধরতে গেলে দেখি তুমি নাই ।
তুমি হীনা আমি!!
কেমন আছো হে সখা তুমি ?
বিশটি বছর পরে , হ্যাঁ ঠিক বিশটি বছর পরে ।
তোমার সাথে দেখা হয়েছিল, পথের ধারে ।
কোন কিছু না ভেবেই প্রশ্ন করেছিলাম,
কেন , কেন এতগুলো বছর ধরে ভালোবাসি তোমারে ?
তুমি অকপটে বলেছিলে,
আমরা তো নষ্ট হতে দেইনি আমাদের দেহরে ।

কবিতা: মুগ্ধতার দেশে এক কিশোরীকলমে: মদিনা মনোয়ারা তারিখ: ২৬/১২/২০২৫ ইং এক কিশোরী মেয়ে,যার হৃদয়টা বাংলাদেশের মতোই সহজ,...
27/12/2025

কবিতা: মুগ্ধতার দেশে এক কিশোরী
কলমে: মদিনা মনোয়ারা
তারিখ: ২৬/১২/২০২৫ ইং

এক কিশোরী মেয়ে,
যার হৃদয়টা বাংলাদেশের মতোই সহজ,
সবুজে মোড়া, নরম অথচ নির্ভীক।
ভোরের শিশিরে ধোয়া তার মন,
ধানের পাতায় জমে থাকা স্নিগ্ধতার মতো।
তার চোখে থাকে বিস্ময়,
হাওরের নীল বিস্তারের নীরব অনুভব।
হাসলে নদীর ঢেউ কেঁপে ওঠে,
পাহাড়ের মতো দৃঢ় সে,
আবার শাপলার মতো সংযত ও লাজুক,
মাটির গন্ধে বেড়ে ওঠা এক জীবন্ত ছন্দ।
সে হাঁটে গ্রামের কাঁচা পথে,
পায়ের ছোঁয়ায় জেগে ওঠে পাখিরা।
রুপসার জলে ভাসে তার স্বপ্ন,
ভৈরবের বুকে লিখে রাখে
ভালোবাসার রঙিন প্রতিশ্রুতি।
মটরের সবুজ ক্ষেতে দাঁড়িয়ে সে,
হাত ছুঁয়ে যায় সরিষার হলুদ ঢেউ,
মাঠের পর মাঠ ছড়িয়ে থাকে
তার ভাবনার মতোই মুক্ত বিস্তার।
নৌকার ছায়া নদীর বুকে কাঁপে,
সাদা বকের উড়াল ছুঁয়ে যায় দিগন্ত।
বাংলাদেশ তার কাছে শুধু মানচিত্র নয়,
এ এক অনুভূতির নাম
নদী-নালা, মাঠ-ঘাট,
শিউলির সুবাসে ভেজা সকাল,
কদমতলায় থেমে থাকা বিকেল।
তার চোখে জমে থাকে
এই মাটির হাজার বছরের গল্প,
শেকড়ের টানে বারবার ফিরে আসা।
সে কিশোরী।
তার হৃদয়টাই বাংলাদেশের প্রতিচ্ছবি,
সবুজে আঁকা স্বপ্ন।

27/12/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

Excited to share that I just got recognised as one of Md Sabbir Hossain's top fans! 🎉
25/12/2025

Excited to share that I just got recognised as one of Md Sabbir Hossain's top fans! 🎉

Merry Christmas 🎄🎁 আলোর মতো ছড়িয়ে পড়ুক ভালোবাসা,শীতের দিনে মন ভরে উঠুক আনন্দে❤️🌹
25/12/2025

Merry Christmas 🎄🎁
আলোর মতো ছড়িয়ে পড়ুক ভালোবাসা,
শীতের দিনে মন ভরে উঠুক আনন্দে❤️🌹









কবিতা: শৈশব স্মৃতিকলমে: মদিনা মনোয়ারা তারিখ: ২৪/১০/২০২৪ ইং আমি ছিলাম ছোট্ট যখন ফ্রক পড়া কিশোরী ,আলতা পায়ে নুপুর দিয়ে...
25/12/2025

কবিতা: শৈশব স্মৃতি
কলমে: মদিনা মনোয়ারা
তারিখ: ২৪/১০/২০২৪ ইং

আমি ছিলাম ছোট্ট যখন
ফ্রক পড়া কিশোরী ,
আলতা পায়ে নুপুর দিয়ে,
হেঁটে যেতাম, নানু বাড়ির
মেঠো পথের, পথ ধরি ।
লাগতো গায়ে হেমন্ত বাতাস,
আলতো উড়ায় চুল ।
সাথে উড়তো লম্বা-লম্বা
দুটো কানের দুল ।
নানু বাড়ির হেমন্ত বাতাসে,
আছে স্মৃতি অনেক,
মেঠো পথে আলের পরে,
জিরোই বসে খানেক ।
হেমন্তিয়া বাতাস লেগে,
মন ফেলে স্বস্তির শ্বাস।
এমনি করে হঠাৎ এসে,
বুনো ফুলের সুগন্ধ দেয়,
বেঁচে থাকার গভীর আশ্বাস।
হাঁটতে-হাঁটতে বুনো পথে,
বুনো ঝোপে, বুনো হাঁসের ডিম তুলি।
দেখছি কাছেই নানুর কেটে নেওয়া ধানের খেতে, ধান খাচ্ছে শালিক, চড়ুই ও ডজন খানেক বুলবুলি।
লাগে ভালো হেমন্ত সন্ধ্যা,
হৈমন্তিয়া চাঁদ,
আরো ভালো লাগে আমার
জোনাকির আলো, ঝিঁঝিঁ পোকার ডাক ।
উঠোন জুড়ে চাঁদের আলোতে,
নতুন ধানের সিদ্ধ ভাপা গন্ধ ।
শীতলিয়া বাতাসে আছে যেন
হৈমন্তিয়া ছন্দ ।
আদরিয়া হেমন্ত কালে,
যদি আসো বন্ধু মোর গাঁয়,
দেখবে তুমি প্রকৃতির অপরূপ- লীলায়,
শরীর মন কেমনে জুড়ায় ।
হেমন্ত ফুলের পাগলিয়া সুবাস
যদি পাও বাতাসে, জানবে বন্ধু সত্যিকারের মানুষ তুমি,
প্রকৃতির লীলা খেলার আঁধারে ।

রচনাকাল 24/10/2024
রাত: ৯:০০
আমার নানার বাড়ির সত্যিকারের ভালোবাসা, আদর, আপ্যায়ণ আমি বুকে লালন করি । আমার নানা-নানি, মামা মামী, খালারা অনেক, অনেক ভালো ।

আজ ধীরে হাঁটলেও থেমে যেও না, সাফল্য অপেক্ষা করে থাকে চলমান মানুষের জন্য❤️🌹 #হালছাড়বো_না #নিজেকে_বিশ্বাস #জীবনের_লড়াই #...
23/12/2025

আজ ধীরে হাঁটলেও থেমে যেও না, সাফল্য অপেক্ষা করে থাকে চলমান মানুষের জন্য❤️🌹
#হালছাড়বো_না
#নিজেকে_বিশ্বাস
#জীবনের_লড়াই
#নারীর_শক্তি
#স্বপ্নের_পথে
#মোটিভেশন_বাংলা
া_হয়_আগামীকাল




I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!Clera Nelly Justin, Mk Mashud, Ab...
23/12/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Clera Nelly Justin, Mk Mashud, Abbas Sk, Alamin Hawlader, Mohammed Solyman, Shajjad Hossain

শুভ সকাল  #শুভসকাল
23/12/2025

শুভ সকাল #শুভসকাল

প্রচুর আনন্দ, প্রচুর খাওয়া-দাওয়া, প্রচুর রান্না-বান্না, প্রচুর মেহমান, প্রচুর ঘোরাফেরা, ভাবছি এইবার পেইজের নামটা চেঞ্জ...
22/12/2025

প্রচুর আনন্দ, প্রচুর খাওয়া-দাওয়া, প্রচুর রান্না-বান্না, প্রচুর মেহমান, প্রচুর ঘোরাফেরা, ভাবছি এইবার পেইজের নামটা চেঞ্জ করব 😁😁 আর রান্না-বান্নার নাম থাকবে না পেইজে। এবার অন্য কিছু হবে। নয়তো রান্না করতে, করতে আমার বারোটাই বেজে যাবে 😁😁 আলহামদুলিল্লাহ আমার বাড়ি ভরা মেহমান। বাড়িতে মেহমান আসা, আল্লাহর রহমত ও বরকত নিয়ে আসে, এবং নবী (সাঃ) বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস করে, সে যেন মেহমানের সম্মান করে❤️🌹

Address

Khulna
9000

Alerts

Be the first to know and let us send you an email when Deshi Ranna Beshi Shad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Deshi Ranna Beshi Shad:

Share