Creative Passionate Work

Creative Passionate Work Share Business *
Motivated Life ★
Creative Creator ★
Lifestyle and Fashion ★
Think Different ★

আস সালামু আলাইকুম।আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা সবকিছুতে তাই আমার কথা গুলা আপনার জন্য টক ঝাল হতে পারে।--একটা বিষয় আমি...
29/08/2024

আস সালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা সবকিছুতে তাই আমার কথা গুলা আপনার জন্য টক ঝাল হতে পারে।
--একটা বিষয় আমি খুব বিশ্বাস করি-?
সেটা হল--

১-টাকার চেয়ে উত্তম ও দামী কিছু আছে সেটা হল- সম্মান।
সত্য বলার সাহসীরা অসময়ের বন্ধু হয়ে মানুষের পাশে ও আপন মানুষের পাশে থেকে কাজ করতে পছন্দ করে, আমিও চাই কাজ করতে কিন্তু আমি চাইলে ত হবে না, কেন?
!আপনি যখন আমাকে চাইবেন তখন ই পাইবেন আমাকে বিনা মূল্যে শুধু সম্মান দেন- ভালবাসা দেন।
আল্লাহ চাইলে হারানো সম্মান আবার ফেরত আসতে পারে।

২- আল্লাহ মানুষকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির মর্যাদা দান করেছেন- তাই আমি আপনি যদি মানুষকে প্রকাশ্য অপ্রকাশ্য সাহায্য করি বা আমার কথায় কারও উপকার হয়,
আমার বিশ্বাস আল্লাহ এটা অনেক বেশি পছন্দ করেন আর আল্লাহ আপনাকে এর জন্য অনেক ভালো কিছু রহমত দান করবেন ও করেন। ইন শাহ আল্লাহ।

আগামী প্রজন্ম এর জন্য অনেক কিছু করার দরকার, আমাদের যারা অভিভাবক ছিলেন তারা ত মানুষ ছিল না তাই আমরা নিজের বুদ্ধি বা মেধাকে কাজে লাগাতে পারি নাই কারণ শিখেছি একটা বিষয় -
আধুনিক পেশা হিসেবে কিভাবে ধান্দা করতে হয়।-
পেয়েছি দেখেছি একমাত্র ধান্দা আর তেলেসমাতি তে শাসন আর বোকা বানানোর বিচিত্র দৃশ্যের শিক্ষা।

----দায়িত্ব প্রাপ্ত প্রধান উপদেষ্টা বা প্রশাসনিক কাজে নিয়োজিত সবাই যারা অনেক মেধাবী সম্মানি ব্যাক্তিযারা শুধু নিজের সম্মানকে ভালোবাসেন তারা ভালো মানুষ তাই কাজ করছেন আগামীর জন্য,
যেমন -প্রধান উপদেষ্টা -বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
এমন প্রতিটা সেক্টর এর যারা দায়িত্ব পাচ্ছেন তাদের বয়স ও যেমন বেশি, অভিজ্ঞতা ও বেশি, দক্ষতা বেশি, আমি মনে করি নতুন প্রজন্মের জন্য আপনারা আপনাদের অর্জিত সবকিছু -
রাজনৈতিক জ্ঞান, অর্থনৈতিক জ্ঞান, বৈশ্বিক জ্ঞান, মানুষের সাথে কাজ করার জ্ঞান - বিশ্ব ভু রাজনৈতিক জ্ঞান ও মেধাবীদের কে আগামী প্রজন্ম কে আপনাদের অর্জিত সব জ্ঞান দান করুন ও সাথে নিয়ে কাজ করুন যেন তারা শিখতে পারে আপনার কাছ থেকে।

-কেউ যেন নিজের মেধা ওই চাকরি পাওয়ায় নিয়োগ এর অপেক্ষায় না থাকে এমন একটা প্লাটফর্ম তৈরী করে দেন, আপনার পাশাপাশি
এখন দেশের কাজের গতি বৃদ্ধির জন্য ও নতুন চিন্তা, মেধা, নতুন নতুন কর্মসংস্থান এর জন্য নতুনদের কে কাজে লাগিয়ে আপনাদের থেকে শিক্ষা গ্রহনের সুযোগ করে দেয়া প্রয়োজন,
আমি আপনি যারা ব্যাবসার কাজে বা লেখা ও ভাব চিন্তা প্রকাশ করে মানুষের সাথে কাজ করি তাদের কে ও যায়গা করে দেন,
নতুন মুখ নতুন চিন্তা চেতনা কে কাজে না লাগালে ও কাজ করার ক্ষেত্র না বানালে সুযোগ না পেলে ভারসাম্য ধরে রেখে যাওয়া যাবে কিন্তু ফলাফল ভালো হবে না।

---শেয বেলায় একটা কথা বলে রাখি--
প্রজা বিহীন যেমন রাজার কোন মূল্য থাকে না ঠিক
তেমন ই সেই আসল রাজা যে প্রজার ভালো খারাপ সময় খবর রাখে দেখবেন আপনার খারাপ সময় এই প্রজারাই আবার আপনাকে রাজা বানাবে।

-জানি আপনি এটা পড়ে ভাবছেন!!! কি সব লিখছে অযথা সময় নষ্ট, তাই আপনাকে দূ:খিত।
কিন্তু এটাই সত্যা 🤟

আল্লাহ সবাইকে ভালো রাখুন, আমিন।

-মো: ইমরান চৌধুরী-

Game
02/07/2023

Game

17/10/2022

বাজার আজকে সাবাই অবাক করে দিল🤔
চেক ইসু কে কেন্দ্র করে এমনটা অস্বাভাবিক আমার কাছে!!!

আমি আশা করি শীঘ্রই আবার ভালোর দিকে যাবে ইন শাহ আল্লাহ।

Address

Satkhira
Khulna

Telephone

+8801717810896

Website

Alerts

Be the first to know and let us send you an email when Creative Passionate Work posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Creative Passionate Work:

Share