
24/04/2024
তীব্র গরমের দিন একজন আলেম ইন্তেকাল করেন।
বেশ কয়েকদিন ধরে আসবাহানে বৃষ্টি হচ্ছিলো না। গরমে মানুষ অতিষ্ঠ!
সেই আলেম ইন্তেকালের আগে প্রায়ই একটি কথা বলতেন- "আল্লাহর কাছে মর্যাদাসম্পন্ন কেউ মারা গেলে তার মৃত্যুর দিনে আল্লাহ তার মাগফিরাতে আলামত হিসেবে তার জানাযা যারা পড়ে, তাদের ওপর বৃষ্টি বর্ষণ করেন।"
এটা তার নিজস্ব একটি অভিমত ছিলো, আল্লাহর প্রতি সুধারণা ছিলো।
তিনি যেদিন ইন্তেকাল করেন, সেদিন এতো গরম ছিলো, তাঁর জানাযায় অংশগ্রহণ করা অনেক কষ্টকর ছিলো।
কিন্তু, মানুষজন তাদের প্রিয় আলেমের জানাযায় অংশ নেয়। তাঁর দাফনকাজ সম্পন্ন হবার আগেই সবাই লক্ষ্য করলো অঝোর ধারায় বৃষ্টি নামছে। হঠাৎ বৃষ্টি।
গরমের মধ্যে এমন বৃষ্টি পেয়ে মানুষজন এতোটাই খুশি হলো যে, কেউ জায়গা থেকে নড়লো না। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করলো।
সেই আলেমের নাম আবু মুসা আল-মাদীনী রাহিমাহুল্লাহ। আজ থেকে প্রায় সাড়ে আটশো বছর আগে তিনি ইন্তেকাল করেন।