
08/10/2024
আমার প্রাণ প্রীয় প্রতিষ্ঠান যশোর জিলা স্কুল।
৮ টি বছর এই স্কুলটাই কত শত স্মৃতি বহন করছে।
২০১৭ সালের ১জানুয়ারি স্কুলটিতে ডোকা আর আজ ৮অক্টোবর শেষ। কথায় আছে না সবকিছুরই শেষ আছে, কিন্তু স্কুলে কাটানো সময় গুলো ভোলার না। হয়তো সব বন্ধু আর এক হাওয়া সম্ভব না। আর লাস্ট বেঞ্চে বসে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হবে না, আর স্কুল পালানো হবে না। চাইলেও একটা দিন আর স্কুলে ক্লাস করা যাবে না। প্রকৃতির নিয়ম হয়তো এটাই তাও নিজের আবেগ কন্ট্রোল করতে পারলাম না।
সমাপ্তি, স্কুল জীবন। 🏫
Jessore Zilla School,Jashore