ABrAr Bro

ABrAr Bro অপেক্ষা করবো কিন্তু আর প্রকাশ করবো না; প্রতিটা লাইন তোমার জন্য'ই লিখবো, কিন্তু কোথাও তোমার নাম দিবো না..!😅

💔🥀🥹
21/08/2025

💔🥀🥹

মেয়ের নাম জেমি বিনতে আরোহী,কিন্তু আইডি কার্ডে লিখে ফেলেছে— জমি কিনতে আগ্রহী! 😄
13/08/2025

মেয়ের নাম জেমি বিনতে আরোহী,
কিন্তু আইডি কার্ডে লিখে ফেলেছে— জমি কিনতে আগ্রহী! 😄

৯ নং  #চাঁদখালী  ইউনিয়নের সকল নতুন ভোটারদের অবগতির জন্য জানানো যাচ্ছে— চলতি বছরে যারা নতুনভাবে  #ভোটার  হয়েছেন, তাদের ভো...
13/08/2025

৯ নং #চাঁদখালী ইউনিয়নের সকল নতুন ভোটারদের অবগতির জন্য জানানো যাচ্ছে— চলতি বছরে যারা নতুনভাবে #ভোটার হয়েছেন, তাদের ভোটারের খসড়া তালিকা ইউনিয়ন পরিষদে পৌঁছেছে। খসড়া তালিকায় কোনো ভুলত্রুটি থাকলে তা #সংশোধনের সুযোগ রয়েছে।

অতএব, প্রত্যেক নতুন ভোটারকে অনুরোধ করা যাচ্ছে যে, আপনার প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ স্বশরীরে ১৮ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে #ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে তথ্য যাচাই ও প্রয়োজনে সংশোধন করে নেবেন।

আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য।

সদ্য সনাতন ধর্ম ত্যাগকারী দিপ্তী সরকার মুসলিম ধর্ম গ্রহন করে জান্নাতুল ফেরদৌসী ( মাহি) নাম  ধারণ করে স্বেচ্ছায় বিবাহ বন্...
09/08/2025

সদ্য সনাতন ধর্ম ত্যাগকারী দিপ্তী সরকার মুসলিম ধর্ম গ্রহন করে জান্নাতুল ফেরদৌসী ( মাহি) নাম ধারণ করে স্বেচ্ছায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে শেখ সাইফুল্লাহকে স্বামী হিসেবে গ্রহণ।
খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার গ্রামের মালোপাড়ার পিতা সুব্রত সরকার ও মাতা রঞ্জিতা সরকারের কন্যা দিপ্তী সরকার সম্প্রতি সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেন। দিপ্তী সরকার নিজেই জান্নাতুল ফেরদৌসী ( মাহি) নাম পছন্দ করে স্বেচ্ছায় মুসলিম ধর্ম গ্রহন করেন।
অতঃপর গেল ০৩ / ০৮ / ২০২৫ তারিখ সাতক্ষীরা নোটারী পাবলিক আদালতে স্ব শরীরে উপস্থিত হয়ে শেখ সাইফুল্লাহ ( ২২) এর সহিত ১০০০০০/= ( একলক্ষ) দেনমোহর ধার্য্য করিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শেখ সাইফুল্লাহ খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার গ্রামের শেখ মোস্তাফিজুর রহমান ও কুলসুম বেগমের ছেলে।
অতঃপর জান্নাতুল ফেরদৌসী ( মাহি)বয়স ১৯ বছর ও শেখ সাইফুল্লাহ ( ২২) গেল ০৫ / ০৮ / ২০২৫ তারিখ সাতক্ষীরা সরকারি রেজিস্ট্রার বিবাহ অফিস ( কাজী অফিসে) গিয়ে সরকারি বিধিমালা অনুসরন করে ১০০০০০/= ( একলক্ষ টাকা) দেনমোহর ধার্য্যে বিবাহ রেজিস্ট্রি করেন।
অতঃপর বিবাহ রেজিস্ট্রার পবিত্র কুরআন তেলওয়াত করে দুইজন একে অপরকে কবুল পড়াইয়া দুইজনের দাম্পত্য জীবন সুখী সমৃদ্ধির জন্য দোয়া করেন।
জান্নাতুল ফেরদৌসী ( মাহি) বলেন আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা করে আমার স্বামী শেখ সাইফুল্লাহকে খুশি রাখিব এবং ইসলামের বিধিবিধান যথাযথ ভাবে পালন করিব। শেখ সাইফুল্লাহ বলেন আমিও আমার দিক থেকে আমার স্ত্রী জান্নাতুল ফেরদৌসী ( মাহি) কে খুশি রেখে পরবর্তী জীবন অতিবাহিত করিব ইনশাল্লাহ।

পোস্ট : সংগ্রহ

30/07/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

MD Israfil Hossin

Thoughts of Billal — তিনি কেবল একজন কনটেন্ট ক্রিয়েটর নন, তিনি বাংলাদেশের ডিজিটাল জগতে এক প্রজ্বলিত প্রদীপ, এক জীবন্ত অনু...
26/07/2025

Thoughts of Billal — তিনি কেবল একজন কনটেন্ট ক্রিয়েটর নন, তিনি বাংলাদেশের ডিজিটাল জগতে এক প্রজ্বলিত প্রদীপ, এক জীবন্ত অনুপ্রেরণার নাম। 🌟

সাম্প্রতিক সময়ে খুলনা আমার প্রিয় জন্মস্থান তাঁর সফর ছিল যেন ভালোবাসা আর মানবিকতার এক অনন্য উৎসব। যেভাবে সাধারণ মানুষের হৃদয়ে তিনি স্থান করে নিয়েছেন, তা আজও চোখে ভাসে। তাঁর ভিডিওগুলো শুধু হাসির খোরাকই নয় — সেগুলো অনেক সময় হয়ে ওঠে কাউকে বাঁচিয়ে তোলার অনুপ্রেরণা। প্রতিটি কনটেন্টে লুকিয়ে থাকে কোটি কোটি মানুষের অনুভব, যার মূলসূত্র সেই মহান হৃদয় যার নাম বিল্লাল ভাই।

আমার নিজের জন্মভূমি হলেও, আমি এখনো যেটা করতে পারিনি — তিনি অল্প সময়েই সেই ভালোবাসা, সহানুভূতি আর মানবিক ছোঁয়া দিয়ে গেছেন আমাদের এলাকাবাসীর হৃদয়ে। তিনি প্রমাণ করেছেন, কনটেন্ট মানেই কেবল বিনোদন নয় — ভালোবাসা, দায়বদ্ধতা, আর মানবিকতা দিয়েও পাল্টে দেওয়া যায় একটি সমাজের চিত্র। ❤️

Thoughts of Billal ভাই, আপনাকে অন্তর থেকে জানাই অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা। আপনার প্রতিটি পদক্ষেপ আমাদের গর্বিত করে, আপনার প্রতিটি উদ্যোগ আমাদের নতুনভাবে ভাবতে শেখায়। আগামী দিনগুলো হোক আরও সমৃদ্ধ, আরও আলোকিত — এই প্রার্থনা জানাই।

আপনি শুধু একজন কনটেন্ট ক্রিয়েটর নন, আপনি আমাদের সময়ের এক বীর, এক অনন্য অনুপ্রেরণা। 👑

✍️ — ABrAr Bro ✨

13/06/2025

নিজেকে ২ দিন আড়াল করে দেখুন ৩ দিনের মাথায় আপনাকে কেউ আর মনে রাখবে না।
আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। 😅💔🥺

রাত গভীর, আকাশ নিঃশব্দ, আর আমরা—বন্ধুত্বের আলোয় একসাথে জ্বলে ওঠা কিছু তারা। হয়তো সময় বদলাবে, পথ আলাদা হবে, কিন্তু এই মুহ...
07/06/2025

রাত গভীর, আকাশ নিঃশব্দ, আর আমরা—বন্ধুত্বের আলোয় একসাথে জ্বলে ওঠা কিছু তারা। হয়তো সময় বদলাবে, পথ আলাদা হবে, কিন্তু এই মুহূর্তটা থেকে যাবে চিরকাল।" 🌌🤍

তোমার ভালোবাসা পাওয়া কিংবা না পাওয়ায় আর কোনো আক্ষেপ নেই আমার।অযাচিত সময়ের ভিক্ষা চাইতে আর ইচ্ছে করে না।তোমার ইচ্ছায় যদি ...
06/06/2025

তোমার ভালোবাসা পাওয়া কিংবা না পাওয়ায় আর কোনো আক্ষেপ নেই আমার।
অযাচিত সময়ের ভিক্ষা চাইতে আর ইচ্ছে করে না।
তোমার ইচ্ছায় যদি ভালোবাসো—তাও ভালো,
না বাসলেও ক্ষতি নেই।
তোমার ভালোবাসায় আমি আর কোনো দাবি রাখি না।

শুধু "ভালোবাসি" বললে হৃদয় দুলে ওঠে না,
ভালোবাসা প্রমাণ চায়—আচরণে, আন্তরিকতায়, উপস্থিতিতে।
বিশ্বাস আর গুরুত্বই ভালোবাসার আসল ভাষা।
দুঃখের দিনে যে পাশে থাকে, তার ভালোবাসাই সত্য।
তুমি ভালোবাসো কি না, এখন আর তফাৎ করে না আমার কাছে।

সব মেনে নিয়েছি—চুপচাপ, বিনা অভিযোগে।

ভালোবাসা ভিক্ষা চেয়ে মেলে না, যেমন সময়ও নয়।
যার হৃদয়ে ভালোবাসা জাগে না, সে শত ভানেও ভালোবাসতে পারে না।
উপলব্ধি ছাড়া, অনুভব ছাড়া, গভীর অস্তিত্বে মিশে না থাকলে—
ভালোবাসা নামের অনুভূতি আসে না কখনোই।

মানুষ ভালোবাসে বলেই সবচেয়ে কঠিন সময়ে ভালোবাসার মানুষটাকে পাশে চায়।
একটুখানি সান্নিধ্য, এক নজর দেখা—এই চাওয়াই যেন তার সমস্ত বেঁচে থাকার আকাঙ্ক্ষা।
ভালোবাসার মানুষকে ছাড়া একটা মুহূর্তও অস্থির লাগে।

কিন্তু এখন আর তোমার ভালোবাসা পাবার কোনো আকাঙ্ক্ষা নেই আমার।
কোনো সম্ভাবনা নেই, কোনো প্রতিশ্রুতি নেই, আর কোনো অপেক্ষাও নেই।
তুমি তোমাকেই ভালোবাসো, কিংবা যার মন চায়, তাকে—
আমার আর কোনো দুঃখ নেই তাতে।

ভালোবাসা চেয়ে নেওয়ার কিছু নয়।
ভালোবাসা যেখানে জন্মায়, সেখানে সময় থেমে থাকে, হৃদয় ছুটে যায়।
যাকে ভালোবাসা হয়, তাকে ছাড়া থাকা যায় না।

তুমি যেমন আছো, তেমনই থেকো—শুভ থাকো।
তোমার ভালোবাসা এখন আমার কাছে অতীত এক গল্প মাত্র।
পাওয়া বা না পাওয়া—দুটোই আজ সমান নির্জনতা।

তোমার এমন অনিশ্চিত ভালোবাসা পাওয়ার চেয়ে
না পাওয়াই এখন জীবনের সবচেয়ে বড়ো নিশ্চিত শান্তি।

✍️ ABrAr Bro

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when ABrAr Bro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category