
08/07/2025
চৌগাছায় মোবাইল কোর্টে ৬ রেস্টুরেন্ট ও এক ফল ব্যবসায়ীর ৫২ হাজার টাকা জরিমানা
চৌগাছায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় বাজারের ৬ রেস্টুরেন্ট ব্যবসায়ী এবং এক ফল ব্যবসায়ীর কাছ থেকে ৫২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহানের নেতৃত্বে আদালত পরিচালনা করা হয়।
আদালত বাজারের আলম মিষ্টান্ন ভান্ডার থেকে ১০,০০০/-
আশিক- সিয়াম ফল ভাণ্ডার থেকে ২০০০/-
আসল ঘোষ ডেয়ারি থেকে ৫,০০০/-
ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার থেকে ২০,০০০/-
সাতক্ষীরা ঘোষ ডেয়ারী থেকে ৫,০০০/-
সাতক্ষীরা আদি-ঘোষ ডেয়ারী থেকে ৭,০০০/-
সাতক্ষীরা ঘোষ ডেয়ারী থেকে ৩,০০০/-
মোট ৫২,০০০/- টাকা জরিমানা আদায় করেন।
Source: Chaugachha Tv