Tahsin dot BD.

Tahsin dot BD. ঘরে ঘরে গ্রামীন ছোঁয়া।

বেলকনিতে এ্যাডেনিয়াম কতদিন পর্যন্ত ভালো থাকতে পারে?
01/08/2025

বেলকনিতে এ্যাডেনিয়াম কতদিন পর্যন্ত ভালো থাকতে পারে?

২টা বাড়িতেই প্রায় একই খরচ হয়েছে। কিন্তু দুইজনের রুচি আলাদা। সুতরাং, এই দুটি বাড়ির পার্থক্য আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়...
16/06/2025

২টা বাড়িতেই প্রায় একই খরচ হয়েছে। কিন্তু দুইজনের রুচি আলাদা। সুতরাং, এই দুটি বাড়ির পার্থক্য আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়—রুচি ও সৌন্দর্যবোধ কেবল টাকার দ্বারা কেনা যায় না, এটা চর্চার বিষয়, বোঝাপড়ার বিষয়।

এমন একটা বেলকনি কে না চায় 🥰শুভ সকাল।ছবি: কালেক্টেড।
15/06/2025

এমন একটা বেলকনি কে না চায় 🥰
শুভ সকাল।
ছবি: কালেক্টেড।

সাজেক ভ্যালি গিয়েছিলাম ২০২১ সালে। এখানের অন্যতম প্রধান আর্কষণীয় খাবার বাশের বিরিয়ানি খেয়েছিলাম। মজার ব্যাপার আমি সমুদ্রপ...
14/06/2025

সাজেক ভ্যালি গিয়েছিলাম ২০২১ সালে। এখানের অন্যতম প্রধান আর্কষণীয় খাবার বাশের বিরিয়ানি খেয়েছিলাম। মজার ব্যাপার আমি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৭২০ ফুট উঁচুতে দাড়িয়ে আছি।
সাজেক ভ্যালির চূড়া থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা সত্যিই মনোমুগ্ধকর।

বাংলাদেশের দ্বিতীয় বৃহওম বিল, বিল-ডাকাতিয়া।  এটা আমাদের খুলনা জেলার খান জাহান আলী থানা, আড়ংঘাট, ডুমুরিয়া,  ফুলতলা, মনিরা...
13/06/2025

বাংলাদেশের দ্বিতীয় বৃহওম বিল, বিল-ডাকাতিয়া। এটা আমাদের খুলনা জেলার খান জাহান আলী থানা, আড়ংঘাট, ডুমুরিয়া, ফুলতলা, মনিরামপুর, কেশবপুর, অভয়নগর সহ প্রায় এিশ হাজার একর জমি নিয়ে বিস্তৃত। যা খুলনার উওর-পুর্বাঞ্চলের মানুষের মিঠা পানি সম্পদের অন্যতম উৎস।
এই বিলটির নামকরনের পেছনে আছে এক মজার ইতিহাস। সেটা না হয় অন্য একদিন শেয়ার করবো।😊

এই বল গুলার নাম বলতে পারলে বুঝবো আপনার শৈশব অনেক সুন্দর ছিলো😊
13/06/2025

এই বল গুলার নাম বলতে পারলে বুঝবো আপনার শৈশব অনেক সুন্দর ছিলো😊

12/06/2025

আপনি যদি শক্তিশালী হতে চান, যতটা সম্ভব একা চলুন, একাকীত্বকে যদি আপনি অসহ্য নরক হিসেবে দেখতে পান, তবুও তা মানুষের একাধিক মুখোশের চেয়ে অনেক ভালো❕🙂
-ফিওডোর দস্তয়েভস্কি

"স্রষ্টা বলেছেন, 'তুমি যাকে'ই আমার চেয়ে বেশি ভালোবাসবে', আমি তাকে'ই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাবো। এবং তোমাকে একা করে রা...
12/06/2025

"স্রষ্টা বলেছেন, 'তুমি যাকে'ই আমার চেয়ে বেশি ভালোবাসবে', আমি তাকে'ই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাবো। এবং তোমাকে একা করে রাখব।"
তিনি আরও বলেছেন, 'কখনো বলবেনা আমি তাকে ছাড়া বাঁচবোনা।' তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাবো। এবং পেছনের অনুগত সব আবেগ কেড়ে নিয়ে, তোমাকে দিব্যি সামনে নিয়ে যাব!
তুমি কী দ্যাখো না? ঋতুরাও বদলাতে থাকে।
ছায়া দেয়া গাছের পাতাও যায় শুকিয়ে।
ধৈর্য্যে হারিয়ে যায়।
কিন্তু তোমার স্রষ্টা ধৈর্যশীল ও পরম দয়ালু, সেই ঝরে যাওয়া পাতার ডাল থেকেই আবার সবুজ পাতা গজায়, তুমি কী দ্যাখো না তোমার স্রষ্টার এই নিদর্শন?
যে মানুষটাকে তুমি নিজের অংশ ভাবতে, সেই মানুষটাই একদিন অচেনা হয়ে যায়।
তোমার মন ভেঙে যায়!
এমনকি তোমার বন্ধুও শত্রুতে পরিণত হয়
আর শত্রুও খানিক সময় পরে পরিণত হয় বন্ধুতে।
যে মানুষটাকে নিজের জীবনের চেয়েও বেশি
ভালোবাসতে সেও প্রতারণা করে। তবে তুমি কেন স্রষ্টা বিমুখ হয়ে মানুষকে ভরসা করো?
অদ্ভুত এই পৃথিবী!
যখন তুমি ভাবো এটা হবেনা কখনো, কিন্তু পরোক্ষণে সেটাই হয়। সেটাই হবার নয় কী?
তুমি বলো, 'আমি পড়বোনা' অথচ তুমি পড়ো।
তুমি বলো, 'আমি বিস্মিত হবোনা!'
অথচ তুমি রোজ বিস্মিত হও।
এবং সবচেয়ে বিচিত্র বিষয় হচ্ছে-
তুমি বলতে থাকো 'আমি ম&%রে গেছি' অথচ তুমি বাঁচো। অথচ তুমি বেঁচে থাকো। তোমার স্রষ্টা তোমাকে বাঁচায়, তোমার স্রষ্টা তোমাকে বাঁচিয়ে রাখে! ❤️
-মাওলানা জালালউদ্দিন মোহাম্মদ রুমি

06/06/2025

আহা শৈশব😊 রেলের পাশ দিয়ে হেটে যাচ্ছিলাম। ৭-১০ বছরের বয়সের কিছু ছেলে দেখলাম গোল হয়ে বসে আছে। কৌতুহল বশত এগিয়ে গেলাম। দেখলাম ওরা কাগজের উপর ২ টা পেন্সিল এবং একটা মোমবাতি জ্বালিয়ে রেখে কিছু একটা খেলছে। খেলাটার নাম 'চারলি চারলি'। মোমবাতি জ্বলা অবস্থায় পেন্সিল ঘোরালে নাকি ভুত আসবে, তা ও রেল লাইনের পাশে

Mashallah!  It's climbing to the sky day by day. And Blooming rigorously 💖🌼
03/06/2025

Mashallah! It's climbing to the sky day by day. And Blooming rigorously 💖🌼

Address

Khulna
Khulna
408

Alerts

Be the first to know and let us send you an email when Tahsin dot BD. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share