Fiverr Account Create

Fiverr Account Create Fiverr Account Cretae
page Creation
Facebook Account Customize

28/08/2024

অভিনন্দন বাংলাদেশ ফুটবল টিম কে(২০)
চ্যাম্পিয়ন ।🇧🇩(৪-১)

24/08/2024

১ দিনে আস-সুন্নাহ ফাউন্ডেশনে
বন্যার অনুদান জমা হয়েছে প্রায় ২০ কোটি টাকা।

22/08/2024
কারো বিকাশ/নগদে যদি এক টাকাও থাকে তবু পাঠান বন্যাত্ব ভাইদের জন্য। সকলের বিশ্বস্ত আস সুন্নাহ ফাউন্ডেশন।বিকাশ এ পাঠানোর নি...
22/08/2024

কারো বিকাশ/নগদে যদি এক টাকাও থাকে তবু পাঠান বন্যাত্ব ভাইদের জন্য। সকলের বিশ্বস্ত আস সুন্নাহ ফাউন্ডেশন।
বিকাশ এ পাঠানোর নিয়ম: বিকাশ থেকে একটু নিচে স্ক্রল করে ডোনেশন অপশন এ ক্লিক করে আস সুন্নাহ ফাউন্ডেশন এ যান। তারপর আপনার নাম ইমেইল আর টাকার পরিমাণ লিখে পাঠিয়ে দিন।
অগ্রিম ধন্যবাদ।

21/08/2024

ইন্ডিয়া নিজের দেশে একটা হিন্দু বোনের নিরাপত্তা দিতে পারে না। আসছে বাংলাদেশের হিন্দুদের নিয়ে আবেগ দেখাতে..!🙂

06/08/2024

🔥ব্রেকিং নিউজ🔥
আসিফ মাহতাব স্যার মুক্তি পেয়েছেন।

01/08/2024

* #62 # এই কোডটা আপনার ডায়াল প্যাডে দিয়ে দেখুন কোন নাম্বার শো করে কিনা, শো করলে আপনার কল ফরওয়ার্ড হইতেছে। আর এইটা অফ করার জন্য # #002 # এই কোডটা ইউজ করেন। তারপর আবার আগের কোডটা দিয়ে চেক করে দেখুন ফরোয়ার্ড অফ হয়ে গেছে।
ধন্যবাদ। 🖤🤌
কপি পোস্ট Cyber71

★ব্যাপারটা এমন নয় যে লোকটি হাতিটিকে ধাক্কা দিয়ে উপরে তুলছে। বরং হাতিটি নিজের শক্তিতেই উপরে উঠে যাচ্ছে —কিন্তু লোকটি হাতি...
04/07/2024

★ব্যাপারটা এমন নয় যে লোকটি হাতিটিকে ধাক্কা দিয়ে উপরে তুলছে। বরং হাতিটি নিজের শক্তিতেই উপরে উঠে যাচ্ছে —কিন্তু লোকটি হাতির পেছনে হাত রাখার কারণে হাতিটি মনে করছে তাকে সাহায্য করার কেউ আছে ; ব্যস , অন্যের কাছ থেকে এই সাহসটুকু পেয়েই সে নিজের শক্তিতে উপরে উঠে যাচ্ছে।
★শুধুমাত্র পেছন থেকে আপনাকে ভরসা দেওয়ার মত একজন মানুষ যদি পান—যেমন, বাবা-মা ,ভাই,বোন,বন্ধু অথবা নিজের শিক্ষক কিংবা প্রিয় কোনো মানুষ বা মেন্টর; তাহলেই কিন্তু আপনি নিজের কর্মক্ষেত্রে এবং জীবনে আরও অনেক বেশি সাফল্য অর্জন করতে পারবেন!!

রাসেল ভাইপার সাপ দেখা মাত্রই হটলাইন নাম্বারে কল করুন+8801999000095 +8801713076683+8801916095643+8801747036237+8801611786...
22/06/2024

রাসেল ভাইপার সাপ দেখা মাত্রই হটলাইন নাম্বারে কল করুন+8801999000095 +8801713076683
+8801916095643
+8801747036237
+8801611786536

20/06/2024

খাদ বাদ দিলে যা থাকে তা খাঁটি সোনা,
সুবিধাবাদীরা চলে গেলে যাঁরা থাকেন তাঁরাই আপনজন।

21/05/2024

আমার বেতন বাড়ুক আর না বাড়ুক।
তবে মাথা পিছু আয় বেড়ে ২ হাজার ৭৮৪ ডলার হয়ে গেলো..

👉একটি আত্মবিধ্বংসী জাতির ধ্বংসের উপাখ্যানঃ👇👇👇👇👇👇👇👇👇◑ দুধে: ফরমালিন।◑ গরুর দুধ বৃদ্ধিতে: পিটুইটারী গ্ল্যান্ড ইনজেকশন। ◑ ম...
30/04/2024

👉একটি আত্মবিধ্বংসী জাতির ধ্বংসের উপাখ্যানঃ👇👇👇👇👇👇👇👇👇
◑ দুধে: ফরমালিন।
◑ গরুর দুধ বৃদ্ধিতে: পিটুইটারী গ্ল্যান্ড ইনজেকশন।
◑ মাছে: ফরমালিন।
◑ শাকসবজি টাটকা রাখতে: কপার সালফেট।
◑ আম, লিচু জাম পাকাতে: কারবাইড।
◑ আম, লিচু, জাম সংরক্ষণে: ফরমালিন।
◑ ফল গাছে থাকতেই: হরমোন ও কীটনাশক।
◑ তরমুজে সিরিন্জ দিয়ে দেয়: পটাশিয়াম পার ম্যাঙ্গানেট।
◑ কলা পাকানো হয়: ক্যালসিয়াম কারবাইড।
◑ কফি পাউডারে: তেঁতুলের বিচির গুড়া।
◑ মসলায়: ইটের গুড়া।
◑ হলুদে: লেড ক্রোমেট/ লেড আয়োডাইড।
◑ মুড়িকে ধবধবে সাদা ও বড় করতে: হাইড্রোজ ও ইউরিয়া।
◑ দীর্ঘক্ষন মচমচে রাখার জন্য জিলিপি, চানাচুরে: পোড়া মবিল।
◑ আকর্ষণীয় করতে আইসক্রিম, বিস্কুট, সেমাই, নুডলস ও মিষ্টিতে: কাপড় ও চামড়ায় ব্যবহৃত রং।
◑ ফলের রস তৈরী: ক্যামিকেলস দিয়ে।
◑ বিদেশী মেয়াদোত্তীর্ণ খাদ্য/ঔষধ/ক্যামিকেলস: নতুন মেয়াদের স্টিকার লাগিয়ে।
◑ চাল চকচক করতে: ইউরিয়া।
◑ পিয়াজু, জিলাপিতে: এমোনিয়া।
👉(সূত্র: ইত্তেফাক, পৃষ্ঠা: 2, তারিখ: 26/05/2018)
আরও আছে...👇👇👇👇👇
◑ পানি-২০ লিটার (২ টাকা গ্লাস) অধিকাংশই অটোমেশিনে নয় হাতে ঢালা হয়। পারক্সাইড দিয়ে নয় নাম মাত্র পানিতে ধুয়া হয়।
◑ ফলে হরমোন প্রয়োগ করা হয়।
◑ সবুজ ফল ও শাকশব্জিতে কাপড়ের সবুজ রঙ ব্যাবহার হয়, সসেও তাই।
◑ খামারের মুরগিতে বিশাক্ত ক্রোমিয়াম, লেড আর এন্টিবায়োটিক তো আছেই, চাষের মাছেও তাই।
◑ জুস, লাচ্ছি তো উচ্চ মাত্রার প্রিজারভেটিভ।
◑ রুহ আফজাহ আর হরলিক্স তো প্রমানে অপারগ যে এতে আসলে কল্যাণকর কিছু আছে।
◑ মসল্লায় আলাদা রঙ (মেটালিক অক্সাইড)।
◑ সরিষার তেলে ঝাঁজালো ক্যামিকেল।
◑ সয়াবিনে পামওয়েল।
◑ শুটকিতে কিটনাশক।
◑ কসমেটিক্সে ক্যান্সারের উপাদান লেড, মারকারি ও ডাই।
👉👇👇👇👇👇👇👇
কি খাবেন? কিভাবে খাবেন? একটু ভাবেন! অন্যকেও ভাবতে দিন। বাঙালির আরো অনেক আবিষ্কার আছে যা আমরা হয়তো জানি না। আমরা এক রাতে ধনী হতে চাই এই জাতিকে ধ্বংস করার বিনিময়ে। আসুন আমরা সবাই মিলে এই চক্রকে প্রতিহত করি। জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাই...‼️❓‼️❓‼️❓
সংগৃহিত

Address

Jashore Khulna
Khulna
7400

Telephone

+8801752242931

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fiverr Account Create posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fiverr Account Create:

Share