Amir Foysal

Amir Foysal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Amir Foysal, Khulna.
(9)

পেজ/গ্রুপ অথবা কারো ব্যক্তিগত প্রোফাইলের ছবি,ভিডিও,লেখা কিংবা যেকোনো পোস্ট ভালো লাগার কারনে আমাদের পেজে অনেক সময় কপি পোস্ট করা হয়।।
কারো যদি দ্বিমত বা কোনো ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই ইনবক্সে জানাবেন।। আপনার পোস্ট টি ডিলিট করে দেওয়া হবে।।

Saiyaara movie এত জনপ্রিয়তা দেখে মনে করলাম ছবি টা সুন্দর হবে। ২ ঘন্টা ২৫ মিনিট  সময় নষ্ট করলাম 😒🤧মুভির শুরুতে নায়িকা ব...
07/08/2025

Saiyaara movie এত জনপ্রিয়তা দেখে মনে করলাম ছবি টা সুন্দর হবে। ২ ঘন্টা ২৫ মিনিট সময় নষ্ট করলাম 😒🤧মুভির শুরুতে নায়িকা বিয়া করার জন্য কোর্টে অপেক্ষা করে। প্রেমিক বলে, তুমি রাস্তা মাপো। সেই থেকে মাইয়া কান্দে। খাতায় কবিতা লেখে। নতুন একটা নায়ক আসে। এটাই মেইন হিরো। খুব হ্যানসাম। কাউরে গোনায় ধরে না। গায়ক হতে চায়।
দুজনের সাথে দেখা হয়। প্রেম হয়। সেগস হয়। মাইয়া গান লেখে। পোলা গান গায়।
এর ভিত্রে মাইয়া অজ্ঞান হইয়া যায়। ডাক্তার বলে :আপনার গাজনি ২.০ রোগ হইছে। আস্তে আস্তে আপনি সবাইকে ভুলে যাবেন। কাউকেই মনে থাকবে না। কোন সিনেমায় যেন জিত আর শ্রাবন্তীর এরকম কাহিনী ছিলো। মেহজাবিন নিশোরো এমন কী যেন আছে। এদিকে নায়কের বড় একটা কনসার্টে গান গাওয়ার কথা। নায়িকাও আসে। কিন্তু এই কনসার্টে নায়িকা তার এক্স বফকে দেখে সব ভুলে যায়। এক্স বফকে বলে, লাভ ইউ। এক্স বফ বলে, চলো সেগস করি। ওকে।
ঠিক এই সময়ে নায়ক হাজির হয়। এক্স বফকে মেরে হোতাইয়া ফেলে। নাক মুখ দিয়ে অক্ত বের হয়ে যায়। নায়িকা ছুরি দিয়া নায়ককে কোপ দিয়া বলে, তোর এত বড় সাহস। আমার জানকে মারিস। ভাগ ইহাছে।
এই সিনটা চেনাচেনা লাগছে। মনে পড়ছে: রিলসে দেখেছিলাম। হল ভর্তি মানুষ টিস্যু হাতে নিয়ে এই দৃশ্য দেখে কানতেছে।
এরপর কী যেন হলো! ওহ। নায়িকা বরফের দেশে চলে যায়। খুঁজে পাওয়া যায় না। নায়ক বড় গায়ক হয়। একদিন নায়িকার সন্ধান পায়। বরফের দেশে গিয়ে নায়িকারে চেষ্টা করে স্মৃতি ফেরানোর। নায়িকা এক সময় চিনতে পারে।

।হ্যাপি এন্ডিং। 🤣🤣🤣

আমার একটা প্রশ্ন যারা এই ছবিটি দেখে কান্না করেছেন তাদের এত দুঃখ কই রাখে???

07/08/2025

May be they are not together but their respect for each other is another level. ❤️

We all should learn from them.🌸
Dev ❤️

কোনো একজনের হয়তো শখের নারী 🙂🙂
07/08/2025

কোনো একজনের হয়তো শখের নারী 🙂🙂

07/08/2025

Pish cake??🙄

নোয়াখালী NCP মার্কেট 🙂
05/08/2025

নোয়াখালী NCP মার্কেট 🙂

05/08/2025

ইয়তে চাইছিলো কুমির, পরিবারের চাপে মহিষ হয়ে গেছে 🤣😁

একদম 🙂
05/08/2025

একদম 🙂

05/08/2025

অবশেষে দেব শুভ- শ্রীর এমনিও পূর্ণতা পেল বাকি শুধু তুমি আমি আর আমরা🫡

“যাকে দেখতেছেন, সে একটা স্বনামধন্য অফিসে চাকরি করে। আজকে লাঞ্চের সময় সে এখানে শুয়ে আছে… পাশে জুতা। তার গেটআপ ইত্যাদি দে...
05/08/2025

“যাকে দেখতেছেন, সে একটা স্বনামধন্য অফিসে চাকরি করে। আজকে লাঞ্চের সময় সে এখানে শুয়ে আছে… পাশে জুতা। তার গেটআপ ইত্যাদি দেখে, আমি আর আমার এক বন্ধু তার পাশে গেলাম। বললাম, ‘এভাবে শুয়ে আছেন কেনো?’ বলতেছে, ‘ছোট ভাই, ডিস্টার্ব করো না, ঘুমটা নষ্ট করে ফেলো না!’

তখন বলল, ‘শোনো, আমি বিয়ে করেছি প্রায় তিন বছর হলো। আমার পিতা-মাতা মেনে নেয়নি… কারণ আমার শ্বশুর নেই (আরো অনেক কারণ বলেছে)। আমি এখানে চাকরি করি, আমার ওয়াইফকে নিয়ে এখানেই একটা ভাড়া বাসা নিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, চার দিন হলো আমাদের একটি কন্যা সন্তান হয়েছে—সিজারের মাধ্যমে। তিনদিন হসপিটালে থাকতে হয়েছে ওয়াইফকে নিয়ে। আমার কোম্পানি আমাকে তিনদিন ছুটি দিয়েছিল। আজ আমার ছুটি শেষ, তাই অফিসে এসেছি। এই তিনদিন আমি প্রায় ঘুমবিহীন অতিবাহিত করেছি। কারণ আমার ওয়াইফ ও সন্তান দেখার মতো এই শহরে কেউ নেই। আমাকে একাই সব সামলাতে হয়েছে। দেখো ছোট ভাই, এই প্যান্ট আমি চারদিন ধরে পড়ে আছি।’

আমি বললাম, ‘আপনার ওয়াইফ প্রেগন্যান্ট অবস্থায়—আপনার বাবা-মা বা শ্বশুরবাড়ির কেউ তাকে নিতে আসেনি? বা দেখতে আসেনি?’

বললো, ‘আমার শাশুড়ি মারা গেছেন প্রায় এক বছর হলো। আর শ্বশুরবাড়িতেও আমার বউয়ের আপন কেউ নেই যে আসবে। আর আগেই তো বলেছি, আমার পরিবার মেনে নেয়নি। আমি যোগাযোগ করতে চাইলেও তারা আমার সাথে যোগাযোগ করে না। আমাকে বলে, এই বউ বাদ দিতে! না হলে বাড়ির মায়া ছাড়তে হবে। আমার ওয়াইফ আমাকে অনেক ভালোবাসে এবং বিশ্বাস করে। আমিও তাকে ভালোবাসি। আমি ছাড়া ওর আপন কেউ নেই। তাহলে বলো ভাই, এই মেয়েটাকে আমি কীভাবে ছেড়ে দিই? আমি আমার পরিবারকে খুশি রাখতে পারিনি, তাই তারা আমার খোঁজও রাখে না।’

আমি বললাম, ‘লাঞ্চ করছেন?’

সে বললো, ‘সকালে রান্না করে ওয়াইফকে খাইয়ে নিজেও খেয়ে এসেছি।’

আমি বললাম, ‘তাহলে লাঞ্চ টাইমে বাসায় যাননি কেন?’

বললো, ‘এখান থেকে বাসায় যেতে ১৫ মিনিট, আসতে ১৫ মিনিট—টোটাল ৩০ মিনিট। আমার লাঞ্চ টাইম ৪৫ মিনিট। ওয়াইফকে বলে এসেছি, দুপুরে খাবারটা তুমি খেয়ে নিও। আমি বাইরে খেয়ে নেব। আমার চোখ আর কুলাচ্ছে না। অফিসে ঘুমানোর কোনো ব্যবস্থা নেই, তাই এখানে… ৩০ মিনিটের জন্য এলার্ম দিয়ে পকেটে ফোনটা রেখে ঘুমিয়েছিলাম। আর ২০ মিনিট না যেতেই আপনারা ডেকে তুললেন।’

শেষে বলল, ‘শোনো ছোট ভাই, জীবন সহজ না। বাবা-মার কথা মেনে চলো, তাহলে তাদেরকে পাশে পাবে। না হলে নয়।’

আমার প্রশ্ন? অনেক কিছু থেকেই গেলো… আর তার লাঞ্চ টাইম শেষ.
🙊
© unknown

মুসলিমবঙ্গ। যার প্রতিটি ধুলিকনার সাথে মিশে আছে সেজদার চিহ্ন।💗এক বছর আগে একই দিনে🌸
05/08/2025

মুসলিমবঙ্গ। যার প্রতিটি ধুলিকনার সাথে মিশে আছে সেজদার চিহ্ন।💗
এক বছর আগে একই দিনে🌸

05/08/2025

এক হালায় কইতেছে আপা ৫ তারিখে না পালাইয়া ৬ তারিখে পালাইলে বুধ,বৃহস্পতি,শুক্র টানা তিনদিন ছুটি পাইতাম।

05/08/2025

Masterpiece 🤲

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Amir Foysal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share